![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় দেশের পক্ষে। দেশের জন্য বাচি,দেশের জন্য মরি!
তোর সাথে আমার বন্ধুত্বের বয়স কত বছড় হবে? ৭-৮ বছড়েরও বেশি হয়ত।
সেই স্কুলে থাকতে ঝগড়া করা,প্রাইভেটে বসে পা দিয়ে খোচাঁখুঁচি করা, বিকেলে তোদের বাসার সামনে নতুন বই নিয়ে যাওয়া মনে হয় সেদিনের ঘটনা।
এরপর কলেজে উঠে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম অন্য কলেজে আর তুই এলাকার কলেজটাতে ভর্তি হইলি। তারপরও যখন বাড়ি আসতাম তোদের কলেজে যেতাম, যেতে যেতে তোদের কলেজে প্রচুর বন্ধুবান্ধব জুটে গেল। আগের মত হয়ত দেখা হত না তারপরও তোকে যতটুকু দেখতাম সেই সৃতিটুকুই নিয়ে সারাদিন পরে থাকতাম।
তুই ভার্সিটিতে ভর্তি হইলি । ক্লাশ শেষে পার্কে বসা,তোদের ক্যাম্পাসে আড্ডা দেওয়া। সবকিছুই আমার কাছে সেদিনের ঘটনা মনে হয়।
তোর প্রেমে পড়ছি কিনা আগে বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে, কারন তুই আর আমি সমবয়সী। আর তিন চার বছড় পড়ই তোর হয়ত কোন প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে হয়ে যাবে আর আমি থাকবো তখনো ছাত্র! প্রতিষ্ঠিত হওয়াতো আরো দূরের কথা।
তাই নিজ থেকেই সরে আসতে ছেলেছিলাম।জানি সরে আসাটা খুব কষ্টের কিন্তু তারপরও চেষ্টা করে যাই,যাচ্ছি। তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কোন পথ খোলা নেই।
আজকে প্রায় ছয় মাসেরও বেশি তোর সাথে কথা হয় না। যার সাথে কথা বলার জন্য সারাদিন ফোন সাথে সাথে রাখতাম এমন কোন দিন নেই যে তোর সাথে কথা বলিনি । আমার খুব কষ্ট হচ্ছে জানিস, তোরও হয়ত হচ্ছে।
তুই গতকাল মেসেজ দিয়েছিলি, মেসেজ পেয়ে জানিস আমার কান্না চলে আসছিলো। কিন্তু কি করার, কিছুই করার নেই।
তোরও নেই, আমারও নেই।
আমরা এই সমাজের গোলাম। সমাজ আমাদের ছিকল পড়িয়ে রেখেছে, যা ছেঁড়ার সাধ্য কারো নেই......
তুই ভালো থাক
ইতি
তোর ঘুম বয়!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
৭ ১ নিশান বলেছেন: বালছেঁড়ার কথা বললেন. ভালবাসা এত সহজ না. ভালবাসলে বিয়ে করেন চোরের মত পালানোর চেষ্টায় রত আছেন ......প্রতিষ্ঠা পেয়ে যাবেন ভালবাসা পাবেন না......