![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃহত্তর জামাত-শিবিরের ঠেঙ্গারু বাহিনী সমগ্র দেশে বিপ্লব এবং গণজাগরণ করতে নিচ্ছে একের পর পর কর্মসূচী আর মহা-কর্মসূচী। দিকে দিকে আম জনতার মাঝে ছড়িয়ে গেছে গণ-অভ্যুত্থানের আগুন!! তাদের নেতৃত্বে মানুষের ভিতর ছড়িয়ে গেছে আন্দোলন। একের পর একের সফল হরতালে রাস্তা-ঘাট হয়ে পরেছে ফাকা, বন্ধ হয়ে যাচ্ছে অর্থনীতির চাকা, সরকার হয়ে গেছে কোণঠাসা!! উঠেছে নাবিশ্বাস!!!
বৃহত্তর জামাত-শিবিরের ঠেঙ্গারু বাহিনী ব্যাপক সাফল্যের সাথে বাড়িয়ে চলেছে তাদের জনপ্রিয়তা। এই লক্ষে তারা দিকে দিকে গাড়ি ভাংচুর এবং আগুন দিচ্ছে। শীতের শুরুর সেই আগুনের উত্তাপে আম জনতা বৃহত্তর জামাত-শিবিরের ছায়াতলে অবস্থান করছে। নির্দিষ্ট ফি'র বদলে মানুষ ভলান্টিয়ার হয়ে আগুন এবং ভাংচুর করছে, মনির পোড়ানো চলছে। ছোট ছোট মাসুম বাচ্চাও ককটেল হাতে তাদের সাহায্যে এগিয়ে আসছে। কালো বেড়ালের রেললাইন উপড়ে ফেলা হচ্ছে, যাতে যাত্রীরা জীবনের সকল মায়া ভুলে বৃহত্তর জামাত-শিবিরের সুশীতল ছায়াতলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দুলন করে। শ্রেণী-শত্রুর মত খতম করা হচ্ছে একে একে সব ফ্যসিবাদী নেতাদের। বিপ্লব অতি-সন্নিকটে, কড়া নাড়ছে!!!
কিন্তু আফসোস এর পরও সরকারের টনক নড়ল না!! তেনারা নিজের ইচ্ছে মত যা খুশি তা করছে, ইসলাম ভুলে নাস্তিকদের সাথে আতাত করছে, মাসুম নেতাদের ফাসির বন্দোবস্ত করছে, আর বিদেশীদের টাকা-টুকা খাইয়া পাতানো নির্বাচনের ঠিক করেছে।
মনে হয় মনির পুড়িয়ে মানুষ মেরে সরকারকে কোন চাপে ফেলা যাচ্ছে না। আন্দোলনের নতুন পথ খুজতে হবে। বাস-ট্রেন পুড়িয়ে লাভ হচ্ছে না, সরকারের কোন ক্ষতি হচ্ছে না। আরো কঠোর কর্মসূচী দিতে হবে। এইবার রিক্সা, সিএনজি, বাস, ট্রেনের সাথে সাথে একটা প্লেন পোড়াতে হবে!! আন্দোলন, অভ্যুত্থান তখন পাবে নতুন গতি। সরকার হবে কোণঠাসা, পাবে ভয়, ছাড়বে গদি!!! এই হতে হবে আন্দুলনের নয়া স্ট্রেটিজি!!
এভাবে গণ-অভ্যুত্থান করতে হবে
এই প্লেন পোড়ানোর মাধ্যমে আন্দোলন নতুন গতি পাবার, জনপ্রিয় হবার পাশাপাশি আরো কিছু ফায়দা আছে, যেমন...
* বাস-ট্রেন চলে দেশীয় রূটে, আর প্লেন চলে আন্তর্জাতিক রূটে। সুতরাং, এই নয়া কর্মসূচীর মাধ্যমে আন্দোলন আন্তর্জাতিক মান সম্পন্ন হবে।
* প্লেনটা হতে হবে সাম্রাজ্যবাদী শক্তির। তাহলে ঘরোয়া আন্দোলনের পাশাপাশি সাম্রাজ্যবাদীদের একহাত দেখে নেয়া যাবে -- এক ঢিলে দুই পাকি (সরি, পাখি হবে)
* বিশ্বের কোটি কোটি মানুষ জেনে যাবে আন্দোলনের কথা, তাই তারা তখন এ আন্দোলনে সামিল হবার সুযোগ পাবে।
* বিদেশী অপশক্তি যারা টেকা টুকা দিয়া সরকারকে আবার ক্ষমতায় বসাইতে চায় তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
* সরকার ব্যাপক চাপের মুখে থাকবে।
* সারাদেশ যখন প্রায় অনিরাপদ তখন এয়ারপোর্টগুলাই বা এর বাইরে থাকবে কেন? এগুলোও হরতালের আওতায় এসে পরবে।
* তাছাড়া এটা নিয়ে কোন কটুকথা হলে সরকারের ক্যাডার বাহিনীর ঘাড়ে তো দোষ চাপানো যাবেই।
* অন্যান্য দেশ যেখানে আন্দোলন সংগ্রাম হচ্ছে, তাদের জন্য অনুকরণীয় আদর্শ হবে। বাঙ্গালী হিসেবে আমরা তখন গর্ব বোধ করতে পারব।
* টক শো করে যেসব সুশীল ও শুশীলরা দুটা টেকা কামাই করে, তাদের জন্য নতুন টপিকের দুয়ার খুলে যাবে।
* আর বাংলাদেশে এমনিতেই মাঠের উপর বিমান ল্যান্ড করার ইতিহাস আছে। সুতরাং, জনগণ এটাকে স্বভাবিকভাবেই নেবে।
অতএব, অবিলম্বে একখান প্লেন পুড়াইয়া আন্দুলনের নুতন মাত্রা যোগ করা হউক......
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
বোধহীন স্বপ্ন বলেছেন:
তবে বিদেশী অপশক্তির ভাষা ত্যাগ করুন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬
বিডি আমিনুর বলেছেন: গুড আইডিয়া
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
বোধহীন স্বপ্ন বলেছেন: জ্বী ধইন্না পাতা।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
ড. জেকিল বলেছেন: আসমান দিয়ে ওড়ে বলে বাইচ্চা গেছে, তা না হলে বিমানেরও খবর আছিল ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
এবার আসমানকেও ছাড়া হবে না, সব হরতালের আওতায় আসবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমরাও চাই
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
বোধহীন স্বপ্ন বলেছেন:
ঘরে বসে থাকলে হবে না। এখনি বেড়িয়ে পরেন...
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
চলতি নিয়ম বলেছেন: একটা প্লেন পোড়াতে হবে!! শেষ চিকিত্সা।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
বোধহীন স্বপ্ন বলেছেন:
শেষ অপচিকিৎসা।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪
মামুন রশিদ বলেছেন: পেলেন পোড়ালেও বৃহত্তর জামাত-শিবিরের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
একজন আরমান বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
বোধহীন স্বপ্ন বলেছেন:
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সাবাস! ভালো বলেছেন, প্লেন-জাহাজ এসবের দিকেও এখন নজর দিতে হবে। গাড়ি পোড়ানোর নিউজ এখন বোরিং লাগে পড়তে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বোধহীন স্বপ্ন বলেছেন:
দিন বদলাইছে না?
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: পোস্ট স্টিকি করে সকল পিকেটারদের দেখার সুযোগ করে দেওয়া হোক । জোশ আইডিয়া ভাই ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
বোধহীন স্বপ্ন বলেছেন:
দেখি কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় কিনা
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
বোধহীন স্বপ্ন বলেছেন:
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: রকেট পোড়ালে কেমন হয়?
এলিয়েনরাও দুইবার চিন্তা করবো এই গ্রহে আসার আগে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
আইডিয়া খারাপ না, তয় বাংলাদেশে মনে হয় রকেট নাই। আপাতত এই আইডিয়া ভবিষ্যতের জন্য মাথায় রাখতে হবে।
নতুন আইডিয়ার জন্য ধইন্ন্যা।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
মজার আইডিয়া
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন:
মজা করার জন্যই দিলাম
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
চলতি নিয়ম বলেছেন: মনে সাধ, একদিন পেলেনে আগুন দিব: ফখা
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন:
আমার আইডিয়া চুরি করেছে বাকশালী মতিকন্ঠ। আমি মানি না মানি না... আমি ধিক্কার জানাই...
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
xp বলেছেন: Ami o chai