নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

উত্তাল একটি বছরের সমাপ্তি ঃ নতুন বছরের শুরুটা করলাম পরীক্ষা দিয়ে

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

একটি উত্তাল এবং আন্দোলন সংগ্রামের বছর আমরা পার করে ফেললাম। বেশ সফলভাবেই। আমাদের মাঝে অনেকেই আজ নেই। কেউ হারিয়ে গেছে বড় কোন দূর্ঘটনায়, দূর্বৃত্তের ভয়াল থাবায় প্রাণ দিয়েছে কেউবা। বছর জুড়ে চলেছে এ মৃত্যুর সংবাদ। এত এত মৃত্যুর মাঝে আমরা মাঝে আমরা বেচে ফিরেছি, এটাই বা কম কি? তাই নিজেকে ভাগ্যবান মনে হতেই পারে কারো কারো।



নতুন বছর নিয়ে মানুষের কত কত আনন্দ উত্তেজনা, শুভেচ্ছা বিনিময় কতকিছু। কিন্তু আমার বছরটা শুরু হল পরীক্ষার টেনশন দিয়ে। একেবারে শুভ নববর্ষের দিন সকাল বেলাই পরীক্ষা, তাও আবার এই ভার্সিটি! আর এটাই অনার্স ফাইনালের শেষ পরীক্ষা আমার। তার মানে আপাতত নিজেকে গ্রাজুয়েট বলা চলে কি বলেন? বছরের শুরু হিসেবে একেবারে খারাপ না( কি যে শিখছি এতদিন গ্রাজুয়েট কইরা আল্লাহ্‌-ই জানে)



তো একারণেই সবাই যখন আইন-শৃংখলা-বাহিনীর রক্তচক্ষুকে অগ্রাজ্য করে একের পর এক পটকা ফুটানো আর নাচন-কুদন করে বেড়াচ্ছে, আমরা ককেয় বন্ধু মিলে তখন একুশে হলের ছোট রিডিং রুমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বাইরে তখন গুলিবর্ষণের মতই চলছে পটকাবাজী। মনে হচ্ছিল মুক্তিযুদ্ধের কোন এক সিনেমায় যেন ডুকে পরেছি! এবারকার পটকাগুলো যেন অন্যরকম ছিল। আওয়াজ খুব তীব্র, ককটেল বলে ভুল হয়। ( ইদানিং ককটেল খুব পরিচিতি লাভ করেছে)। কাছে পিঠে একটা পটকা ফাটলে এক বন্ধু তো বলেই ফেলল, - আমি শিয়র এটা পটকা না, বড় কিছু।



এ বছর শত নিষেধাজ্ঞা সত্ত্বেও তারুণ্যের উদ্দামতা থেমে থাকেনি। পটকার শব্দ শুনতে শুনতেই ঘুম গেলাম। সকাল হলেই পরীক্ষা। কোন রকম পরীক্ষা দিয়েই হল থেকে বের হয়ে আসলাম। আহ্‌ শান্তি, হ্যাপ্পি নিউ ইয়ার!



কি? দিলাম তো আরেকখান ফালতু পোস্ট.....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুন রশিদ বলেছেন: হ্যাপি গ্রাজুয়েশন! হ্যাপি নিউ ইয়ার!

!:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

বোধহীন স্বপ্ন বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার মামুন ভাই।

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

এয়ী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার! !:#P !:#P !:#P !:#P

০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বোধহীন স্বপ্ন বলেছেন: হ্যাপ্পি নিউ ইয়ার

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮

পাঠক১৯৭১ বলেছেন: জীবন এখন বা '৭০ সালের কলকাতার মতো হবে।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: শানে নুজুলটা ঠিক বুঝলাম না।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: বছরখান শুরুই হইলো অবরোধ দিয়া। আল্লা মালুম বাকীটা কেমুন যায়!

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: আমিও তাই ভাবতাছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.