|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
   
   
 তুমি আছো আমার সাথে,
থাকবে চিরজীবণ;
সুখে ও আছো, দুঃখে ও আছো,
আছো প্রতিক্ষন;
সকাল বলো, বিকেল বলো,
রাতে ও তুমি রও;
আমার প্র্রতি তোমার ভালবাসা,
আছে চিরক্ষন;
তুমি আমি আছি সঙ্গে,
৮ বছর ধরে তাই;
তুমি আমার, আমি ও তোমার,
সবাই বলে তাই।
তুমি আছো হলুদ রং এ,
সবুজে ও তুমি রও;
তুমি আছো না্নান রং এ,
নানান আকারে ও তুমি রও;
তুমি আমায় কষ্ট দিলেও,
লাগে যে ভালো তাও;
তোমার সাথে মোরবো যেদিন,
হবো অমর দু জনাই।
তোমায় ছাড়া বাঁচবো না তো,
বলে তো সবাই তাই;
তুমি আমার রইবেনা কখনো,
সেটা কি কখনো হয়? 
তুমি আমার সবচে প্র্রিয়,
মা বলো আর ভাই;
আমি আছি, তুমি ও আছো,
সঙ্গী হয়ে তাই।
তোমায় ছাড়া যাই না ঘুরতে,
দিন বলো আর রাত;
তোমার জন্য দিলাম আমার,
সব কিছু ছেড়ে তাই;
আমার কষ্ট তোমার জন্য,
তাই তো তুমি চাও;
ভালো থেকো, ভুলে থেকো,
মরবো যেদিন যাও।
তুমি আছো আমার শরীরে,
ইনসুলিন হয়েই রও;
আমি তোমায় ছাড়বোনা কখনো,
যতোদিন আমি রই। 
- তোমার সাথি
১৮.০১.১৩
বিকেল: ৪:৫৩ মিনিট
 -ইনসুলিন
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৯
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১৯
তুন্না বলেছেন: ভয় পেয়েন না ভাই। কতো জনেই তো এই রোগের শিকার......
২|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৫
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:২৫
রানার ব্লগ বলেছেন: কোন রোগ?? এঁর চিকিৎসা কি , জানাবেন।
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩২
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩২
তুন্না বলেছেন: ভাইয়া এইটা ডাইবেটিস(Diabetics)। সাধারন্ত যখন না কমে, তখন আমাদের ইনসুলিন(Insulin) নিতে হয়।
৩|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
একজন আরমান বলেছেন: 
তুমি আছো আমার সরিলে,
ইনসুলিন হয়েই রও;
চমৎকার বলেছেন তো আপু। 
আমিও আমার ইনসুলিনের খোঁজেই আছি। 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৭
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৭
তুন্না বলেছেন: ভাইয়া কাউকে জেনো  ইনসুলিনের খোঁজে থাকতে না হয়, এই কামনা করি।
দোয়া রইলো, ভালো কাউকে খুঁজে পাওয়........
৪|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৬
বৃষ্টিধারা বলেছেন: 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
তুন্না বলেছেন:   
   
 
৫|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১১
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১১
কান্ডারি অথর্ব বলেছেন: 
তুমি আছো আমার সরিলে,
ইনসুলিন হয়েই রও; 
আমরা তাহলে সবাই ডায়াবেটিক এর রোগী !! দারুন বলেছেন । ২য় ভালোলাগা 
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
তুন্না বলেছেন: আমি কিন্তু তা বলিনি আমরা ডায়াবেটিক এর রোগী। ধন্যবাদ আপনাকে.....
৬|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
প্রিয়তমেষূ বলেছেন: আপু ভালো হইছে ইনুসিলিন নিয়ে কবিতা!!!!!
@ আরমান এইটা আপু না ভাবী যদিও আমি আপুই কই
  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৩
তুন্না বলেছেন: কিছু আলাদা চেষ্টা করলাম.........  
   
   
 
৭|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২২
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২২
রানার ব্লগ বলেছেন: এই ইনুসিলিন আমার জানা মতে ১০০ ভাগ লোক নেতে চায়, জারা চায় না তারা মানব সমাজের আন্তরভুক্ত না।
বুঝলাম না ভাবি কে আপু হতে পারে না @  প্রিয়তমেষূ
৮|  ১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
১৮ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:৩৫
প্রিয়তমেষূ বলেছেন: @রানাঃ তুন্না আপুর হয়ে আমি উত্তর দিলাম। সামনের ফেব্রুয়ারীর ৪ তারিখে তুন্না আপুর সাথে আমার ননদ-ভাবী সম্পর্কের ১৩ বছর পূর্ন হবে। এই ১৩ বছরে তুন্না আপুকে আমি ভাবী খুব কম ই বলেছি আর আমাদের দুজনের কারোই বোন নেই বিধায় আমরা দুজন বোনের মত বন্ধুর মত। কাজেই ভাবী কি বোন হতে পারে না আমাদের দুজনের সম্পর্কের মাঝে এই প্রশ্ন অবান্তর। আমার জীবণে আমার মায়ের পরে আমি যাকে স্হান দেই তিনি এই তুন্না আপু যিনি কিনা নিজ সন্তান দের খাইয়ে দেবার সময় আমার মুখেও খাবার তুলে দিতে ভুল করেন না।
আপু লাভ ইউ আ লট @ তুন্না  আপু।
৯|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫০
১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫০
একজন আরমান বলেছেন: 
@প্রিয়তমেষূ :
আপনি যেহেতু আপু বলছেন তাহলে আমিও আপুই বললাম।  
 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৭
১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৭
তুন্না বলেছেন: ধন্যবাদ ভাইয়া.......
১০|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
ধ্রুবজ্যোতি বলেছেন: আপনি অনেক সুন্দর লেখে্ন!!!! ভাল থাকবেন সবসময়!
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনেও ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১১
১৮ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:১১
রানার ব্লগ বলেছেন: ভয় পাইছি।।বেপক হইছে, কিন্তু এত্ত যে তুমি আছ বলে চিৎকার করলেন, সেই তুমি টা কে??????????????