নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আইরন লেডি, গোলাপী মেডামের বচনামৃত এবং ফরমালিন-যুক্ত রাজনীতি

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:২২

প্রথমে আইরন লেডি এবং গোলাপী মেডামের কিছু সম্মিলিত এবং একক ভাবে করা উক্তি তুলে ধরছি, ইন্‌শাল্লাহ্‌ এর মধ্য দিয়ে আপনারা অশেষ জ্ঞান আহরণের সুযোগ পাবেন। সুত্রঃ পত্র-পুত্রিকা, নিউজ চ্যানেল, এবং অনলাইন নিউজ ব্লগ।



- "শিক্ষাই জাতির মেরুদন্ড"



- "আপনার শিশুকে স্কুলে পাঠান"



- "গাছ লাগান, পরিবেশ বাঁচান"



- "মাদককে না বলুন"



- "ধূমপান বর্জন করুন"



- "আপনার শিশুকে টিকা দিন"



- "বাদ যাবে না একটা শিশু"



- "বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান"



- "আপনারা (সাংবাদিকেরা) জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরুন"



- "দেশে টেকশই উন্নায়ন হচ্ছে"



- "দূর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না"



- "আজকের শিশু আগামীর ভবিষ্যৎ"



- "দেশের অর্থনীতির উন্নায়নে বিনিয়গ বাড়াতে হবে"



- "আপনারা (সেনাবাহিনী) গণতন্ত্র রক্ষায় ভূমিকা পালন করেছেন"



- "আমরা কথা বলতে পছন্দ করি, তাই কল-রেট কমানো চাই"





এভাবে ভুরি ভুরি উদাহরণ দেয়া যায়। প্রতিদিন এই রকম জ্ঞানী-গুণী উক্তির ভিতর দিয়ে তারা দেশের মানুষের জ্ঞান-ভান্ডার সম্মৃদ্ধ করে চলেছেন। ল্যাদা ল্যাদা পোলাপাইন থেকে আবাল-বৃদ্ধ-ভাড়-বনিতা সকলেই উপকৃত হচ্ছেন।



কিন্তু সময়ে সময়ে তাদের জ্ঞানের উচ্চ লেভেল নিচে নামতে নামতে এতটাই নিচে নামে যে তাদের বানী হয়ে পরে খিস্তিকরা ব্লগারদের মত। যেমন একবার ফেবু'র কোন এক ছাইয়া ছাইয়া টাইপ পেইজের এডমিনের মত গোলাপী মেডামকে "গোলাপী" বলে সম্বোধন করেন আইরন লেডি। আবার গোলাপী তেজকুনী পাড়ার মাস্তানের স্টাইলে বললেন, - গোপালগঞ্জের নামই বদলে যাবে।



এরই মাঝে পরচুলা নিয়ে অযথা গাইগুই আমরা শুনতে পেলাম কিছুদিন। একজন আরেকজন চুল নিয়ে যেভাবে টানাটানি করছিল, যেন স্কুবি-ডু কার্টুনের স্যাগী কোন এক ভূতের মুখোশ খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে।



আর গতকাল দেখলাম প্রধানমন্ত্রী বিম্পিকে নিয়ে যে বক্তব্য দিলেন, সেটা কেবল কুতকুত খেলায় "কাইন্ডামী" করা পিচ্চি মাইয়াগুলার মুখেই মানায়। কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী, ফর গড্‌স্‌ সেক!!!



সবশেষে সময়ের জনপ্রিয় টপিক ফরমালিন নিয়ে দুটি কথা বলি। পল্টিশিয়ানেরা দেশের রাজনীতিকে তারা যেভাবে পচন ধরিয়েছে, তাতে ফরমালিনের ব্যবহার তো পুরাই মেন্ডেটরি। কিন্তু তাতে বঙ্গবাসীর ভিতর যে ক্যান্সারের মহামারী দেখা দিয়েছে, তার চিকিৎসা সম্পর্কে এখন থেকেই ভাবা উচিৎ নয় কি??

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: ৫৭ শিক আছে কইলাম :D :D

০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন:
ভয় দেখান ক্যা? আপনে মানুষটা ভালা না ;) ;)

২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

জেরিফ বলেছেন: :-B :-B :-B

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
B-) B-) B-) B-)

৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: রাজনৈতিক সরকারের আমলে গুম খুন হতেই পারে- ওবায়দুল কাদের।

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২

বোধহীন স্বপ্ন বলেছেন:
তাইলে কোন সরকারের আমলে গুম-খুন হবে না সেটা যদি উনি একটু ক্লিয়ার করতেন তাইলে কৃতার্থ হইতাম।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:২৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: বুকে নেই বল
মাথায় নেই ঘিলু
মাডামেরা গায় গীত
ইলু ইলু ইলু !

:-B কি কইলাম এটা /:)

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২

বোধহীন স্বপ্ন বলেছেন:
হায় হায় কি কইলেন এটা??

৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩২

পংবাড়ী বলেছেন: খালেদা বেগমের পতন ঘটাচ্ছে না শেখ হাসিনা; খালেডা ২০১৩ সালে যে পরিমাণ অপরাধ করেছে, তার জন্য ২০০০ বছর জেল হওয়ার কথা।

১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৭

বোধহীন স্বপ্ন বলেছেন:
সহমত। হাসিনা বুবুও বাদ যাবে না।

৬| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭

ফেসবুক ইঞ্জিনিয়ার বলেছেন: 'মহা বিদ্রোহী রণক্লান্ত
আমি সেইদিন হব শান্ত,
যবে আইরন লেডির কাইন্ডামি আকাশে বাতাসে ধ্বনিবে না
গোলাপি ম্যাডামের লুতুপুতু রণভূমিতে রণিবে না।

১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
দেবার মত ইমো খুইজা পাইতাছি না। আপনারে উত্তম জাঝা !!! গুরু মানি !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.