নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র।

স্ট্রাটাজেম

মানব জীবনের প্রত্যেকটি ক্ষুদ্রানুক্ষুদ্র উপাদানে চরমভাবে কৌতুহলী একজন অতিমাত্রাই সাধারন মানুষ ....................................

স্ট্রাটাজেম › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের সেরা নগ্ন পেইন্টিংগুলোর একাংশ (শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য) পর্ব-১

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

Painting- August Blue,1893
Painter- Henry Scott







Painting- The Birth of Venus
Painter- Alexandre Cabanel





Painting- Lady Godiva
Painter- John Collier






Painting - Bondage , 1890
Painter- Ernest Normand






Painting- Figure Study graphite and water colour on paper , 1904
Painter- Unknown







Painting- 060070.004
Painter- Royo Liu






Painting- A Roman Slave Market
Painter- Jean Léon







Painting- Abstract Nude 3
Painter- Mahnoor Shah






Painting- Seated Nude
Painter- Carl Rolfe







Painting- Seduction
Painter- Italian School





Painting- Abstract Nude 32
Painter- Mahnoor Shah








Painting- Smoking Pipe
Painter- Eanger Irving Couse





Painting- Solange Al
Painter- Cavalletto







Painting- Massage in a Bath House
Painter- John Singer Sargent







Painting- standing bather
Painter- pierre Auguste Renoir






Painting- Naked bike ride outside
Painter- Peregrine Roskilly






Painting- Sunbathers
Painter- Henry Scott Tuke





Painting- Sunset
Painter- Rezan Ozger





Painting- Tassels
Painter- John Silver




Painting- Te Arii Vahine ,1896
Painter- Paul Gauguin






Painting- The bitter draught of slaver
Painter- Ernest Normand






Painting- The Death of Cleopatra
Painter- Guido Cagnacci






Painting- The Tepidarium
Painter- Theodore Chasseriau







Painting- The Fall Of Man, 1550
Painter- Titian







Painting- The Rose
Painter- Roz McQuillan








Painting- The massage in the harem,
Painter- French painter Edouard Debat Ponsan







Painting- The Dream of the Believer
Painter- Achille



মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭

যোগী বলেছেন:
মাহনুর শাহের পেইন্টিংগুলা ভাললাগছে, বাট শি ইজ পাকি।
লেডি গডিভার পুরাই প্রেমে পড়ে গেলাম :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

স্ট্রাটাজেম বলেছেন: পরার মতই অবয়ব .।।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

হাসান মাহবুব বলেছেন: এসব ছবি সুড়সুড়ি দেয়ার জন্যে না। সুন্দর, সৎ এবং শৈল্পিক। আমি অবশ্য এসব ব্যাপার বুঝি না। দেখতে ভালো লাগসে তাই কইলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩

স্ট্রাটাজেম বলেছেন: আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখে ভালো লাগলো

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

কাউন্টার নিশাচর বলেছেন: সামুতে এই ধরণের পোস্ট দেয়া কি ঠিক? অনেক মা বোনেরা আছেন ব্লগে
রুচিশীল মানুষেরাই এখানে লেখা পড়েন এবং পোস্ট করেন।
আপনারা অনুগ্রহপূর্বক অন্য কোথাও এসব শেয়ার করেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০

স্ট্রাটাজেম বলেছেন: রুচিশীল বলতে আপনি কি বুজাতে চাচ্ছেন , একটু বুজিয়ে বলবেন কি

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

ফোকলা দাতের হাসি বলেছেন: হাসিতে হাসিতে যায় ভেলা,,,,,,,,

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪২

স্ট্রাটাজেম বলেছেন: এইখানে হাসির কি পাইলেন , দেওয়ান সাহেব ??

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

মাসূদ রানা বলেছেন: ব্লগটা কি পর্ণসাইট হয়ে গেল নাকি রে ? কেমনে কি ?

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

আবু শাকিল বলেছেন: খালি নেংটা ছবি দিলেন।আমি দেখলাম।
মাইনষ্যে কয় :
- এগুলা নগ্ন না ত। শিল্প,শৈল্পিক।
আমি কই বাল্টামার! বর্ণনা না দিলে কেম্নে বোঝমু!!!!

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০

গেম চেঞ্জার বলেছেন: এই পোস্টে বাঙালি চরিত্রের একটা বিশেষ দিক প্রকাশিত হবে। বিষয়টা এমন যে, নিষিদ্ধ কিন্তু খাইতে ভালা পাই। হাঃ হাঃ

(পোস্টে শিল্পই তুলে ধরা হয়েছে। আর কিছু না)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৫

পথে-ঘাটে বলেছেন: একটা কথা আছে না যে, কারো দেশের গালি সেটাই আবার কারো দেশের সাধারণ ভদ্র বুলি বা ভাষা হয়ে থাকে। যেমন বাংলা ভাষায়- 'ছেলেটি চালাক' যে অর্থে বলে থাকি তুরষ্কের ভাষায় ঠিক বিপরীত। যার অর্থ- বোকা বা নির্বোধ। {সার্চ দিয়ে দেখতে পারেন salak এবং (am) আম শব্দটাও}
আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি, এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জাতির বসবাস। তাদের প্রত্যেকেরই আছে ভিন্ন ভিন্ন কালচার। কালচার অনুযায়ী গড়ে উঠেছে তাদের রুচিবোধ। নগ্ন পেইন্টিংগুলো যেখান থেকে আমদানিকৃত সেই পাশ্চাত্য এবং বাংলাদেশের কালচার এক নয়, ভিন্ন। ভিন্ন বলেই আমরা পৃথিবীতে ভিন্ন জাতি হিসেবে মর্যাদার অধিকারী। আমাদের আছে, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি। সেটা প্রতিফলিত হচ্ছে আমাদের চলা-ফেরায়, আচার-আচরনে, পোষাক-পরিচ্ছদে এবং রুচি-অরুচিতে।
পাশ্চাত্য সংস্কৃতিতে যেটা খুবই রুচিকর সেটা আমাদের সংস্কৃতিতে চরম অরুচিকর হওয়াটাই স্বাভাবিক। আর সেটা যদি হয় নগ্ন ছবি বা পেইন্টিং, যেটা আমাদের সমাজের সাথে যায় না।

আমার মনে হয় কাউন্টার নিশাচর ভাই "রুচিশীল" বলতে এটাই বুঝিয়েছেন।

ভাল থাকবেন। শুভ রাত্রি।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু ছবি দেখে স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে যারা শুধু নগ্নতা দেখেছেন, তারা মানসিকভাবে অন্ধ। উনাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যক্তিগতভাবে কেউ বেশিদুর আগাতে পারবে না।

এই ছবিগুলোতে ফুটে উঠেছে-তৎকালীন সময়ে নারীদের সামাজিক অবস্থা, নারীদের অবমূল্যায়ন, সমাজে প্রভাবশালীদের বিকৃত মানসিকতা, দৈন্যতা। নারী্কে মানুষ হিসেবে দেখা হতো না। হাটে বাজারে গিয়ে কিনে আনা হতো। এটাই তৎকালীন সমাজের রীতি ছিলো।

যেহেতু এই পোস্টের শুরুতে প্রাপ্ত বয়স্ক ট্যাগ দেয়া আছে। আমি মনে করি লেখকের উচিত ট্যাগ এডিট করে লেখা মানসিক প্রাপ্তবয়স্কদের জন্য পোস্ট। তাছাড়া প্রাপ্ত বয়স্ক শুধু ছেলেরা হয় না, মেয়েরাও হয়। যদি কোন নারী তিনি আমাদের সম্পর্কে যাই হোন না কেন, তিনি যদি এই পোস্ট দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন, সেটা তার নিজের ব্যক্তিগত ইচ্ছা।

এই পোস্ট ভালো কি মন্দ যার যার প্রেক্ষাপট থেকে বিবেচনার বিষয়। যদি কারো বিবেচনায় এটা মন্দ পোস্ট হয়েও থাকে এবং সেটা জেনেও যদি তিনি এই পোস্টে আসেন, হোক তিনি নারী বা পুরুষ, সেটার দায় একান্ত তার।

শুভেচ্ছা জানবেন।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি নিজেও জানি না, আপনি কোন প্রেক্ষাপট থেকে ছবিগুলো দিয়েছেন। ভালো হতো যদি ছবিগুলো কিছু বর্ণনা দিতে পারতেন। শিল্পকে নগ্নতাকে দিয়ে যাচাই করাই ভুল।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

জহিরুল হক টিপু বলেছেন: গগা আর রেনোয়ার ছবিগুলো সাথে সাথেই চিনতে পেরেছি টাইটেল না দেখেই। B-) B-)
ছবিগুলো সুন্দর! এগুলো যতবেশী দেখা হবে শ্লীল অশ্লীল এর পার্থক্য তত বেশী পরিষ্কার হবে মানুষের কাছে। রুচিরও উন্নতি হবে!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

আহমেদ জী এস বলেছেন: স্ট্রাটাজেম ,




শৈল্পিক পোষ্ট নিঃসন্দেহে । কিন্তু শিরোনামের প্রতি সুবিচার করতে পারেন নি ।
সর্বকালের সেরা নগ্ন পেইন্টিংগুলোর একাংশ
সর্বকালের সেরা কেন এগুলো , তার ব্যাখ্যা ব্যতিরেকে পোষ্টটি সম্পূর্ন হয়নি বলে আমার মনে হয় ।

সংক্ষেপে তার কিছুটা বয়ান থাকলে এর আবেদন আরও বাড়তো ।
শুভেচ্ছান্তে ।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

আবু শাকিল বলেছেন: কাভা ভাই সালাম জানবেন।
আপনি লিখেছেন-কিছু ছবি দেখে স্তব্ধ হয়ে গেলাম। ছবিতে যারা শুধু নগ্নতা দেখেছেন, তারা মানসিকভাবে অন্ধ। উনাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যক্তিগতভাবে কেউ বেশিদুর আগাতে পারবে না।
আপনার মন্তব্য পড়ে বোঝতে পারলাম ছবিগুলোতে স্তব্ধ লাগার কারন।
এই ছবিগুলোতে ফুটে উঠেছে-তৎকালীন সময়ে নারীদের সামাজিক অবস্থা, নারীদের অবমূল্যায়ন, সমাজে প্রভাবশালীদের বিকৃত মানসিকতা, দৈন্যতা। নারী্কে মানুষ হিসেবে দেখা হতো না। হাটে বাজারে গিয়ে কিনে আনা হতো। এটাই তৎকালীন সমাজের রীতি ছিলো।

আমার বিদ্যার দৌড় খুব বেশি না।অনেক কিছু জানিও না ,বোঝিও না আবার আমার বিদেশি সংষ্কৃতির সাথে খুব বেশি পরিচিত না।বেশ কিছুদিন মিডল ইষ্টে থাকার কারনে খেজুর এবং কম্বল সম্পর্কে কিছুটা ধারনা নিয়েছি।
আপনি বিচক্ষন মানুষ ।অনেক কিছু সম্পর্কে আপনার ধারনা আছে ।সবাই যে আপনার মত মেধাবী এবং বিদেশি শিল্প সম্পর্কে ধারনা রাখে তা মনে করা টা ভূল ।
আমি বাংলার শিল্প-সংষ্কৃতির সাথে বড় হইছি।দু-বেলা ডাল ভাত খাই। বিদেশি নগ্নের সাথে আমি পরিচিত না।
এখন কেউ যদি ডাল-ভাত না এনে আমাকে সোজা পিৎজা খেতে দেয় ।আমি মজা পেয়ে খাইলাম ।পিৎজা খেয়ে স্বাদ পাওয়ার পর -
এইটা কি দিয়ে বানাইছে ?? জিজ্ঞেস করতেই পারি এবং আশা করি যিনি পিৎজা এনে খাইয়েছেন তিনি কিছুটা স্বাদের বয়ান করবেন।
পিৎজা র বয়ান না করলে এটাকে আমার বিদেশি রুটি বলাটা অযোক্তিক না।শুধু পিৎজা এনে দিলে ত হইল না।
সবাই সব কিছু জানার -বোঝার ক্ষমতা রাখে না।

যোগাযোগের সহজ মাধ্যম ব্যাবহার করে -কেউ যদি শুধু নগ্ন ছবি দিয়ে ১৮+ দিয়েই শেষ করে দেয় ।আমি কিভাবে বোঝব-নগ্ন গুলা কি নির্দেশ করছে।
লেখক ত ছবি দিয়েই শেষ করে দিলেন।
তাই সম্ভবত হাসান মাহবুব ভাই লিখেছেন - এসব ছবি সুড়সুড়ি দেয়ার জন্যে না। সুন্দর, সৎ এবং শৈল্পিক। আমি অবশ্য এসব ব্যাপার বুঝি না। দেখতে ভালো লাগসে তাই কইলাম।

আমি মনে হয় মজা করেই বলেছিলাম - খালি নেংটা ছবি দিলেন।আমি দেখলাম।
মাইনষ্যে কয় :
- এগুলা নগ্ন না ত। শিল্প,শৈল্পিক।
আমি কই বাল্টামার! বর্ণনা না দিলে কেম্নে বোঝমু!!!!


জাদিদ ভাই আপ্নে কিন্তু আমার খুব পছন্দের মানুষ ।কোনদিন বলা হয় নাই ।আজকে এখানে বললাম ।আর মজা কিভাবে নিতে হয় সেটা কিন্তু আপনার কাছ থেকেই শিখেছি ।
আমার কিন্তু মনে আছে -
ভাইয়া, আমি কিছুক্ষনের মধেই গ্রামের বাড়িতে রওনা হচ্ছি।
বিশ্বাস করবেন কিনা জানি না, সব গোছানোর পর হঠাৎ মনে হলো, আপনাকে ম্যাসেজটা লিখে দেয়া হয় নি
তাই আবার পিসি অন করলাম
আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। ভাবখানা এমন যে, কার সাথে এত জরুরী কথা!
এটা কোন মেয়ে!!
হাহা

আপনি সুস্থ ভাবে মজা দিতেন ।আমার নাহয় উল্টা টা - :)
ধন্যবাদ জাদিদ ভাই ।

আর আরেক জন কিন্তু সব বুইজ্জা ফালাইছে -

এই পোস্টে বাঙালি চরিত্রের একটা বিশেষ দিক প্রকাশিত হবে। বিষয়টা এমন যে, নিষিদ্ধ কিন্তু খাইতে ভালা পাই। হাঃ হাঃ

(পোস্টে শিল্পই তুলে ধরা হয়েছে। আর কিছু না)


১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
জন্মের সময় কি ছিল বসন
মরণেও কি হবে বসন
মধ্যে খানে কেন এত
দাওরে মন দোহাই-

কিংবা
আমি নেংটা ছিলাম ভালই ছিলাম
ভালই ছিল শিশুকাল
মায়ের সাদা দুধের মতো
জীবন ছিল নির্ভেজাল....

পরম সত্যে মানুষ বুঝি থমকে যায়; তাই কতকথা!

কা_ভা ভাই এবং আহেমদ জী এস ভাইয়ের সাথে সহমত। বর্ণনা, সেরার কারণ গুলো থাকলে পরিপূর্ণতা পেতো।

+++

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

শাহ আজিজ বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ । নাছারা কাফির দিয়া দেশটা ভর্তি হয়া গেল , নাউজুবিল্লাহ মিন জালিক ------------ কিন্তু এইগুলানের মধ্যে এল জি বি টি ঢুইকা গেছে
Painting- 060070.004
Painter- Royo Liu
এইটারে হটান।

মাশাল্লা আপনি রাস্তা খুইলা দিলেন। আমরা রেডি :`> :P

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার সবগুলোই।
পেইন্টিং কবিতার মতো, একটার দিকেই অনেকক্ষণ তাকিয়ে থাকা যায়, তারপরও সঠিক অর্থ পাওয়া যায় না, একটা বিমূর্ত ধারনা জাগে মনে।
এখানকার কিছু পেইন্টিং ঐতিহাসিক বিষয়কে তুলে ধরেছে, সেগুলর বর্ণনা দিতে পারতেন।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: ছবিগুলোর সাথে কিছুটা বর্ণনা অর্থাৎ পেইন্টিং এর প্রেক্ষাপট, পেইন্টার সম্পর্কে কিছু বললে পোস্ট আরও সমৃদ্ধ হতো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩

স্ট্রাটাজেম বলেছেন: সামনের পোরবো গুলোতে দেওয়ার চেষ্টা করবো

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @আবু শাকিল ভাই, আপনি আপনাকে মেনশন করে কিছু বলি নি। সেখানে আরো অনেকেই মন্তব্য করেছেন, আমি সেটার প্রেক্ষিতে বলেছি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে কাউন্টার নিশাচর বলেছেন এখানে নাকি অনেক মা বোনরাও আসেন। সেই প্রেক্ষিতে সেটার জবাব দিয়েছি।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

মধু নদীর জোলা বলেছেন: ভয়ংকর সুন্দর +++++++

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

গেম চেঞ্জার বলেছেন: @শাকিল ভাই,
আপনার মন্তব্যের ঠিক পরপরই আমার মন্তব্য। তাই হয়তোবা ভাবছেন আপনাকে মেনশন করতে পারি। কিন্তু কিছু মন্তব্য দেখুন। আর আপনার সাথে আমিও একমত যে বর্ণনা দেয়া উচিত ছিল।(বিশেষত আমাদের মতো মানুষদের জন্য)

আসলে সবাই পেইন্টিং ও যে একটি শিল্প সে বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভংগি পোষণ করেন। পেইন্টার কি করেন? তিনি কি পেইন্টিংটা আঁকার পর অনেক কিছু লিখে বলেন যে আমি এটা/ওটা বোঝাতে চেয়েছি?
অবশ্যই না। একেকটা পেইন্টিং অনেক কিছু না বলা কথাকে মনের আয়নায় তুলে ধরে। যে শিল্পকে ভালবাসে, যে এইগুলোর মধ্যে কিছু একটা খুঁজে, সে কিন্তু ঠিকই মেটাফোর/ছবি থেকে অর্থটা আদায় করে ফেলবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা তা হয়তো নই। আমরা সর্বদাই নেগেটিভ কিছু খুঁজতে ওস্তাদ। ভিন্ন কালচার বলে যেটা বলা হচ্ছে সেটাও দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা।
কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরা যেটা বুঝে আমরা সেটা কেন বুঝব না? আর সবচেয়ে বড়ো কথা এটা গ্লোবাল ভিলেজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

স্ট্রাটাজেম বলেছেন: গেম চেঞ্জার কথাগুলো শুনে মনে হল , এগুলো যেন আমারই মনের কথা, ধন্যবাদ আপনাকে।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

অগ্নি কল্লোল বলেছেন: অনেকে বলেছেন ছবি গুলো নাকি শৈল্পিক,যদি শৈপ্লিক হয় তবে আপনার বাসার দেওয়ালে ঝুলাই দিয়েন।।।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

আহসানের ব্লগ বলেছেন: জীবন্ত মনে হলো ছবি গুলোকে ।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

রুদ্র জাহেদ বলেছেন: শিল্পকে শিল্প হিসেবে দেখে উপভোগ করলাম।শিল্পকে অশ্লীলতার পর্যায়ে নিয়ে গিয়ে চিন্তা করলে পোস্ট তার জন্য নয়

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

স্ট্রাটাজেম বলেছেন: শিল্পকে শিল্প হিসেবে দেখে উপভোগ করলাম , কথাটা খুব ভালো লাগলো

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

ভ্রমরের ডানা বলেছেন: শৈল্পিক চিত্র! বাংলা ব্লগে আনার কেউ সাহস দেখাবে ভাবতেই পারিনি। ধন্যবাদ ব্লগার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

স্ট্রাটাজেম বলেছেন: জী , অনেক ভেবে তারপর সব কিছু একপাশে রেখে দিয়েই দিলাম

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি দেইখা হাদী ভাই (সৈয়দ অাবদুল হাদী) এর "চক্ষের নজর এমনি কইরা একদিন ক্ষইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে" গানটার কথা মনে পড়লো ।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

কল্লোল পথিক বলেছেন: এগুলোতো তথাকতিথ নগ্ন ছবি নয়।চমৎকার শৈল্পিক ছবি ।ধন্যবাদ।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

আবু শাকিল বলেছেন: @কাভা ভাই-আপনার মন্তব্য নিজের করে নেই নাই।আমার নিজের ব্যাপারটা আপনার কাছে তুলে ধরলাম ।তাই আপনার নাম মেনশন করেছি ।
:) :)
@গেম চেঞ্জার ভ্রাতা- জাদিদ ভাই পেইন্টিং গুলার গঠনমূলক বর্ণনা দিছে -ছবিগুলোতে ফুটে উঠেছে-তৎকালীন সময়ে নারীদের সামাজিক অবস্থা, নারীদের অবমূল্যায়ন, সমাজে প্রভাবশালীদের বিকৃত মানসিকতা, দৈন্যতা। নারী্কে মানুষ হিসেবে দেখা হতো না। হাটে বাজারে গিয়ে কিনে আনা হতো। এটাই তৎকালীন সমাজের রীতি ছিলো।
আপনি কিন্তু নিজে বোচ্ছেন ঠিক ই ।অন্যকে বোঝতে দেন নাই।এম্নকি বাংগালির চরিত্রের তাচ্ছিল্য করে মন্তব্য দিলেন -
এই পোস্টে বাঙালি চরিত্রের একটা বিশেষ দিক প্রকাশিত হবে। বিষয়টা এমন যে, নিষিদ্ধ কিন্তু খাইতে ভালা পাই। হাঃ হাঃ

(পোস্টে শিল্পই তুলে ধরা হয়েছে। আর কিছু না)


২য় মন্তব্য কিন্তু ঠিক বোঝিয়ে দিলেন। বাংগালির চরিত্র কে দোষারূপ না করে আগেই বোঝিয়ে দিতেন :) :)
আসলে সবাই পেইন্টিং ও যে একটি শিল্প সে বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভংগি পোষণ করেন। পেইন্টার কি করেন? তিনি কি পেইন্টিংটা আঁকার পর অনেক কিছু লিখে বলেন যে আমি এটা/ওটা বোঝাতে চেয়েছি?
অবশ্যই না। একেকটা পেইন্টিং অনেক কিছু না বলা কথাকে মনের আয়নায় তুলে ধরে। যে শিল্পকে ভালবাসে, যে এইগুলোর মধ্যে কিছু একটা খুঁজে, সে কিন্তু ঠিকই মেটাফোর/ছবি থেকে অর্থটা আদায় করে ফেলবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা তা হয়তো নই। আমরা সর্বদাই নেগেটিভ কিছু খুঁজতে ওস্তাদ। ভিন্ন কালচার বলে যেটা বলা হচ্ছে সেটাও দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা।
কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। ওরা যেটা বুঝে আমরা সেটা কেন বুঝব না? আর সবচেয়ে বড়ো কথা এটা গ্লোবাল ভিলেজ।

এইবার কিন্তু ক্লিয়ার ভ্রাতা ! বুজ্জি

২৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

তার আর পর নেই… বলেছেন: সুন্দর ছবি!+++
কয়েকদিন আগে জাহিদুর রহমান রবিন ফেবুতে তার আঁকা ন্যুড পোস্ট করছিল। ওখানে আমার একটা কমেন্ট ছিল, কিছু সৌন্দর্য দেখতে হয়না। বেশ কিছু আক্রমনাত্বক মন্তব্য ও ছিল। কিছুক্ষণ পরেই ছবিটা খুজতে গিয়ে দেখি নাই।

২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

সামছুল কবির মিলাদ বলেছেন: Click This Link

৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিছু পেইন্টিং আলোকচিত্রকেও হার মানিয়েছে ।
বিশেষ করে The massage in the harem, ও Lady Godiva ।
দুটি ছবিতেই চুল গুলির দিকে আমি অনেকক্ষণ চেয়ে ছিলাম ।

কোন পেইন্টিঙটি কেন সর্বকালের সেরা তার বর্ণনা থাকার দরকার ছিল , আশা করি আগামী পর্বে থাকবে ।

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: নগ্নতার শৈল্পিক পর্যায়।
পরের পর্বে আশা করি বর্ণনাও পাবো।

৩২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

অতঃপর শুভ্র বলেছেন: যারা এটাকে শৈল্পিক বলছেন

তারা রাস্তাঘাটে নগ্ন মেয়ে দেখলেও শৈল্পক খুজবেন

হে হে

৩৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

সুমন কর বলেছেন: আমি শুধু আমার কথাটাই বলছি, ছবিগুলো সুন্দর এবং শৈল্পিক। এ বিষয়ে কোন সন্দেহ নাই। কিন্তু সামুর মতো ব্লগে, এভাবে সরাসরি আশা করিনা। যদি ১১ কিংবা ১৮ নং-এর মতো হতো, তাহলেও হয়তো চলত। কিন্তু ব্লগে এতোটা দৃষ্টিকটু।

৩৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

জহিরুলহকবাপি বলেছেন: ভালো লাগছে। আরও পাইলে আরও ভালো লাগতো

৩৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৬

ভুলুয়া বলেছেন: থাকনা আমরা যারা শিল্প সচেতন না তারা না হয় দেশিয় জয়নুল আবেদিন,এস এম সুলতান,কামরুল হাসান,কাইয়ুম চৌধুরী,হাশেম খান,শাহাবুদ্দিনদের নিয়েই রইলাম। পাশ্চাত্য কে দিয়ে দিলাম বাবু সাহেবদের জন্য।

৩৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

রানা আমান বলেছেন: শিল্পের শৈল্পিক পরিবেশনা ভালো লাগলো । লেখক কে ধন্যবাদ ।

৩৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

মাসূদ রানা বলেছেন: সুমন কর, আবু শাকিল , কাউন্টার নিশাচর, অগ্নি কল্লোল , পথে-ঘাটে, অতঃপর শুভ্র ,ভুলুয়া ভাইকে সেনসিবল মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালোর দল একটু ছোটই থাকে বটে ;)

" ছবিতে যারা শুধু নগ্নতা দেখেছেন, তারা মানসিকভাবে অন্ধ। উনাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যক্তিগতভাবে কেউ বেশিদুর আগাতে পারবে না।

এই ছবিগুলোতে ফুটে উঠেছে-তৎকালীন সময়ে নারীদের সামাজিক অবস্থা, নারীদের অবমূল্যায়ন, সমাজে প্রভাবশালীদের বিকৃত মানসিকতা, দৈন্যতা। নারী্কে মানুষ হিসেবে দেখা হতো না। হাটে বাজারে গিয়ে কিনে আনা হতো। এটাই তৎকালীন সমাজের রীতি ছিলো। "

যারা নিচের ছবিগুলোতে নারী সহিংসতা দেখতে পাচ্ছেন, তারা দয়া করে পোস্টের ছবিগুলোতে দেয়া ক্যাপশনগুলোতে নিজ উদ্যোগে চোখ বুলিয় নেবেন। শিল্পের প্রতি ভালোবাসা প্রশংসনীয়, কিন্তু না বুঝেই কোন শিল্পের প্রতি ভালোবাসা প্রকাশ করার প্রবণতার একটাই মানে : ডাল মেন কুচ কালা হায় ::



















ভগিচগি আর কত বোঝাবেন আপনারা !

৩৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১২

অতঃপর শুভ্র বলেছেন: আপনার বাসায় সবাই মিইল্লা শিল্পগুলা দেইক্কেন

৩৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: চিত্ররুপময় !

৪০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:৪২

মহা সমন্বয় বলেছেন: এক গবেষণায় দেখা গেছে যে যত বেশি নগ্ন ছবি আঁকেতে পারবে সে তত বড় শিল্পীর খেতাব পায়।
আসলে শিল্পীদের ব্রেইন ওয়েভ অনেক হাই লেভেলের যা সাধারণ মানুষের বুঝা মুশকিল। আসলে শিল্পী কি বুঝাতে চেয়েছেন তার প্রকৃত অর্থই বা কি তা একমাত্র শিল্পীই ভাল বলতে পারবেন।
যদিও অনেক সাধারণ মানুষ সব বুঝেছি বলে অসধারণ হবার ভান করে মাত্র অথবা কিছু বিষয়কে প্রশংসা করতে হয় বিধায় না বুঝেই প্রশংসা করে আর জ্ঞানী সাজার চেষ্ট করে মাত্র।

আসলে সবকিছু মিলিয়েই হচ্ছে দুনিয়া। :)

৪১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

জহিরুলহকবাপি বলেছেন: ছবিতে যারা শুধু নগ্নতা দেখেছেন, তারা মানসিকভাবে অন্ধ। উনাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.