নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. দেওয়ান

আমি একজন ব্লগার । ব্লগিং হলো আমার নেশা । আমি আমার দেশ, জাতি, সংস্কৃতি ও ভাষাকে সব চেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি ।

এস. দেওয়ান › বিস্তারিত পোস্টঃ

Padma Bridge- পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হসিনার নামে হোক

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৩৪



আমাদের স্বপ্নের পদ্মা সেতু যাতে না হয় তার জন্য গোপনে ও প্রকাশ্যে অনেকে কাজ করেছেন । ডঃ ইউনুসের সাথে এক হয়ে বিএনপির অনেক নেতা পদ্মা সেতুর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন । সেতু বিরোধীদের ভাব দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশ তাদের নয় । তাদের ইচ্ছে ছিল আওয়ামী লীগের হাত দিয়ে সেতু হতে দেবে না । তাঁরা দেশদ্রোহীর মতো বিশ্ব ব্যাঙ্কের ঋণ ব্লক করিয়ে দিয়েছিল । কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় পদ্মা সেতুর কাজ ব্লক হয়নি । বিএনপির নেতারা তো পরিস্কার বলে দিয়েছিলেন যে, দাতা সংস্থাদের ঋণ ছাড়া দেশীয় অর্থায়নে এই সেতু নির্মানে হাত দিলে নাকি দেশে অর্থনৈতিক বিপর্যয় জেমে আসবে ।

এত সব সমস্যার পরও প্রধানমন্ত্রী সেতু নির্মান করাচ্ছেন । তাহলে তাঁর নামে সেতুটি হলে দোষের কি আছে ? তাছাড়া, প্রধানমন্ত্রীর বিকল্প আর বাংলাদেশে আছে কে ? যেহেতু সেতুটি তাঁর প্রচেষ্টায় হচ্ছে তাই সেতুর নাম তাঁর নামেই হওয়া উচিৎ । যারা এই সেতু চায়নি তাদের এখানে আপত্তি করার কোনো অধিকার নেই । প্রধানমন্ত্রী যদি সেতুটির ব্যাপারে আন্তরিকতা না দেখাতেন তাহলে তো এই সেতু নির্মান সম্ভব ছিল না । সরকারের কাছে আমার আবেদন- পদ্মা সেতুর নাম যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হয় ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৪

মিঃ আতিক বলেছেন: বিরোধিতা করেছে কারন ডঃ ইউনুস জানতো ৮ হাজার কোটি টাকা বাজেটের পদ্মা সেতু ওরফে শেখ হাসিনা সেতু ৫০ হাজার কোটি টাকায় ও শেষ হবেনা।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

এস. দেওয়ান বলেছেন: বুঝলাম । ইউনুস সাহেব জেনেই বা কি করেছেন ? তিনি তো নিজের স্বার্থ ছাড়া আর কিছু ভাবেন না । তিনি শুরু থেকেই আওয়ামী লীগ বিরোধিতা করেছেন । দেশের মঙ্গলের জন্য তো সরকারকে জ্ঞান দিতে কখন আসেননি । ইউনুস দেশের জন্য কি করেছেন ? এমন অকেজো পাণ্ডিত্য দিয়ে কি হবে ? সেতুটা কে করতে পারলো সেটাই বড় কথা, কত টাকা লাগলো সেটা বড় কথা নয় ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতুর নাম তো 'পদ্মাসেতু', উহার কি আবারো আকিকা হবে?

আকিকা যদি হতে হয়, উহার নাম হবে, "এস দেওয়ান সেতু", পিরিয়ড। আগাছা বিনা যত্নে বাড়ে, ফসল ফলাতে চাষীর ঘাম ঝরে।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:২২

এস. দেওয়ান বলেছেন: কোনো সরকারই বড় বড় সব স্থাপনার আসল নাম থাকতে দেয় না- তা কারো না কারো নামে করে দেয়, আর এটাই নয়ম । যেহেতু পদ্মা সেতুও কারো নামে হবে তাই আমি আমার মতামত জানিয়ে দিলাম ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩২

মিঃ আতিক বলেছেন: কারো পক্ষে সাফাই গাইতে নয় প্রতিউত্তর করতে আপনাকে বলতে হচ্ছে ডঃ ইউনুসকে দেশের ভালো করার জন্য দেশের কোন মানুষ তাকে নেতা নির্বাচন করে নাই। রাষ্ট্রের কোষাগার তার হাতে। শেখ হাসিনা দেশের উন্নতি করবে প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্ষমতা আক্রে ধরে লুটেপুটে খাওয়ার জন্য তার সাঙ্গ পাঙ্গদের ব্যাবস্থা করে দিয়েছে। রডের বদলে বাঁশ দেয়ার উৎসব হচ্ছে, কে কতো বেশি বাঁশ দিতে পারে।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩২

এস. দেওয়ান বলেছেন: এই জাতির তো বাঁশ খাওয়া অভ্যাস পুরনো । বিদেশি এবং দেশি সব সকরই তো এই জাতিকে বাঁশ দিয়ে গেল । এখ আওয়ামী লীগ বাঁশ দিলে তাতে দোষের কি আছে ?

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:১১

তার ছিড়া আমি বলেছেন: 'পদ্মাসেতু' যার বাপের টাকায় হবে, তার নামে নামকরণ করা হবে। এটা আমার ঘোষনা।

০৫ ই মার্চ, ২০১৭ রাত ৩:২৮

এস. দেওয়ান বলেছেন: যেহেতু পদ্মাসেতু আপনার বাপের টাকায় হচ্ছে না তাই, আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন ।

৬| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০০

আবু মুছা আল আজাদ বলেছেন: যে কোন একটা নাম হলেই + গাড়ি চলতে পারলেই খুশি। এর চেয়ে বেশী আর কি ......................

৭| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেহেতু উনি নিজের আমলে করছেন, সেহেতু উনার নামে করলে আমার আপত্তি নাই। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপ্রধানদের নামে কিছু করলে সেটা আর পরিবর্তন করা হয় না। কিন্তু আমাদের দুই দলের অভ্যাস খারাপ। তাই এই নাম বদলে যেতেও পারে ভবিষ্যতে। তবে বিএনপি'র আপত্তি করা উচিত নয়। কারণ, এটা শেখ হাসিনার অবদান (হোক সেটা বিপুল ব্যয়ে নির্মিত)...

০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭

এস. দেওয়ান বলেছেন: একদম ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.