![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইবার অভিযত্রী এবং রাতুলবিডি৪ । দুইজন ব্লগার অথবা খুব নিশ্চিতভাবেই মাল্টিনিক। "রাতুলবিডি'"র পাশে নম্বর দেখে বুঝা যায় এটাও মাল্টি।
সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে। আবার নিজের ব্লগে নিজেই মন্তব্য করে বেড়ায়। তার হিটখোর মানসিকতা আরো ভালোভাবে প্রকাশ পায় যখন কোন এক পোস্টে মন্তব্যের প্রতিউত্তরে লেখে, "এখন কিছু হিট কামাইয়া লই"
সামু কর্তীপক্ষ আর মডু'রা তার এই কার্যকলাপে মনে হয় ভালোই মজা পান। যদি তাই হয়, তাহলে তাদের বিনোদনে বাগড়া দিলাম না......
তবে উনি যেহেতু "অভিযত্রী", আপাতত উনার এভারেস্ট জয় করার অপেক্ষায় রইলাম।
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
বোধহীন স্বপ্ন বলেছেন: পুরাই...!!!
২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:০২
আমিনুর রহমান বলেছেন:
লেবু চিপতে চিপতে তিতা করে ফেলেছে !!!!
০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন: সব কিছুর একটা সীমা থাকা উচিৎ
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
পথহারা নাবিক বলেছেন: হালা দুইটাই এক এতে কোনো ভুল নাই! আমি হালারে জিগাইলাম ওরা ফুটুশপ করে ওদের কি লাভ হইলো!! সবার উত্তর দেয় কিন্তু আমার উত্তর দেয় না!!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮
বোধহীন স্বপ্ন বলেছেন:
উত্তর দেয়ার মুখ থাকলেই না দিবে...
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: ব্লগে একটু কম আসা হচ্ছে বলে দেখি নাই । আপনার পোষ্ট পরে মনে হচ্ছে, বিনোদন বঞ্চিত হলাম !
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:১২
বোধহীন স্বপ্ন বলেছেন: সমস্যা নেই, যখন তখন প্রথম পাতায় দেখতে পাবেন। সেই এপ্রিল থেকে দেখে আসতেছি..
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
সাইবার অভিযত্রী বলেছেন: আমি মাল্টি, কার মাল্টি বলব না, বুইঝা লন । না বুঝলেও অসুবিধা নাই ।
রাতুলবিডি৪ আগে রাতুলবিডি - রাতুলবিডি২ -৩ - ৫ - ৬ এসব ছিল, একটা চান্স পাইসে, জেনারেল হইসে, বাকিগুলো ব্যান - ডিলিট এসব হইসে ।
তা ভাই হিট খুজলে অসুবিধা কি ? আমার তো মনে হয় লেখা হিট হলে সবাই খুশী হয়, আর না হলে অখুশী । তবে হিট পাবার জন্য কোন অনৈতিক পথ অবলম্বন করলে, সেটা অসুবিধা, সেটা খারাপ । আমি কি সেরকম কিছু করেছি ?
একটা পোষ্ট তখন-ই দিতে চেষ্টা করি, যখন এর পাঠক চাহিদা থাকে, একটা বিষয়ে পোষ্ট দিয়ে যদি দেখি কেউ পড়ছে না, তাহলে তখন আর সে বিষয়ে পোষ্ট দেই না । চাহিদা থাকলে বার বার দেই , এতে তো মন্দ কিছু দেখছি না ।
এরপরও যদি কোন অন্যায় করে থাকি, তা ধরিয়ে দেন, আশা করি শুধরে নিব। ইদানিং এভারেষ্ট ক্যাচাল তুংগে , তাই এ বিষয়ে পোষ্ট দিচ্ছি, মানুষও পরছে। আর আমি ক্যাচাল করি না কোন বিষয়ে, সব বিষয়েই তো করি !
সাইবার অভিযাত্রীর ক্যাচাল সমগ্র Click This Link
উৎসর্গ কাদের মোল্লা
কিছু আসিফ
বাংলাদেশের এভারেষ্ট বিজয় কেন বিতর্কিত ?
কিছু তসলিমা বন্দনা
ড: ইউনুস! ড:ইউনুস! ড:ইউনুস!
কোয়ান্টামের সেকুলার পীরের ডিজিটাল ভন্ডামী
তাবলীগ জামাত হক, তবে এর কিছু ভুল ভ্রান্তিও আছে
জাকির নায়েক - আহলে হাদীস আর নাসিরুদ্দীন আলবানী ক্যাচাল
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩
বোধহীন স্বপ্ন বলেছেন: সবাই-ই হিট খুজে এটা হয়তো সত্য।
আপনার নিজের পোস্টে নিজেই দুই চারটা মন্তব্য করে ভারী করে তোলা, যেখানে-সেখানে যত্রতত্র লিঙ্ক দিয়ে বেড়ানো, একই পোস্ট ক্লান্তিহীনভাবে বার বার করে পোস্ট করে যাওয়া--- এসব কিছুই তো হিট পাবার জন্যই, নয় কি? এখন হলফ করে বলতে পারবেন যে এটা অন্যায় নয়? পোস্ট করামাত্র সেখানে দুটি মন্তব্য দিয়ে ভারী করে তোলা পাঠকের সাথে প্রতারণা নয়?
চাহিদার কথা বলছেন? কেন, অন্য ব্লগারদের তো দেখিনি চাহিদার কথা ভেবে এক পোস্ট বার বার দিতে? এর জন্য বার বার পোস্টানোর প্রয়োজন হয় না, পাঠকেরা নিজেরাই সেটা খুজে নেয়। পাচ-ছয় বছর আগের অনেক পোস্ট পাঠকেরা এখনো পড়ে এবং এমনকি মন্তব্যও করে। এর জন্য তো এভাবে রিপোস্ট করার দরকার পরেনি।
আপনি যা করছেন তা হল নিজের ডোল নিজে পেটানো। এখানে আপনার দৈন্যতা বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, আপনি নতুন কিছু লিখছেন না, হয়তো লিখতে পারছেন না।
ধরতে পেরেছেন আশা করি।
বাই দ্য ওয়ে, "উযাযর"ও তো আপনার মাল্টি, তাই না?
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
মামুন রশিদ বলেছেন: সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে।
হুম.. অভিযত্রী সাহেবের এক পোস্টে অনেক আগে বলেছিলাম, "নিজে কোন টিলা বা ঢিঁবি জয় করে প্রকাশ করেন, তারপর এদের বিরুদ্ধে লাগেন!" কিন্তু ঐ মন্তব্যের জবাব অদ্যাবদি পাই নাই
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: তার কি জবাব দেয়ার মুখ আছে?
৭| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
রাতুলবিডি৪ বলেছেন: মামুন ভাই, একটা সময় ছিল যখন এভারেষ্ট বিজয় নিয়ে প্রশ্ন তুললে লোকে মনে করত বেটা রাজাকার, দেশদ্রোহী, জাতির দুশমণ ।
এখন কিন্তু অনেকটা উল্টা । এভারেষ্ট বিজয়ীদেরকেই লোকে গাদ্দার, প্রতারক, জাতির দুশমণ বলছে! দেশের কোটি কোটি টাকা খরচ করে , কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করেছে !
আমি কিন্তু আমার অবস্হান বদলাই নি ! কাউকে গালি দেইনি, যুক্তি দিয়ে আমার আপত্তিগুলো উপস্হাপন করেছি । বলেছি সার্টিফিকেট হলেই প্রমাণ হয় না এভারেষ্ট সামিটের, ছবিগুলো ফটোশপেও করা সম্ভব ।
আমার সে দাবীগুলো কি প্রমাণ হয়েছে ?
আর অভিযত্রী সাহেব তো ভার্চুয়াল, পাহাড়ে উঠবে কি করে ? আমি রিয়েল, পাহাড়ে উঠি । কেও - সিপ্পি - তাজিংডং ছাড়াও বাংলাদেশের সবচেয়ে উচুটা , সাকাহাফং / বর্ডার হুমে উঠেছি । আমাদের এভারেষ্ট বিজয়ীরা কি এসব পাহাড়ে উঠেছে ?
বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড়টায় কি মুসা - মুহিত - নিশাত - ওয়াসফিয়ে উঠেছে ? অথচ দেশের প্রায় শত সংখক ট্রেকার সেটায় উঠেছে !
অনেকেই সিপ্পি উঠে, আমিও উঠেছি। অথচ তার কাছের গ্রাম রনিন পাড়ার বোমরা এখনও জানে মুহিত মাঝ পথে ফিরে এসেছে !
আমি পর্বতারোহী না, পাহাড় নিয়ে আগ্রহ আছে, আমাদের পর্বতারিহীদের কি এতটুকু আগ্রহ আছে পাহাড় নিয়ে, যতটা তারা কর্পোরেট সম্পর্ক তৈরী করতে আগ্রহী ?
আমাদের জাতীয় বীরদের সম্পর্ক যতটা পাহাড় -পর্বত থেকে তার থেকে বেশী সম্পর্ক কর্পরেট আর মিডিয়ার সাথে । আর সেখানেই এডভেন্চার প্রেমীদের আপত্তি !
৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ রাতুলবিডি৪, আপনি আমাকে 'হেভি ওয়েট' ব্লগার আখ্যা দিয়ে উপরের মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে একটা পোস্ট দিয়েছেন । সেখানে আমি নিম্নোক্ত মন্তব্য করে এসেছি...
হাহাহা, খুব মজা পেয়েছি ভাই । 'হেভি ওয়েট' ব্লগার হওয়ার তো প্রশ্ন উঠে না, তবে শারীরিক ওজন সাপেক্ষে আক্ষরিক অর্থেই 'হেভি ওয়েট' বা 'মডু' / B:-)
সেই কবে থেকে এই নিকগুলার অধিকারী মুসা-মুহিতের এভারেস্ট জয় নিয়ে এক নাগারে পোস্ট করেই যাচ্ছে।
আপনি খেয়াল করেছেন কিনা জানিনা, উপরের উক্তিটি 'বোধহীন স্বপ্ন'র পোস্ট থেকে কোট করা, এবং "হুম" শব্দটি দিয়ে পোস্টের ঐ উক্তিটির সাথে সহমত পোষণ করা হয়েছে মাত্র ।
মন্তব্যের পরের অংশটি ব্লগার 'সাইবার অভিযত্রী'র একটা পোস্টে আমার করা মন্তব্য এবং সেই মন্তব্যের উত্তর না পাওয়া নিয়ে লেখা হয়েছে ।
সুতরাং মন্তব্যটি আপানাকে উদ্দেশ্য করে করা হয়নি এটা যেমন পরিষ্কার, তেমনি সত্যি সত্যি যারা চ্যালেঞ্জ নিয়ে বাঁধা ডিঙ্গিয়ে কিছু জয় করে তাদেরও অসম্মান করা হয় নি । তাই এই পোস্ট থেকে যখন জানলাম, আপনি বেশ কিছু পাহাড় জয় করেছেন- আপনার প্রতি আমার সম্মানবোধ অনেকটাই বেড়ে গেল ।
যদিও জানিনা, আপনার দেয়া এই পোস্ট থেকে আমারও সম্মানিত বোধ করা উচিত কি না..
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০
বোধহীন স্বপ্ন বলেছেন: হায় হায়, একি শুরু হল...
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:২২
রাসেলহাসান বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
বোধহীন স্বপ্ন বলেছেন: হুম্ম্...
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
হেডস্যার বলেছেন:
ডিসগাষ্টিং অবস্থা !!