নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

তাদের জন্য টিএসসি থেকে পাকিস্তানের ইনিংস শেষ না করেই ফিরে এলাম.... X(( (ন্যানোব্লগ)

৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২২

টিএসসি'র পাশে ডাস'এর পিছে লাগানো হয়েছে বিশাল এক টিভি স্ক্রিন। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসংখ্য মানুষের মাঝখানে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখছি আর হাত তালি দিচ্ছি।



মোটামুটি ১৮ ওভারের দিকে আফ্রেডি টানা ছয় মারা শুরু করে। আফ্রেডির এমন হাতের জোর দেখে কোথাকার দু'তিন জন লোক তাহার প্রেমে পরে গেছে। :-* :-*



এমন প্রেমময় পরিবেশে টিকতে না পেরে শেষ পর্যন্ত খেলা দেখা বাদ দিয়ে ফিরে এলাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৯

পথহারা নাবিক বলেছেন: যুদ্ধ থেকে পালাইয়া আসলেন!! রাজাকার রাজাকার বলে কিছুক্ষণ চিল্লাতে অন্তত পারতেন!!

২| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

মুদ্‌দাকির বলেছেন: পথহারা নাবিক বলেছেন: যুদ্ধ থেকে পালাইয়া আসলেন!! রাজাকার রাজাকার বলে কিছুক্ষণ চিল্লাতে অন্তত পারতেন!! =p~ =p~ =p~ :P :P :P

৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

মামুন রশিদ বলেছেন: B:-) B:-)

৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৫

আমিনুর রহমান বলেছেন:




মাঝে মাঝে এইজন্যই মনে যারা ওদের নিকৃষ্ট ভাষায় গালাগালি করে ঐটাই সঠিক মনে হয়...


৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১১

তৌফিক মাসুদ বলেছেন: টিএসসিতে খেলা দেখার মজাই আলাদা, পুরনো কথা মনে করিয়ে দিলেন।

নিজ দেশের সাথে অন্য দেশের খেলা দেখতে গিয়ে অন্য দেশের খেলোয়ারদের নিয়ে হুড়োহুড়ি করে যারা এরা একরকম নিমোক হারাম। যদি ফুটবল খেলায় বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলে তারপরেও এমন করা যাবেনা। আর ক্রিকেট দলের ব্যপারে তো একে বারেই না।

৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:১০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: পাকি প্রেম আর ইন্ডিয়া প্রেম দেখলে মাঝে মাঝে এভারেস্টে চলে যেতে ইচ্ছে করে!!!! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.