|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
 ভালোবাসা মানে কারো জন্য মিথ্যে বলা,
লাগলে বাবা মা কে ধোকায় রাখা;
ভালোবাসা মানে গোলাপ দিয়ে,
ভালো লাগাকে প্রকাশ করা;
ভালোবাসা মানে শীতের দিনে,
এক কম্বোলে শুয়ে থাকা;
ভালবাসা মানে রাত জেগে ফোনে কথা বলা,
তারপর বিল এর জন্য টিউশনি করা;
ভালবাসা মানে হাতে হাত রেখে,
সারাদিন পার্ককে বসে থাকা;
ভালবাসা মানে ফেসবুকে বসে,
সারাবেলা চ্যাট করা;
ভালবাসা মানে মোটর সাইকেলে করে,
বেইলি রোডে চটপটি খাওয়া;
ভালবাসা মানে অভিমান করা,
কিছুক্ষন পরেই আবার ভুলে যাওয়া;
ভালবাসা মানে বারান্দায় বসে,
মাঝে মাঝে এস এম এস(SMS) করা; 
ভালবাসা মানে পাখির মতো ডানা মেলে,
অকারনে ঘুরে বারা;
ভালবাসা মানে এক সাথে দাড়িয়ে,
সূর্য্য ডোবা অনুভব করা;
ভালবাসা মানে কারো জন্যে হেরে যাওয়া,
কাউকে জয় করানোর জন্যে ;
ভালবাসা মানে সব বাঁধা ভেংগে ফেলে,
অবশেষে বিয়ে করা;
ভালবাসা হয়না জ্ঞানের গভীরতা দিয়ে, 
এইটি হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে।
সব কথার শেষ হলো এই যে............
ভালবাসার মানে কখনও শেষ হয়া না।
যতই ভালোবাসো না কেন,
তার চেয়ে আরও বেশি ভালবাসতে ইচ্ছে হয়া। ♥ ♥
-১৭.০১.১৩
১২:১২ এ. ম
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৬
তুন্না বলেছেন:   
   
   
   
 
২|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
লোনলিফাইটার বলেছেন: হাজার মনের কাছে প্রশ্ন করে একটা কথাই শুধু জেনেছি আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই ।প্রেম বলে কিছু নেই  
 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
তুন্না বলেছেন: প্রেম আছে বোলে তো আমার মনে হয়.........তাছারা পৃথিবি ধংস হয়ে যেতো..................।
৩|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ওয়াও!!! অসাধারন হয়েছে।+++++
ভালবাসার মানে কখনও শেষ হয়া না।
যতই ভালোবাসো না কেন,
তাঁর চেয়ে আরও বেশি ভালবাসতে ইচ্ছে হয়া। ♥ ♥
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৫৬
তুন্না বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে.........
৪|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০৮
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০৮
প্রিয়তমেষূ বলেছেন: আপু তোমাকে অনেক অনেক ভালবাসি........অনেক অনেক !!!খুব খুব ভালো থেকো।
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:১৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:১৬
তুন্না বলেছেন:  তোমাকে ও আপু অনেক ভালোবাসি...............  
   
 
৫|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০৯
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:০৯
সপ্নাতুর আহসান বলেছেন:  বেশ মিষ্টি একটি কবিতা।
 ভালবাসা নিয়ে আমার গল্পটি পড়তে পারেন Click This Link
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:২১
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:২১
তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে...........আমি আপনার গল্পটি অবশ্যই(must) পরবো.......
৬|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪১
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৪১
একজন আরমান বলেছেন: 
ভালোবাসা মানে,
তুমি ফিরবে না জেনেও তোমাকে ভালোবাসা !
কবিতায় ভালো লাগা। 
অনেক সুন্দর হইছে আপু। 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৫
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৫
তুন্না বলেছেন: ধন্যবাদ তোমাকে ভাইয়া........
৭|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
শুনেছি পকেটে টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালায় । 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৮
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৮
তুন্না বলেছেন: ভালোবাসা মনের গভিরতা থেকে যেটা হয় সেইটা পকেটে টাকা না থাকলেও ঘরের জানালা দিয়ে পালায় না।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪০
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪০
ফারজানা শিরিন বলেছেন: 
   
  