|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
   
 ইদানিং দেশের আর আমাদের সমাজের পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব  চিন্তিত। এর মাঝে মন খুলে হাসাবার জন্য আজ আমার এই পোষ্ট।
১.
বার্ষিক পরিক্ষায় একটি প্রশ্ন দেখে বাচ্চা একটু ভয় এবং চিন্তায় পড়লো। টিচার কাছে এসে তাকে বুঝাবার চেষ্টা করে।  
   
 
টিচার: তুমি কোনদিন নদী দেখেছো?
বাচ্চা: হ্যাঁ মাডাম।
টিচার: কয়টি নদী দেখেছো?
বাচ্চা: অনেক গুলো।
টিচার: তাহলে বাংলাদেশের একটি নদীর নাম লিখে দাও।
বাচ্চা: ঠিক আছে মাডাম...........
নদীর নাম হলো পুকুর। 
এই দেখে মাডাম মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লো। :-&  :-& 
২.
একটি বাচ্চা টিচার কে এসে প্রশ্ন করলো।
বাচ্চা: টিচার টিচার, আবুল এর বাবা কি আমাদের স্কুলের " প্রিনসিপাল          (Principal)"?
টিচার: না, বাবা।ওনি হলেন আমাদের স্কুলের "মানেজিং ডাইরেক্টার (Managing Director)"।
বাচ্চা: তাহলে ঠিক আছে।
আমি তো একটু ভয় পেয়েছিলাম, তাহলে তো সে আমাদের মোতনই একজন।
টিচার:   
   
 
৩.
একজন ব্যবসায়ী এক নতুন দোকান খুললেন এবং বাইরে একটা বড় সাইনবোর্ড লাগালেন-----
" এবার থেকে আর আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুর ঠকতে হবে না। এই দোকানে এলেই হবে।"
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৩:৩৮
২৯ শে মে, ২০১৩  বিকাল ৩:৩৮
তুন্না বলেছেন: জোগস গুলো আমার ই লিখা।
২ নং জোকস টা হলো,
বাচ্চাদের কাছে প্রিনসিপাল হলো সবচে বড় পোষ্ট, কিন্তু যখন সে শুনেছে যে ওনি হলেন ম্যানেজিং ডাইরেকটর..
বাচ্চার কাছে সাধারন মনে হয়েছে। কারন তার ক্লাস মেট এর বাবা তাই ছিলেন।
২|  ২৯ শে মে, ২০১৩  দুপুর ২:০০
২৯ শে মে, ২০১৩  দুপুর ২:০০
অিপ পোদ্দার বলেছেন: +++++++++++++
  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৩:৩২
২৯ শে মে, ২০১৩  বিকাল ৩:৩২
তুন্না বলেছেন: ধন্যবাদ।
বল্গে স্বাগতম।
৩|  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৪:৫৮
২৯ শে মে, ২০১৩  বিকাল ৪:৫৮
খাটাস বলেছেন: হাহাহা একটু লেট এ হাসলাম। আমি ও অনুমান করেছিলাম, আপনার লেখা। আসলেই গুড সেন্স অব হিউমার। বেশি কিছু বলব না। প্লাস দিয়ে গেলাম। আপনার মাঝে যা আছে, কাজে লাগান। ভাল করবেন।
  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:৩১
২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:৩১
তুন্না বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আমার বল্গে আবার আসবেন, এই কামনায়...
৪|  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:০৩
২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:০৩
অপর্ণা মম্ময় বলেছেন: সবগুলোই মজার !
নদীর নাম পুকুর   
 
  ২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:৩২
২৯ শে মে, ২০১৩  বিকাল ৫:৩২
তুন্না বলেছেন: ধন্যবাদ।
 :#>  :#> 
৫|  ২৯ শে মে, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
২৯ শে মে, ২০১৩  সন্ধ্যা  ৬:১৮
ভারসাম্য বলেছেন: জোক্স দেখলেই পুরনো কিছু মনে করে ঠকবার কথা মনে হয়। তারপরও পড়ি এবং অধিকাংশ ক্ষেত্রেই ঠকতে (আগেও শোনা) হয়। ভালও লাগে। 
এরপর আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠকতে হবেনা। আপনার এখানে আসলেই হবে।  
 
++++
  ২৯ শে মে, ২০১৩  রাত ১০:৪০
২৯ শে মে, ২০১৩  রাত ১০:৪০
তুন্না বলেছেন: আমাদের দেশের যান জট এতো বেশি যে ঘুরা ঘুরি করা কষ্ট। 
ইনশাল্লাহ, আমার এখানে আসলেই হবে, আমার বল্গে আপনাকে স্বাগতম।  
   
 
৬|  ০৪ ঠা জুন, ২০১৩  সকাল ৭:২৬
০৪ ঠা জুন, ২০১৩  সকাল ৭:২৬
খেয়া ঘাট বলেছেন: শেষেরটা ভালো লেগেছে।
  ০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৩:৪৩
০৪ ঠা জুন, ২০১৩  বিকাল ৩:৪৩
তুন্না বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।
৭|  ০৩ রা জুলাই, ২০১৩  সকাল ৮:১৯
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ৮:১৯
তুষার আহাসান বলেছেন: অশেষ ভাল লাগা।
  ০৩ রা জুলাই, ২০১৩  সকাল ১১:০৪
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ১১:০৪
তুন্না বলেছেন: Onek dhonnobad aapnake. Bhalo thakben
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৩  দুপুর ১:৫৬
২৯ শে মে, ২০১৩  দুপুর ১:৫৬
খাটাস বলেছেন: আগে কমেন্ট দিলাম না। প্রথমে বলেন, জোকস গুলো কি আপনার লেখা? আর আমার স্মাইল রিসিভার ডিভাইস ভাল না। ২ নং জোকস বুঝি নি। :#> :#>