|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
   
   
   
 সামনে বই মেলা আসছে। সময়ের কারনে প্র্রতি বছর জাওয়া হয় না। দুই বছর আগে একবার সেই বিক্ষাত মেলাএ গিয়েছিলাম আমার এক মাএ প্র্রিয় বোন এর সাথে। সেদিন একটি বই কিনেছিলাম। বইটি ছিল,             " হাসির বিশ্বকোষ"। এই বইটি এখনো মাঝে মাঝে পড়ি। সময়ের বাস্তোতার মাঝে একটু হাসি,ভালোই লাগে। আপনাদের সাথে কিছু হাসি, জোকসের মাধ্যমে শেয়ার করলাম।
১.
এক সিলেটি ছাত্রকে শিক্ষক
জিজ্ঞাসা করছে,
শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্রঃ গুরা।
শিক্ষক,
কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি???
ছাত্রঃ গুরা।
শিক্ষক,
পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই
কি গুরা নাকি???
ছাত্রঃ না স্যার,
একটা লাফাইন্না গুরা,
একটা মুরাইন্না গুরা, আর শেষের
টা গুরা-গুরা।
-----------------------------------------------------------------------------
২.
১৮ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ " কি!!
জাহান্নামে যাও..."
৪ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ "ও মা... কত কিউট... লাভ ইউ সোনা... "
Moral: ৪ বছর বয়সেই propose করে ফেলা চাই।
-----------------------------------------------------------------------------
৩. 
শিক্ষকঃ প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্যে ভালো।
ছাত্রঃ আমি প্রতিদিন ফুটবল, ক্রিকেট, আর টেনিস খেলি।
শিক্ষকঃ গুড বয়… প্রতিদিন কত ঘন্টা করে খেলো?
ছাত্রঃ মোবাইলের ব্যাটারী শেষ না হওয়া পর্যন্ত।
-----------------------------------------------------------------------------
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৬
১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৬
তুন্না বলেছেন: আরও হাসির কিছু ইনশাল্লাহ দিবো আগামিতে.......
২|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:১৩
১৯ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:১৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ৩ নং টা ভালো লেগেছে। ১ নং টা কমন পড়েছে।
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৭
১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৭
তুন্না বলেছেন: ধন্যবাদ.....
৩|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২১
১৯ শে জানুয়ারি, ২০১৩  ভোর ৪:২১
আশিক মাসুম বলেছেন:   
   
 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৮
১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৩৮
তুন্না বলেছেন:   
   
 
৪|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৮
১৯ শে জানুয়ারি, ২০১৩  দুপুর ২:৫৮
 আমিনুর রহমান বলেছেন:   
   
   
   
   
 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৮
১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:১৮
তুন্না বলেছেন:   
   
  
৫|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২১
১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২১
শার্লক বলেছেন: ১ নং কমন পড়ছে। ২ আর ৩ নং টা পড়ে মজা পাইছি।   
 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৪
১৯ শে জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৪
তুন্না বলেছেন: কিছু তো কমন পড়েই। মজা লাগার জন্য আপনাকে ধন্যবাদ....
৬|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১১
একজন আরমান বলেছেন: 
১৮ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ " কি!!
জাহান্নামে যাও..."
৪ বছরের ছেলেঃ "আমি তোমাকে ভালোবাসি"
১৮ বছরের মেয়েঃ "ও মা... কত কিউট... লাভ ইউ সোনা... "
Moral: ৪ বছর বয়সেই propose করে ফেলা চাই।
  
   
   
   
 
ইসস কি মিসটাই না করেছিলাম।  
  
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:২৫
তুন্না বলেছেন: আসোলেই মিস করেছো ভাইয়া........নেক্ষ্ট টাইম.....
৭|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৯
১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৯
একজন আরমান বলেছেন: 
আর নেক্সট টাইম হবে না।
যা হবার তা হয়ে গেছে।
এখন শুধুই অপেক্ষার পালা ! 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
১৯ শে জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪৩
তুন্না বলেছেন: দোয়া করি অপেক্ষার পালাটা যেনো তারাতারি শেষ হয়.............
৮|  ১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৩
১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:০৩
একজন আরমান বলেছেন: 
অনেক অনেক ধন্যবাদ আপু।  
 
  ১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:১৬
১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১১:১৬
তুন্না বলেছেন: এউ আর মোষ্ট ওএলকাম ( you are most welcome)............ভালো থেকো।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:১৬
১৯ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এমন আরও হাসির কিছু চাই