![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় দেশের পক্ষে। দেশের জন্য বাচি,দেশের জন্য মরি!
বন্ধু শব্দের অর্থ জানেন? জানেন না, আসুন শিখাই।
বন্ধু একটি বেঈমানির নাম,বন্ধু একটি মিথ্যা অভিনয়। এই পৃথিবীতে কেউ কারো বন্ধু নয়।
একজন মানুষের সাথে কয়েকবছর থেকেও তাকে চেনা যায় না, আবার কয়েকদিনেই তার আসল চেহারা বের হয়। সবাই মুখোসধারী শয়তান।
বন্ধু মানে বিশ্বাস? ভুল জানেন, বন্ধু মানে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসের অভিনয়মাত্র।
আপনার দুঃসময়ে আপনার বুকে ছোড়া কে মারবে জানেন? যাকে এতদিন মনেপ্রানে আপন ভেবে আসছেন সেই। এমনভাবে মারবে যে চাইলেও ছোরাটা বের করে ফেলে দিতে পারবেন না, আবার ছোরার যন্ত্রনাও সহ্য করতে পারবেন না। ধীরেধীরে আপনাকে তলিয়ে ফেলবে।
যাইহোক, আমাকে যাদের ভালো লাগে না, তারা প্লিজ আমাকে ছেরে চলে যান। আমার সাথে কোন যোগাযোগ না রাখলেই আমি অনেক খুশি হবো। খুব খুশি হবো।
আমার মত একজন না থাকলে আপনার কিছুই হবে না। আপনার জীবন সুন্দর হোক।
আমি কারো বন্ধু নই, কারোনা। কারো বন্ধু হতেও চাই না।
বন্ধু নামক জঘন্য শব্দটাকে আমি খুব খুব ঘৃনা করি, খুব!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনার অভিমান উপলব্ধি করছি। সহমর্মিতা রইল।
প্রাচীণ সংস্কৃতে বন্ধুত্বের সংজ্ঞা ঃ "উৎসবে, ব্যসনে, রাষ্ট্রবিপ্লবে, শবযাত্রায় যে সখা, সেই বন্ধু"