![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা শফীর "তেতুল তত্ত্ব" বিষয়ে আমরা জানি । এক সময় এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। তো সে সময় তসলিমা নাসরিনের বাংলাদেশের কোনো একজন বন্ধুর সাথে একটা ফোনালাপ ব্লগে ও পত্রিকায় দেয়া হয়েছিল, আমরা অনেকেই পড়েছি ।
ফোনালাপে তিনি যেটা বোঝালেন, তার মতে "আল্লামা" লোকটা আসলে খুব সৎ । কেননা সব পুরুষই মেয়েদেরকে তেতুল ভাবে, তবে মুখে অনেকেই স্বীকার করে না । সবাই ভালো মানুষ সাজতে চায় । সেই তুলনায় "আল্লামা" লোকটা ভালো, কারণ সে কোনো কিছু না লুকিয়ে সরাসরি বলেই দিয়েছে, কোনো রাখডাক ছিল না ।
দু'দিন আগে আমার এক বন্ধুর সাথে সাকা চৌধুরীকে নিয়ে কথা হচ্ছিল । তার কুখ্যত কুরুচীপূর্ণ বক্তব্যগুলো নিয়ে বেশ একটু হাসাহাসি হল । সত্যি, লোকটা আসলেই ইউনিক, তিনি না থাকলে আমরা বেশ কিছু বিনোদনই মিস করতাম । তো এক পর্যায়ে বন্ধু বলল, আর যাই হোক, সাকা লোকটা honest ছিল । কি রকম? কারণ তিনি অন্তত অন্যসব দূর্নীতিবাজ পলিটিশিয়ানদের মত ভাব দেখাতেন না । যা উচিৎ সেটাই ঠাস ঠাস করে বলে দিতেন । শুধু সেগুলো বেশ অশালীন আর কুরুচীপূর্ণ ছিল, এই যা ।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: সহমত ।
আপনাকে স্বাগতম ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বশর সিদ্দিকী বলেছেন: আপনার কথার সাথে একমত। আল্লাম শফি সাহেব আসলে যা বলেছেন স্ট্রেইট বলেছেন। আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কি চোখে মেয়েদের দেখি।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
বোধহীন স্বপ্ন বলেছেন: সবকিছুর-ই ভালো-মন্দ, ডান-বাম থাকে । সেরকম আরকি ।
আপনাকে স্বাগতম ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আসলে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । আল্লামা শফির ব্যাপারে কোন আলেমের কাছে তার খারাপ কিছু শুনিনি। সবাই তাকে সম্মান করেন। বাদ বাকি আল্লাহ তায়ালা ভাল জানে।
তবে নারীদের বিপক্ষে অবস্থান নেওয়া নারী শিক্ষা চাকুরী ইত্যাদি বিষয়ে প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয় ।কোন ভাবেই।