নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

সাকা চৌধুরীর যত কথা

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

আমাদের দেশে কমেডি ছিনেমার বড় অভাব । যাও বা কিছু হয় সব-ই কাতুকুতু দিয়ে হাসানোর মত । তবে আমার মতে যদি সাকা চৌধুরীর জীবনী নিয়ে একটা ছিনেমা বানানো যায় তবে সেটা একটা সুপার-ডুপার হিট কমেডি হবে । এখানে তার বিখ্যাত উক্তিগুলোর কিছু নমুনা দিলাম ।



> "ধর্ষন যখন নিশ্চিত তখন তা উপভোগ

করাই শ্রেয় ।"



>"মাননীয় স্পিকার, আমিতো চোদনা হয়ে গেলাম।" স্পিকার অশ্লীল কথা বলতে নিষেধ করলে তিনি জবাব দেন,"আমি আবারও চোদনা হয়ে গেলাম।"



>"তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই

বিলের বক ৷"



>" আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।"



>"নাম মালুম, কিন্তু পুরো বেমালুম হয়ে গেছেন।"



>"পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে।"



>"আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু।"



>"আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়"



>"ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন।"



>“ হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?” -"আমি কিন্তু সোনা বলতে এখানে অরনামেন্ট'স বুঝিয়েছি"



>"বঙ্গবন্ধু এত বেশি স্বপ্ন দেখতেন যে মনে হয় উনার স্বপ্নদোষ আছিল"



>"আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরি থেকে যদি সাকা চৌধুরি হতে পারে তাহলে আমিও বলতে পারি Bangladesh Awami league থেকে বাল (Bal)"



>"সুশীল আবার কি? সু মানে সুন্দর আর শীল মানে নাপিত, তাহলে সুশীল মানে সুন্দর নাপিত"



>"আংগুল দেখাবেন না,ওই আংগুল এ রিং পরানোর কথা ছিল।"---শেখ হাসিনাকে সাকা চৌধুরী

>“দেড় বছরে আমার বিরুদ্ধে ৪১ জন সাক্ষী আনা হয়েছে। আর আমাকে একা সহ্য করতে পারছেন না।”



>"আপনারা আমার সমালোচনা করেন তাতে তো আমি আপত্তি করি না। এটা হচ্ছে হাঁসের গায়ে পানি ছিটানোর মতো। ঝাঁকি দিলে এ পানি পড়ে যাবে।"



>"আপনারতো সাদা হয়ে গেলেও মাথায় চুল আছে আর আমার মাথা থেকে চুল পড়ে গেছে। কিন্তু তারপরও আমি ভয় পাই না।" --- ট্রাইবুনাল চেয়ারম্যানকে ।



>"আপনি না ডাকলে কীভাবে আসবো, আপনাকে দেখার জন্য তো আমার মন কাঁদে, আপনাকে দেখলেও আমার মন ভালো হয়ে যায়।" --- ট্রাইবুনাল চেয়ারম্যানকে ।



>"লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ পাওয়া....এই কথা বলার জায়গা এটা (আদালত) না। লক্ষ্য শহীদেরা আমাদের এই (সংবিধান) দিয়েছে। এই সব কথা বলতে হবে বায়তুল মোকাররমের সামনে গিয়ে।"



>“আমার বিরুদ্ধে তো ইতিহাসের কথাই বলা হয়েছে। পলাশী থেকে শুরু করা হয়েছে। দেড় বছর আমার বিরুদ্ধে বলা হয়েছে, অথচ আমাকে বলতে দেয়া হচ্ছে না।"...... "সাঈদী সাহেবের মামলার সময় বলা হয়েছে, এখন তার সাঈদীর বিচার হচ্ছে না। দেলু শিকদারের বিচার হচ্ছে। আমার ব্যাপারে বলা হচ্ছে ফজলুল কাদের চৌধুরীর ছেলের বিচার হচ্ছে; সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হচ্ছে না। আপনাদের লিমিটেশন আমি বুঝি, আমার লিমিটেশনও আমি বুঝি।" --- ট্রাইবুনালে ।



>"কিসের ক্যামেরা ট্রায়াল, বসে বসে স্কাইপি করেন।" --- ট্রাইবুনালে ।















বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা । একটু এলোমেলো হয়েছে । সময় করে পরে একবার গোছানোর চেষ্টা করব । আপনাদের কাছে নতুন আর কোনো উক্তি থাকলে এখানে যোগ করে দিতে পারেন, সানন্দে গ্রহণ করা হবে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৪

অচিন.... বলেছেন: share dilam :D

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

বোধহীন স্বপ্ন বলেছেন: আমিও থ্যাংক্স দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.