| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমনে কই ..মাথায় কত কোশ্চেন ঘুরতাছে
এক নম্বরে-বেস্ট ফ্রেন্ড মানে কি ? ছেলে-মেয়ে উভয়ই অথবা ছেলে- ছেলে অথবা মেয়ে-মেয়ে; ক্ষ্যাত-স্মার্ট ইটিসি। আমার নাই আপনের আছে ? থাকলে কেমনে পাইছেন?
দুই নম্বরে-মানুষ রক্ত পানি করে টাকা উপার্জন করে -কার জন্য? মা নাকি বউয়ের জন্য অথবা নিজের জন্য নাকি স্বামীর জন্য (অবলা দের কথা বলা হচ্ছে) ?
তিন নম্বরে- পরিবার এর সাথে থাকার চেয়ে টাকা উপার্জন করে দূরে থাকা কি উত্তম ?
চার নম্বরে- রাগ কেমনে নিয়ন্ত্রণ করে ?
পাচ নম্বরে- কেউ কিছু বললে বিশ্বাস করতে মন চায় - কি করমু ?
ছয় নম্বরে- যেটা করতে ভাল লাগে ঐটাতো করতেই থাকি-কিন্তু কখন যথেষ্ট মনে করতে হবে?
ছয় নম্বরে-হতাশ থাকা উত্তম নাকি বঞ্চিত ?
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৫
ট্রোল বলেছেন: দিন ,উত্তর দিন । আমি যা ভাবছি তা অন্যরা কি মনে করে -জানতে ইচ্ছা করে।
২|
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯
কৃষ্ণবিবর বলেছেন: ১. আপনিই আপনার বেস্ট ফ্রেন্ড।
২. নিজের জন্য।
৩. পারলে পরিবারের সাথ।
৪. দাড়ায় থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। শুয়ে থাকলে ১০০ থেকে ১ পর্যন্ত গুনবেন।
৫. বিশ্বাস করুন, বিশ্বাসে মিলায় বস্তু।
৬. যখন মাথা ভনভন করে ঘুরতে থাকবে।
৬. হতাশ হলে ৬ নম্বরে যা করছিলেন তা আরও বেশি বেশি করুন।
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
ট্রোল বলেছেন: ধন্যবাদ কৃষ্ণবিবর
খুব সুন্দর বলেছেন, চেষ্টা করব
৩|
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬
শাহরীয়ার সুজন বলেছেন: হু ভাইবা বলতে হবে
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: এত কঠিন কঠিন প্রশ্ন, দাঁড়ান চিন্তা কইরা লই, তারপর উত্তর দিতাছি ভাই।