নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি ছেলের সাথে পাকিস্তানি মেয়ের পরকীয়া প্রেমের গল্প

২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮


ছেলেটি আমার অনেক দিনের চেনা, করাচি শহরের আয়েশা মন্জিল এলাকায় থাকে ৷ নাম তার আসিফ- আমাকে কাকা বলে ডাকে ৷ বছর খানিক আগে ও একটি মেয়ের জন্য আমাকে দিয়ে একটি ফেসবুক আইডি বানিয়েছিল ৷ তার পর ও আমাদের কম্পানি ছেড়ে যায় ৷

মাস দুই হলো আসিফ আবার আমাদের কম্পানি জয়েন করে ৷ ও আমার কাছে বসে মোবাইলে বার বার মেসেজ লিখছিল এবং পড়ছিল ৷ আমি ওকে জিগ্গস করলাম- "কাকে এসএমএস করছো" ?
"ঐ যে এক বার আপনাকে দিয়ে একটি মেয়ের জন্য আইডি বানিয়েছিলাম তার মেসেজের রিপ্লাই করছি" ৷
"তা কোন পর্যায়ে চলছে" ? আমি জানতে চাইলাম ৷
"ওর সাথে করতে কিছুই বাকি রাখিনি কাকা ৷ প্রায় প্রতি দিন ওর সাথে শারীরিক মিলন করছি" ৷
আমি- "বলো কি তোমরা কি বিয়ে করবে" ?
"না কাকা, ওর তো বিয়ে ঠিক হয়ে আছে ওর ভাবীর ভাই এর সাথে ৷ ওদের বদলাবদলি করে বিয়ে হয় ৷ যার সাথে ওর বিয়ে হবে তাঁর বয়স ৩৪ বছর আর মেয়ের বয়স ১৮ বছর ৷ ও ছেলেকে একদম পছন্দ করে না" ৷
আমি- "তোমার সাথে বিয়ে হবে না জেনেও মেয়েটি তোমার সাথে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে" ?
"ও আমাকে অনেক ভালবাসে কাকা, বলে আমাকে না দেখলে নাকি ওর মাথা কোনো কাজ করে না ৷ দেখুন না কিভাবে মেসেজ করে যাচ্ছে ৷ জানেন কাকা- ও আমাকে বলে আসিফ তুমি সব সময় আমার চোখের কাছে থেকো, তোমার যত টাকা লাগবে আমি দেব ৷ ও আমাকে ৭০/৮০ হাজার টাকার মতো দিয়ে ফেলেছে" ৷
আমি- "কি বলছো ! এতো একেবারে সোনার ডিম দেওয়া মুরগি" ৷
"হ্যা কাকা, আমার বাইকটা চুরি হয়ে গেছে তো তাই বাইক কেনার জন্য আরো বিশ হাজার টাকা দেবে বলেছে"
আমি- ''তুমি এত টাকা নিচ্ছো ফেরৎ দেবে কি করে'' ?
''ফেরৎ দেবে কে, ও আমাকে ফেরৎ দেওয়ার জন্য টাকা দেয় না'' ।
আমি- ''আমার মতে মেয়েটি তোমার জন্য মহান, সে তন-মন-ধন সব তোমাকে দিয়েছে । তোমার জন্য তো সে একেবারে দেবী তুল্য । তমার তো ওকে দেবীর মতো পুজো করা উচিৎ'' ।
''না কাকা, বেশি নম নম করলে আবার নখরা বেড়ে যাবে, পরে আর আমার কথা শুনবে না'' ।

চলবে-------ছেলেটি আমার অনেক দিনের চেনা, করাচি শহরের আয়েশা মন্জিল এলাকায় থাকে ৷ নাম তার আসিফ- আমাকে কাকা বলে ডাকে ৷ বছর খানিক আগে ও একটি মেয়ের জন্য আমাকে দিয়ে একটি ফেসবুক আইডি বানিয়েছিল ৷ তার পর ও আমাদের কম্পানি ছেড়ে যায় ৷

মাস দুই হলো আসিফ আবার আমাদের কম্পানি জয়েন করে ৷ ও আমার কাছে বসে মোবাইলে বার বার মেসেজ লিখছিল এবং পড়ছিল ৷ আমি ওকে জিগ্গস করলাম- "কাকে এসএমএস করছো" ?
"ঐ যে এক বার আপনাকে দিয়ে একটি মেয়ের জন্য আইডি বানিয়েছিলাম তার মেসেজের রিপ্লাই করছি" ৷
"তা কোন পর্যায়ে চলছে" ? আমি জানতে চাইলাম ৷
"ওর সাথে করতে কিছুই বাকি রাখিনি কাকা ৷ প্রায় প্রতি দিন ওর সাথে শারীরিক মিলন করছি" ৷
আমি- "বলো কি তোমরা কি বিয়ে করবে" ?
"না কাকা, ওর তো বিয়ে ঠিক হয়ে আছে ওর ভাবীর ভাই এর সাথে ৷ ওদের বদলাবদলি করে বিয়ে হয় ৷ যার সাথে ওর বিয়ে হবে তাঁর বয়স ৩৪ বছর আর মেয়ের বয়স ১৮ বছর ৷ ও ছেলেকে একদম পছন্দ করে না" ৷
আমি- "তোমার সাথে বিয়ে হবে না জেনেও মেয়েটি তোমার সাথে পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে" ?
"ও আমাকে অনেক ভালবাসে কাকা, বলে আমাকে না দেখলে নাকি ওর মাথা কোনো কাজ করে না ৷ দেখুন না কিভাবে মেসেজ করে যাচ্ছে ৷ জানেন কাকা- ও আমাকে বলে আসিফ তুমি সব সময় আমার চোখের কাছে থেকো, তোমার যত টাকা লাগবে আমি দেব ৷ ও আমাকে ৭০/৮০ হাজার টাকার মতো দিয়ে ফেলেছে" ৷
আমি- "কি বলছো ! এতো একেবারে সোনার ডিম দেওয়া মুরগি" ৷
"হ্যা কাকা, আমার বাইকটা চুরি হয়ে গেছে তো তাই বাইক কেনার জন্য আরো বিশ হাজার টাকা দেবে বলেছে"
আমি- ''তুমি এত টাকা নিচ্ছো ফেরৎ দেবে কি করে'' ?
''ফেরৎ দেবে কে, ও আমাকে ফেরৎ দেওয়ার জন্য টাকা দেয় না'' ।
আমি- ''আমার মতে মেয়েটি তোমার জন্য মহান, সে তন-মন-ধন সব তোমাকে দিয়েছে । তোমার জন্য তো সে একেবারে দেবী তুল্য । তমার তো ওকে দেবীর মতো পুজো করা উচিৎ'' ।
''না কাকা, বেশি নম নম করলে আবার নখরা বেড়ে যাবে, পরে আর আমার কথা শুনবে না'' ।

চলবে------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: দুখ লাগলো এই জন্য যে বলদা টা বাংলাদেশি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.