নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আকাশছোয়ার স্বপ্নে বিভোরের ব্লগে স্বাগতম!!

ফেসবুক লিংক: http://fb.com/Lonelymaruf

SuperUser

সবসময় দেশের পক্ষে। দেশের জন্য বাচি,দেশের জন্য মরি!

SuperUser › বিস্তারিত পোস্টঃ

লজ্জা! লজ্জা!

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২



ইদানীং আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল হয়ে গেছে। আমরা ভুলে যাই দেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। বাঙালীর সব থেকে বড় অর্জনই এই স্বাধীনতা। যা আমরা ধীরে ধীরে ভুলতে শুরু করেছি।



তারপরও কিছু কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম।



'৯০ অভ্যুত্থান এর পর নির্বাচনের সময় জরিপ করে দেখা গেছে যে সেই সময়ের বৃহত্তর ও প্রাচীন দল আওয়ামীলীগ ক্ষমতায় আসতে যাচ্ছে। যার প্রধান একজন "মহিলা" ।

তখনই জামাত ইসলামী ঘোষনা দিলো "কোন মহিলাকে দেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্টিত করা জায়েজ নয়, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের মুসলমান দের জায়গা হবে না"

এটি সেই সময়ের একেবারে সাধারণ মানুষের ভিতর প্রর্যন্ত ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিল। সাধারণ মুসলিমরা বুঝতেও পারলো না জামায়াত আসলে কি চায়। ধর্ম আবার হয়ে গেল জামাতের হাতিয়ার। বেশিদিন আগের কথা নয় কিন্তু মাত্র ২৩ বছড় আগের ।



বিএনপি তখন জামাতের প্রচার ক্ষমতা দেখে জামাতকে ক্ষমতার ভাগ দিতে চাইলো। জামায়াত তখন তাদের "মহিলা প্রধানমন্ত্রী জায়েজ নয়" এই বানী ভুলে গেল। নিজের স্বার্থের জন্য পাল্টে ফেললো প্রচার অভিযান।বিএনপির মহিলা নেতৃত্বের পক্ষেই শুরু করলো নির্বাচন!

মুসলিম ভাইয়েরাই বলুন, যাদের কথা ও কাজে মিল নেই তাদের কি যেন বলা হয়? নাকি সেটাও ভুলে গেলেন?



এসব কথা বলে আওয়ামীলীগ এর পক্ষে ওকালতি করছি না। জামাতের নিতি তুলে ধরছি মাত্র।



কিন্তু আফসোস এর সাথে এখনো বলতে হয়, জামাতের প্রচার ক্ষমতা আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে।

দেশের বৃহৎ একগোষ্ঠী এখনো জামাতকে বিশ্বাস করে। চাঁদে সাইদি গেছে শুনে ছাঁদে চলে যায়, মাঝ রাতে ঘুম থেকে উঠে রাস্তায় চাঁদ দেখতে বের হয়।

তরুন ছেলেরা বিশ্বাস করে, শিবির কোন রাজনৈতিক দল নয়। ইসলাম কায়েম করতে হলে "মনির" এর মত হাজার হাজার মনির কে আগুনে পুড়তে হবে। হরতাল দিয়ে সাধারণ মানুষের গাড়ি ভাঙতে হবে।



মুক্তিযোদ্ধারা হতশা চোখে দেখতে থাকবে দেশের সর্বোচ্চ আসনগুলোতে রাজাকাররা বসে রয়েছে। দামী গাড়িতে করে "বাংলাদেশের পতাকা" টাঙিয়ে মুক্তিযোদ্ধাদের মুখেই থু থু মেরে রাজাকাররা চলে যাবে। এটাই যেন স্বাভাবিক দৃশ্য!





মুক্তিযুদ্ধের মাধম্য অর্জিত স্বাধীন বাংলাদেশে "মুক্তিযুদ্ধের বিপক্ষ" শক্তি কিভাবে এখনো হরতাল ডাকার সাহোস পায়? আমাদের জন্য এটা লজ্জাজনক নয় কি? নাকি আমাদের লজ্জা নেই?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

SuperUser বলেছেন: কার যেন স্টাটাস থেকে কপি :/

২| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: বাংলাদেশের রাজনীতিকে আমি ঘৃণা করি ঘৃণা করি,ঘৃণা করি ঘৃণা করি, ঘৃণা করি ঘৃণা করি, ঘৃণা করি ঘৃণা করি, ঘৃণা করি ঘৃণা করি, ঘৃণা করি ঘৃণা করি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.