নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

চল বন্ধু, ওদের একটা গালি দেই

২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২০

ক্রিকেট বিশ্ব আজ ধ্বংস হতে চলেছে ভারতের মোড়লীপনায়

চল বন্ধু, তবে গণজাগরণ মঞ্চকে গালি দেই

ফেলানী বোন আজও বিচার পেল না

বিচার পেল না সাগর-রুনীর মেঘ

চল বন্ধু, তবে গণজাগরণ মঞ্চকে গালি দেই

কোটা পদ্ধতির ছোবলে আমাদের মেধাগুলোতে পচন ধরছে আজ

চল তবে জাফর ইকবাল স্যারকে একটা গালি দেই



গরীব হিন্দু পরিবারগুলোর উপর নেমে আসে দুর্বৃত্তের খড়গ

এবার তবে ছাগুদের কষে একটা গালি দেই

যারা যারা গালি দিতে ইচ্ছুক নয়

তাদের আরেকটিবার ভাম বলে গালি দেই

দিনে দুপুরে বিশ্বজিৎকে হত্যা করা হল কুপিয়ে

চল বন্ধু, একটা পুলিশের গায়ে পেট্রোল ডেলে দেই



ট্রাইবিউনালের অসাড়তা প্রকাশ হয়ে যায় সামান্য খবরের কাগজে

চল আসিফ নজরুলকে একবার গালি দেই

ফুলের মত মেয়েটিকে দেখে যদি তেতুলের মত লালা ঝরে যায়

চল বন্ধু, তবে সৈয়দ শামসুল হককে একটা গালি দেই

যদি ইতিহাস বিকৃতির কবলে পরে থাকি স্বাধীনতার এত এত বছর পর

চল বন্ধু, এ-টিমকে আমরা গালি দেই



চারদিকে কোন ভালো খবর থাকে না

একজন আশরাফুলের কান্না দেখতে হয় আমাদের

তখন সময় করে প্রথম আলোকে গাল দিয়ে নিও

যদিও এর বিপরীতে আজও একটি পত্রিকা কেউ দাঁড় করালো না

যেমন পরিবারতন্ত্রের বিপরীতে নেই কোন জনপ্রিয় রাজনৈতিক দল

ঠিক সেরকম







কিন্তু বলতে পারো হে বন্ধু,

একজন ফেদেরিকো লোরকা কিংবা রাজীব হায়দারের মৃত্যুতে

ঠিক কতটুকু শান্তি নেমে এসেছিল?

কতগুলো ক্ষুধার্ত মুখে জুটেছে অন্ন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হম গাল দেওয়ার ব্যাপারে আমরা খুবই প্রতিভাবান ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

বোধহীন স্বপ্ন বলেছেন: হুম, আর কিছু পারি আর না পারি। ব্লগে খুব কম আসেন বলে মনে হচ্ছে??

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হ্যাঁ ভাই, সামুর সার্ভার খুব সমস্যা করছে, তার উপরে পরীক্ষা চলছে!

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪

বোধহীন স্বপ্ন বলেছেন: সার্ভারের ক্তহা আর কি বলব, মাঝে মাঝে ইচ্ছা করে পিসিটা ভাইঙ্গা ফালাই। আপনার পরীক্ষার জন্য দোয়া রইল।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


শেষ প্রশ্নের উত্তর জানা নেই। জানি আমার মত অনেকেই হয়ত জানেনা কিংবা জানার চেস্টাও করেনা :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬

বোধহীন স্বপ্ন বলেছেন: হুম, এটাই হল সমস্যা। কাউকে বুঝাইতে গেলে আবার ট্যাগ খাইতে হয়।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪

অপ্রচলিত বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন। লেখার ধরন খুব ভালো লাগলো। +++

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ প্লাসের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.