নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা কথার সহজ মানুষ।

সোয়াইব সিদ্দিক সালেহ

প্রতিটি নতুন দিনে নতুন করে ভালো থাকতে চাই। জীবন আপনাকে ভাল থাকতে দিতে চাইবে না,তাই ভালো থাকার ইচ্ছে এবং কাজ দুটোই আপনার ।

সোয়াইব সিদ্দিক সালেহ › বিস্তারিত পোস্টঃ

একাকী জেগে থাকা

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৩

আছি তো একেলা ভালো।

নেই কোন কথা না বলা,

দেখেছি আঁধার কালো,

হয়নি নীলাকাশ ছোয়া।


শুনেছি অন্তিমের সুর লহরী,

গেয়ে চলেছে কোন প্রহরী,

যেতে সেথায় মানা,

বাকি ছিলো অনেক কিছু জানা ।



বেজে যায় ভায়োলিন,

দিগন্ত হয়েছে মলিন,

আমি হয়েছি বিলীন, কোন মায়াজালে?

আমি জেগে থাকি,

তারারা জেগে থাকে,

আমি চেয়ে থাকি,

রজনী অনেক বাকি।


তন্দ্রা চাহি না আমি,

মাঝরাতকে বাঁচিয়ে রাখি।

আমাদের দুঃখ পেয়ে হাসা,

রাত্রিকে দেয় কথা বলার ভাষা,

শূন্য নীরবতার ভাষা।



ভোর এলেও ভাঙে না।

আরও হাজার রাত্রি বাকি,

আমরা সত্যি কোন ভোরের আশায় বাঁচি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

ধ্রুবক আলো বলেছেন: ভালোই লিখছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.