নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট এক জগতের স্বপ্ন-১

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

অপু বিশ্বাস চিৎকার করল, - শয়তান, তুই দেহ পাবি কিন্তু মন পাবি না। মজাও পাবি না।



এই ডায়লগ শুনে মিছা সওদাগর আলিফ লায়লা মার্কা হাসি দিয়ে বলল,- মজা পাই কিনা সেইটা পরে, আগে চেখে তো দেখতে দিবি।



- শয়তান.....লম্পট.....প্রতারক.....রাজাকার...যুদ্ধপরাধী......



- হাহাহা সুন্দরী, আমি অত খারাপ নই গো। এসো না একটু এঞ্জয় করি। আমি মজা পাব, তুইও পাবি..



এই বলে সওদাগর অপু বিশ্বাসের উপর হামলে পরল। কিছুক্ষণ ধরে চলতে থাকল তাদের ধস্তাধস্তি আর নায়িকার ক্রমাগত ম্যাৎকার (পড়ুন চিৎকার)। এক সময় সওদাগরের এক রাম চটকনায় নায়িকা দ্রুম করে পরে গেল।



আর ঠিক তখনি আগমণ ঘটল বাংলার বিস্ময় দা ওয়ান এন্ড অনলি শাকিব খান। এসেই ভয়াবহ ডায়লগ, - শয়তান, লাগতে যদি হয়, তবে সমানে সমানে লাগ। অবলার গায়ে কেন হাত তুলিশ?



শুনেই সওদাগর হামলে পরে, - তবে রে শালা।



এরপরের কিছুক্ষণ টিসুমাইক, টিসুমাইক...



পটকা শাকিব খানের এক এনিমেটেড ফ্লাইং কিক-এ মোটকু সওদাগর পাকা দেয়াল ভেঙ্গে ঐপাশে ছিটকে পরল। আহত সওদাগরের উপর ঝুকে শাকিওব বলল, - তোকে আজ আমি মেরেই ফেলব। এই বলে হাতের কাছে একটা আস্ত ইট পেয়ে সেটা দিয়ে সওদাগরের মাথা থেতলে দিতে উদ্ধত হল।



আর ঠিক এমন সময় ছাত্রলীগের বাহিনী এসে বলে, - হ্যান্ডস-আপ, আইন নিজের হাতে তুলে নেবেন না!







----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ঘুম ভেঙ্গে গেলে স্বপ্ন আর আগানো গেল না। মাথাটা খুব ধরেছে.....

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মামুন রশিদ বলেছেন: হাহাহা, স্বপ্নে দেখা বাংলা সিনেমা :-B :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বোধহীন স্বপ্ন বলেছেন: B-) B-) B-) স্বপ্নের শেষ অংশটা নিয়ে কিছু বললেন না?

ধন্যবাদ মামুন ভাই।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

পেন্সিল চোর বলেছেন: :P :P =p~ =p~ :-P :-P

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

বোধহীন স্বপ্ন বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-))

৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

আরণ্যক রাখাল বলেছেন: হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.