নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

"তেতুল তত্ত্ব" নিয়ে তসলিমা নাসরিনের ফোনালাপ এবং সাকা চৌধুরীর ব্যাপারে আমার এক বন্ধুর মন্তব্য

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

আল্লামা শফীর "তেতুল তত্ত্ব" বিষয়ে আমরা জানি । এক সময় এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। তো সে সময় তসলিমা নাসরিনের বাংলাদেশের কোনো একজন বন্ধুর সাথে একটা ফোনালাপ ব্লগে ও পত্রিকায় দেয়া হয়েছিল, আমরা অনেকেই পড়েছি ।

ফোনালাপে তিনি যেটা বোঝালেন, তার মতে "আল্লামা" লোকটা আসলে খুব সৎ । কেননা সব পুরুষই মেয়েদেরকে তেতুল ভাবে, তবে মুখে অনেকেই স্বীকার করে না । সবাই ভালো মানুষ সাজতে চায় । সেই তুলনায় "আল্লামা" লোকটা ভালো, কারণ সে কোনো কিছু না লুকিয়ে সরাসরি বলেই দিয়েছে, কোনো রাখডাক ছিল না ।



দু'দিন আগে আমার এক বন্ধুর সাথে সাকা চৌধুরীকে নিয়ে কথা হচ্ছিল । তার কুখ্যত কুরুচীপূর্ণ বক্তব্যগুলো নিয়ে বেশ একটু হাসাহাসি হল । সত্যি, লোকটা আসলেই ইউনিক, তিনি না থাকলে আমরা বেশ কিছু বিনোদনই মিস করতাম । তো এক পর্যায়ে বন্ধু বলল, আর যাই হোক, সাকা লোকটা honest ছিল । কি রকম? কারণ তিনি অন্তত অন্যসব দূর্নীতিবাজ পলিটিশিয়ানদের মত ভাব দেখাতেন না । যা উচিৎ সেটাই ঠাস ঠাস করে বলে দিতেন । শুধু সেগুলো বেশ অশালীন আর কুরুচীপূর্ণ ছিল, এই যা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আসলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । আল্লামা শফির ব্যাপারে কোন আলেমের কাছে তার খারাপ কিছু শুনিনি। সবাই তাকে সম্মান করেন। বাদ বাকি আল্লাহ তায়ালা ভাল জানে। :) তবে নারীদের বিপক্ষে অবস্থান নেওয়া নারী শিক্ষা চাকুরী ইত্যাদি বিষয়ে প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয় ।কোন ভাবেই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত ।

আপনাকে স্বাগতম ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বশর সিদ্দিকী বলেছেন: আপনার কথার সাথে একমত। আল্লাম শফি সাহেব আসলে যা বলেছেন স্ট্রেইট বলেছেন। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কি চোখে মেয়েদের দেখি।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫

বোধহীন স্বপ্ন বলেছেন: সবকিছুর-ই ভালো-মন্দ, ডান-বাম থাকে । সেরকম আরকি ।

আপনাকে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.