নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

হাম্বা এন্ড ছাগু হান্টার মানে কি????

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ব্লগে ঘুরা ঘুরি করতে গিয়া সেদিন কোই যেন দেখলাম । কোনো একজন ব্লগার পরিচয় দিছে নিজেকে হাম্বা এন্ড ছাগু হান্টার বলে । এসবের মানে কি? একজন মানুষ একসঙ্গে হাম্বা এবং ছাগু হান্টার হয় কেমনে?



আর এইসব ফাইটার-হান্টার এগুলা আবার কেমন নাম? ব্লগারগুলা এত্ত খ্যাত্‌ কেন?



আর এসব ফাইটিং, হান্টিং এইগুলাই কি ব্লগিং-এর সবকিছু???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নির্ভীক আহসান বলেছেন: হাম্বা এন্ড ছাগু হান্টার-মানে হইল ডাবল এজেন্ট। বেওয়ারিশ, নিজের পরিচয় জানে না।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০০

বোধহীন স্বপ্ন বলেছেন: ঠিক কইছেন

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ডাঃ নাসির বলেছেন: আসলে ছদ্ন নামেরও অর্থ থাকা চাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: অবশ্যই চাই

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

কাক ফ্রাই বলেছেন:
কি সবে তাদের জন্ম নির্নয় ন জানি !

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

বোধহীন স্বপ্ন বলেছেন: মনে কাকের বাসায় কোকিলের ডিম থেইকা ।

আপনার নাম নিয়া কিন্তু কিছু বলি নাই, ডাবল-এজেন্ট বুঝাইতে কইলাম আর কি । ;)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

ইউরো-বাংলা বলেছেন: হাম্বা মানে আওয়ামীলীগ
ছাগু = ছাত্রলীগ গুন্ডা

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন: ওরে খাইছে :-/ :-/ :-/ :-/ :-/ :-/

নোবেল কমিটি কই???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.