নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র।

স্ট্রাটাজেম

মানব জীবনের প্রত্যেকটি ক্ষুদ্রানুক্ষুদ্র উপাদানে চরমভাবে কৌতুহলী একজন অতিমাত্রাই সাধারন মানুষ ....................................

স্ট্রাটাজেম › বিস্তারিত পোস্টঃ

কৌতূহলী মন শুধু জানতে আর জানাতে চাই ( পর্ব-১ )

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

আপনিও হতে পারেন দ্বীপের মালিক। কি হবেন নাকি ??

পৃথিবীতে বহু দ্বীপ আছে যেগুলো সাধারণ মানুষ চাইলেই কিনতে পারেন। ব্রাজিলের সালভাদর বাহিয়া দ্বীপটির কথাই যদি ধরি এই ক্ষুদ্র দ্বীপটি কিনতে আপনার গুনতে হবে মাত্র ৩৫ লাখ টাকার মতো। আমার কাছে যদি টাকা থাকতো কোন দিক না তাকিয়ে কমপক্ষে ৫-৬ টি দ্বীপ কিনে রাখতাম। আর নিজের পরিবারের সদস্যদের নামে নামকরন করতাম।

আপনিও কিন্তু দ্বীপের মালিক হতে পারেন । তার আগে বিক্রয়যোগ্য এই দ্বিপগুলোতে একটু ঘুরে আসতে পারেন।
এইখানে

ঘুরিইসম

থাইল্যান্ডে ঘুড়ি ওড়ানো এক ধরনের পেশাদার খেলা। ইস ,বাংলাদেশেও যদি ক্রিকেট আর ফুটবলের মতো ঘুড়ি ওড়ানো একটি পেশা হিসেবে গণ্য করা হত তাহলে জীবনের লক্ষ্য এইটাকেই বেছে নিতাম।আসলে কি, সবার কপালে সব কিছু সই না ।

বউ বউ খেলা

জার্মানিতে ঐতিহ্যগতভাবে নববধূকে তার আত্মীয়রা কিডন্যাপ করে লুকিয়ে রাখে। জামাইকে বউ খুঁজে বের করে তার ভালোবাসার প্রমাণ দিতে হয়। জার্মানি বলে সহজেই খুঁজে বের করা যাই বাংলাদেশ হলে কি ব্যপারটা কি দাঁড়াত একটু ভাবেন তো ......

নকল হাসি

যারা নকল হাসি হাসে তাদের ইংরেজিতে এক্সিডেনটেসিয়াস্ত বলে ডাকা হয়। এরপর যদি বুঝতে পারেন কেও এমনটা করছেন তাহলে তার উপযুক্ত নাম 'এক্সিডেনটেসিয়াস্ত' ধরেই ডাকুন।

আরেকটাবার ভাবুনতো

পৃথিবীর অন্যতম বিখ্যাত সিগারেট ব্র্যান্ড মারলবোরো তাতে কোন সন্দেহ নাই। ভাগ্যের কি নির্মম পরিহাস , এই মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফিলিপ মরিস যিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ১৮৭৩ সালে মৃত্যুবরণ করেন! আরেকজন মারতে গিয়ে শেষপর্যন্ত লোকটায় মারা গেল। সিগারেট না খেয়ে তার পরিবর্তে বারোমাসি ফল কলা খেতে পারেন। যা মুহূর্তেই আপনাকে সজীব করে তুলবে।

দি পাওয়ার অফ নোস

আপনার নাক মোটমুটি ৫০,০০০ রকমের ভিন্ন ভিন্ন গন্ধ অনুভব করতে পারে।বাংলাদেশে থাকি তো তাই গন্ধের বেশি একটা বৈচিত্র্য খুঁজে পাইনা । রাস্তাই বের হলে সবই এক হয়ে যাই। আমার মনে হয়, দিন দিন বাংলাদেশের মানুষের গন্ধানুভুতি হ্রাস পাচ্ছে।

হিটলারের মগজ


হিটলারের পরিকল্পনা ছিল মস্কো দখল করে এর সকল অধিবাসীদের হত্যা করে সেইখানে একটা হ্রদ তৈরি করবে। কি ভয়াবহ পরিকল্পনা , আমার মনে হয় শুধুমাত্র হিটলারই পারতো এইরকম চিন্তাভাবনা করতে।
বিশ্বাস হচ্ছে না তাহলে এই নিন প্রমান... Click This Link

এই বার একটু থামেন

প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে! আর এই নিরীহ প্রানিগুলারে বাংলাদেশের মানুষ ডাইনোসর মনে করে তাদের আবাসস্থল নষ্ট করছে কেউ কেউ আবার তাদেরকে ধরে বাজারে বিক্রিও করছে। আর আমরা সুখের সখে তা আবার ভক্ষনও করছি। সবাইকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

সোনাই কি সমাধান ?

সমুদ্রের তলদেশে নাকি বড়ই রহসসময় কিন্তু আমার কাছে তো মনে হয় এটি একটি স্বর্গীয় খনি। কেন বলতেছি তাও একটু শুনেন সমুদ্রের তলদেশে যেই পরিমাণ স্বর্ণ রয়েছে তা যদি উত্তোলন করা সম্ভব হতো তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ২০ কেজি করে স্বর্ণ পেত!! আরে বাবা , সেই স্বর্ণ উত্তোলন করেই তো পৃথিবীর সব দারিদ্রতা দূর করা যাই। এর চেয়ে সহজ রাস্তা কি হতে পারে, তা আমার জানা নেই। আপানাদের জানা থাকলে বলতে পারেন , দেশের মানুষ নামক জীবগুলার একটু উপকার হইত আর কি ?


It doesn’t matter , I LOVE YOU


ইউরোপে এক জরিপে পাওয়া গেছে, প্রতি চারজন মহিলার মধ্যে একজন বলেছেন, দেখতে যেমনই হোক না কেন, টাকা থাকলে যে কোনো পুরুষকেই আকর্ষণীয় মনে হয়। জরিপটা বাংলাদেশে পরিচালনা করলে পছন্দের হারটা মনে হয় আরেকটু বেশিই ঊর্ধ্বগামী থাকতো। আপনারা কি বলেন ?

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

শায়মা বলেছেন: ব্রাজিলের সালভাদর বাহিয়া দ্বীপটির কথাই যদি ধরি এই ক্ষুদ্র দ্বীপটি কিনতে আপনার গুনতে হবে মাত্র ৩৫ লাখ টাকার মতো।


মাত্র!!! ঢাকাতে যে কোনো একটা বাড়ি কিন্তে হলেও তো এর চাইতে বেশি টাকা লাগবে!!!!!!!! তাইলে দ্বীপ কেনাই ভালো!!!!!!

পুরো একটা রাজ্যের মালিক হওয়া।:)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

শায়মা বলেছেন: যারা নকল হাসি হাসে তাদের ইংরেজিতে এক্সিডেনটেসিয়াস্ত বলে ডাকা হয়। এরপর যদি বুঝতে পারেন কেও এমনটা করছেন তাহলে তার উপযুক্ত নাম 'এক্সিডেনটেসিয়াস্ত' ধরেই ডাকুন।


আমাকেই ডাকবো নাকি ভাবছি!!!!!!!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

স্ট্রাটাজেম বলেছেন: দ্বিপ তা বাংলাদেশে হলে কিন্তু সবাই চেষ্টা করত

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

তার আর পর নেই… বলেছেন: দ্বীপটা কিনেই ফেলবো। কিভাবে বুকিং দিতে হবে বলেন তো …
সোনা মাটির নিচে আছে মাটির নিচেই থাক, চিন্তা করেন তো, প্রত্যেকটা মহিলা এতগুলো সোনা পরে ঘুরে বেড়াচ্ছে …কি ভয়ঙ্কর!

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: ৩. ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০ ০
তার আর পর নেই… বলেছেন: দ্বীপটা কিনেই ফেলবো। কিভাবে বুকিং দিতে হবে বলেন তো …
সোনা মাটির নিচে আছে মাটির নিচেই থাক, চিন্তা করেন তো, প্রত্যেকটা মহিলা এতগুলো সোনা পরে ঘুরে বেড়াচ্ছে …কি ভয়ঙ্কর!


ঐ ভাইয়া আমি আগে বুকিং দিসি!!!!!!!!!!!!!!!! X((

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

স্ট্রাটাজেম বলেছেন: সমস্যা নাই, দুজনেই পাবেন খরচ টা ও শেয়ার করে নিতে পারবেন

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

শায়মা বলেছেন: না না হবেনা!!!!!!!!


আমি একাই চাই!!!!!!!!!!!!!!!!!

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো নিজস্ব একটা ছিমছাম দ্বীপ
ধন্যবাদ পোষ্টের জন্য :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

স্ট্রাটাজেম বলেছেন: আপনাকেও ধন্যবাদ , মতামত প্রকাশ করার জন্য

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

তার আর পর নেই… বলেছেন: শায়মা আপু বুকিং দেয় নাই, উনার মন্তব্য ছিল চিন্তা ভাবনার পর্যায়ে। প্রথমে আমি বলছি। তাই ওটা আমার।
যদি উল্টো হয় তাহলে বুঝবো এইখানে স্বজনপ্রীতি হইছে …

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

শায়মা বলেছেন: তার আর পর নেই… বলেছেন: শায়মা আপু বুকিং দেয় নাই, উনার মন্তব্য ছিল চিন্তা ভাবনার পর্যায়ে। প্রথমে আমি বলছি। তাই ওটা আমার।
যদি উল্টো হয় তাহলে বুঝবো এইখানে স্বজনপ্রীতি হইছে …


আনি মানি জানিনা
স্বজনপ্রীতি মানিনা.....

সেটা আমার.........উইদাউট বুকিং..... জবর দখল ...... :)

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

স্ট্রাটাজেম বলেছেন: ভাগ্যিস দ্বীপটা ব্রাজিলে ছিল .।.।.।.।.।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

আজমান আন্দালিব বলেছেন: ব্রাজিলের মানুষের কাছে ৩৫ লক্ষ টাকা নেই! এত কম টাকায় দ্বীপ কেনা নিয়েতো ঐ দেশে প্রতিনিয়ত রক্তারক্তি হওয়ার কথা!

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

স্ট্রাটাজেম বলেছেন: দ্বীপটা অলরেডি বিক্রি হয়ে যাওয়ার কথা । আর দ্বীপটা খুবই দুর্গম ছিল

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

মহা সমন্বয় বলেছেন: আমার মনে হয় ৩৫ লাখ টাকা না ডলার হবে।
আর স্বর্ণ যদি সহজলভ্য হয়ে যায় তাহলে আর তার কোন্য মুল্য থাকবে না। যদিও যে হারে স্বর্ণের দাম কমতেছে আমার মনে হয় স্বর্ণের দাম আর কোন দিনই বাড়বে না।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

স্ট্রাটাজেম বলেছেন: আসলে টাকার পরিমাণটা ঠিকই আছে আর দ্বীপটা খুবই দুর্গম আর স্বর্ণের কথাটা ঠিকই বলেছেন

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

আখেনাটেন বলেছেন: জেনে ভালো লাগল।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: লেখার ধরন, ছবি আর কথা মিলে চমৎকার পোস্ট !!

+।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

স্ট্রাটাজেম বলেছেন: চেষ্টা করব আরও ভালো লিখার। আপানার মন্তব্যের জন্য ধন্যবাদ

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সিরিজটা দারুন হবে।


+

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮

স্ট্রাটাজেম বলেছেন: যদিও আমি একদমই নতুন তবে আপনার কথা শুনে বেশ মনোবল পাচ্ছি। অশেষ ধন্যবাদ

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৩

সায়েদা সোহেলী বলেছেন: :) এক্সিডেনটেসিয়াস্ত নয় রিয়েল :-B


গুড পাইছেন

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

স্ট্রাটাজেম বলেছেন: থেঙ্কুউ

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশেই ভুমিহীন, কোথায় ব্রাজিল!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

স্ট্রাটাজেম বলেছেন: বাতাস কুসুম চিন্তা করার মতো । তবে তারপরেও এগুলো আমাদের একটু বোকা বোকা আনন্দ দেয়

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উরিব্বাস। আসলেই তো ....................!!! ++

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

স্ট্রাটাজেম বলেছেন: ধন্যবাদ .।.।.।.।। happy reading

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

ফোকলা দাতের হাসি বলেছেন: আশা করছি , সিরিজ টা দারুন হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.