![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চ্যানেল লিংক https://www.youtube.com/c/STCOVERSONG
আস সালামু আলাইকুম।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে গজলটি একটু ভিন্নভাবে গেয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
ইউটিউবে গজলটি শুনতে এখানে ক্লিক করুন।
লিরিক্স নিচে দিলাম-
ইয়া রসূলাল্লহ রসূলাল্লহ নাবী ইয়াল্লহ
শাফি ইয়াল্লহ শাফি ইয়াল্লহ হাবীবাল্লহ।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি।
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার স্মায়রে
সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে
প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার স্মায়রে
সর্বহারার কাব্য লিখি জড়দাক্ষরে।
নাহিগো সুখের রবি
যা কিছু আধার সবি
নাহিগো সুখের রবি
যা কিছু আধার সবি।
শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি
তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি।
দাওনা দেখা তুমি
হয়েছি ব্যকুল আমি
দাওনা দেখা তুমি
হয়েছি ব্যকুল আমি।
তোমার প্রেমে জ্বলে সদা দুঃখের দহনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি।
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
ইসিয়াক বলেছেন: খুব ভালো্ ।