নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

কেন হুজুরদের আমি ঘৃণা করি? X(( X(( X(( কিঞ্চিৎ ১৮ প্লাস)

১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৫

এর আগেও আমি হুজুর নিয়ে আরও দুইটা পোস্ট দিছি। অনেকেই এর রহস্য জানতে চেয়েছেন।

অনেকের মনেই প্রশ্ন, আমি কেন হুজুর বিদ্বেষী? ইতোমধ্যেই হুজুরদের প্রতি আমার তীব্র ঘৃণার কারন অনেকেই উপলব্ধি করতে পেরেছেন। আজ আমি হুজুরদের এমন কিছু কার্যকলাপ তুলে ধরবো, যা বিশ্বাস করা সত্যিই অনেক কঠিন।

ঘটনা ০১ঃ সে অনেকদিন আগের কথা। আমি তখন ক্লাস নাইনে পড়ি। আমার দুঃসম্পর্কের এক চাচাতো ভাই ছিল। তার দুইটি ছেলে ছিল। বড়টির বয়স ৮ বছর এবং ছোট ছেলের বয়স ৪ বছর। তো আমার সেই চাচাতো ভাইয়ের খুব স্বপ্ন ছিল তার বড় ছেলে কে হাফেজি পড়াবে তারপর অনেক বড় হাফেজ হবে। তাই সে তার ছেলে কে স্কুলে ভর্তি না করে পার্শ্ববর্তী এলাকায় একটা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিএ দিলো।

কিছুদিন খুব ভালোভাবেই কাটল। কিন্তু এক মাস যেতে না যেতেই দেখা গেলো ছেলে টার মাদ্রাসার ব্যাপারে ব্যাপক অনীহা। মাদ্রাসা টা বাড়ির কাছাকাছি হওয়ায় সে প্রতিদিন বিকেলে পালিয়ে চলে আসতো।

কিন্তু কেন পালিয়ে আসতো তা সে বলতনা। শুধু বলতো তার ভালো লাগেনা। মায়ের জন্য মন খারাপ হয়।

কিন্তু কচি মনের ভিতর মায়ের স্নেহ ভালোবাসা পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা ছেলে টার বাবা মা বুঝতে চাইলো না। তাদের স্বপ্ন টাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তাই তাদের স্বপ্ন পুড়নের জন্য তারা ছেলেটার প্রতি আরও নিষ্ঠুরতার পরিচয় দিলো। তারা ছেলেটাকে অনেক দুরের এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলো। যেন আর পালিয়ে চলে আসতে না পারে।

মাদ্রাসার টার নিয়ম খুব করা করি ছিল। চারিদিকে উচু দেউয়াল দিয়ে ঘেরা। সেখান থেকে কোন ছাত্র কেই বের হতে দেয়না।কোন রকম খেলাধুলা বা বিনোদনের বেবস্থা নেই। (অথচ এইটা তাদের দুরন্তপনার বয়স। হেসে খেলে দিনপার করার বয়স।) শুধু মাত্র এক মাস পর পর ছাত্রের খুব আপনজন এসে মাত্র ১০ মিনিটের জন্য দেখা করে যেতে পারতো। আমি জানিনা বা বুঝতে পারিনা মাদ্রাসা নামের এই ভয়ংকর জেল খানায় এই কোমল মতি ছেলেরা কিভাবে দিন পাড় করে। যাইহোক দেখতে দেখতে এক মাস হয়ে যায়। আমার চাচাতো ভাই, মানে ওই ছেলেটির বাবা ওকে একদিন দেখতে যায়। কিন্তু ছেলে টা তার বাবার সাথে কোন কথা বলতে পারেনি। কারন তখন ছেলেটার দুই চোখ বেয়ে শুধু পানি আসতে ছিল। ছেলেটির মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিলনা। সে শুধু তার বাবা কে একটা কথাই বলেছিল, ‘আমি আম্মার কাছে যাবো’…! কিন্তু ওর এই চোখের জল, আহাজারি ওর বাবার সপ্নকে ছাপিয়ে যেতে পারেনি! ওর বাবা শুধু ওকে এইটুকু বলে সান্তনা দিয়েছিলো, সামনের বার এসে তোমাকে বাড়ি নিয়ে যাবো। এই বলে ওর বাবা চলে আসে।

যাইহোক, তার পনেরো দিন পর ওই মাদ্রাসা থেকে একজন হুজুর চাচাতো ভাই এর বাড়িতে হঠাৎ এসে উপস্থিত। ভাই ভেবেছিলো হয়তোবা তার ছেলের খুজ খবর দিতে এসেছে। কিন্তু তার কোথায় বুঝা গেলো ঘটনা উল্টো। খবর দিতে নয় বরং খুজ নিতে এসেছে। কারন ছেলেটা মাদ্রাসা থেকে গত রাতেই পালিয়েছে । হুজুরদের ধারনা ছিল ছেলে বারিতেই এসেছে। এই খবর শুনে ছেলের বাবা মা দুজনেই খুব কান্না কাটি। এতদিনে তাদের দরদ উতলে উঠেছে।

যাইহোক, ওইদিন কিছুক্ষন পরেই ছেলের মামা ছেলে কে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসে। ছেলেটা পালিয়ে তার নানির বাড়ি আশ্রয় নিয়েছিলো। ছেলেটা খুব অসুস্থ ছিল।তাই তাকে আর মাদ্রাসায় আপাদত দেবার চিন্তা করলনা। কিন্তু ছেলেটা কোন ভাবেই সুস্থ হচ্ছিলনা। একদম চুপচাপ হয়ে গেছে। কারো সাথে কথা বলেনা। সারাক্ষন কি যেন ভাবে। কেমন ভয়ে ভয়ে থাকে। কাওকে কিচ্ছু বলেনা। ব্যাপারটা আমার চোখে খুব খারাপ লাগলো।



তাই ওর মাদ্রাসা পালানর ব্যাপারটা জানার জন্য ওর সাথে কয়েকদিন খুব ভালো করে মিশলাম, খুব ফ্রী হলাম, যেন আমার সাথে ওর কষ্ট বা ওর ভয় এর কারন গুলো বলে। কয়েকদিন পর আমি সফল হলাম। এবং ও ওই নরকের কীট হুজুরদের যে সব কুকর্মের কথা বলল শুনে ইচ্ছে হল এখনি কুত্তাদের জবাই করি।



ছেলেটা আমাকে বলেছিল, প্রায় প্রতি রাতেই একজন করে ছাত্র কে বড় হুজুর তার ঘরে শরীর টিপে দেবার কথা বলে ডেকে নিত। কিন্তু আসলে কি করতো তা কেও বলতো না। কারন মেরে ফেলার ভয় দেখান হতো। এরকম ভাবে একদিন ওর ডাক পরে। তারপর সে ওইদিন বুঝতে পারে। ছুট্ট একটা ছেলে, শুধু এইটুকু বলেছিল যে সে (হুজুর) আমার সাথে খারাপ কাজ করেছে। আমার খুব কষ্ট হয়েছিলো। কিন্তু ভয়ে কাদতেও পারিনি। এই বলে সে আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। কি বলব সেই দিনের কথা… আমি নিজেও ওর কান্না দেখে ওর কষ্ট দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। এর পর থেকে হুজুরদের উপর আমার সমস্ত স্রদ্ধা উঠে গেছে, এখন শুধু তাদের কুকীর্তি গুলো আমার চোখে পড়ে।

পড়ে আর ওই ছেলে কে মাদ্রাসায় দেওয়া হয়নি।



(প্রাইভেসি রক্ষার জন্য কারো নাম উল্লেখ করিনি)

(চলবে)

মন্তব্য ৭৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:২৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: মাদ্রাসার হুজুররা বদমায়েশই হয় সাধারনত। হুজুরের এ কাহিনী শুনে বদমায়েশটারে চরাইতে ইচ্ছা করতিছে! X( X(

১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:২৫

বাদল দিনের গান বলেছেন: এরকম অনেক বদমাইশ হুজুর আছে। যাদের দেখলেই থু থু দিতে ইচ্ছা করে

২| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:৩৩

মেহেদী পরাগ বলেছেন: সত্য কথা। এই পোস্টের কাহিনী আগেও এই ব্লগে পড়েছিলাম। আপনি কি নিজের অভিজ্ঞতা লিখেছেন নাকি অন্য কারো অভিজ্ঞতা? এই কাহিনী নিয়ে কি আগেও পোস্ট দিয়েছিলেন?

৩| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:১৪

রাফসান রাফী বলেছেন: বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই লম্পট শিক্ষক আছে, ভিকারুন্নেসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পর্যায়েই এই সমস্যা বিদ্যমান। আপনি যেঁ কারণে হুজুরদের দেখতে পারেন না, একই কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও ঘৃণা করার কথা। আমারতো মনে হয় লাম্পট্য বিশ্ববিদ্যালয়েই সব চেয়ে বেশি।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

বাদল দিনের গান বলেছেন: লম্পট শিক্ষকদের নিয়ে অনেক লেখা লেখি এবং অনেক প্রতিবাদের ঝর বয়ে গেছে। তাদের অনেক কে বিচারের আওতায় আনা হয়েছে।কিন্তু হুজুরদের বেলায় তেমন কোন প্রতিবাদ করা হয়না। এই জন্যই আমার এই পোস্ট লেখা।

৪| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৩৩

তারেক বলেছেন: @লেখক ভাই আসলেই দুঃখজনক ঘটনা। আর যে সব হুজুররা এ সব কাহীনি ঘটায় তাদের জুতা পেটা করা উচিত।

তবে লেখক ভাই আপনি যদি পোষ্টে যা উল্লেখ করলেন সেই কারনে যদি হুজুরদের ঘৃণা করেন , তাহলে স্কুল, কলেজ এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ ঘৃনা করতে হবে।কারন পরিমল কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এবং অবৈধ কাজের সাথে জড়িত।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৩

বাদল দিনের গান বলেছেন: আমি সেইসব শিক্ষক দের অবশ্যই ঘৃণা করি।

৫| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৩৭

এম এম ইসলাম বলেছেন: রাফসান রাফী বলেছেন: বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই লম্পট শিক্ষক আছে, ভিকারুন্নেসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সব পর্যায়েই এই সমস্যা বিদ্যমান।
পৃথিবীর সব স্থানে, সকল সমাজে, সকল স্তরে এ ধরনের বিকৃত স্ববাভের লোক থাকে। বিভিন্ন ধর্মের গুটিকয়েক পূরোহিত/পাদ্রিদের মাঝেও এমনটি দেখা যায়। এর জন্য দায়ী ব্যক্তি, গুষ্ঠি নয়।ঢালাওভাবে একটি গোষ্ঠি/জাতির প্রতি ঘৃণা প্রকাশ করাও একধরনের উগ্রতা।
আপনার লেখার টাইটেলই বলে দিচ্ছে আপনি হুজুরদের( হুজুর বলতে ঠিক কি বুজাচ্ছেন) প্রতি বিরূপ মনোভাব পোষন করেন।
ভাল থাকবেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৫১

প্রকৌশলী আতিক বলেছেন: বেটা তর কাহিনী আর চটির কাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। গাজাখুরি স্টাইলের গল্প। ছাগল কোনহানকার।

কোন কোন চটি সাইটে লেখা লেখি করছ?

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৬

বাদল দিনের গান বলেছেন: পষ্টে দেখি ছাগুর আবির্ভাব হইছে। অন্য জায়গায় গিয়া লেদা। তা না হইলে পুন্দানি খাবি

৭| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:১৯

িমল্টসুিম বলেছেন: চটির কাহিনী

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৭

বাদল দিনের গান বলেছেন: সবকিছুই চটি মনে হয়... ছাগুর বাচ্ছা

৮| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:১২

মোঃ আব্দুস সালাম বলেছেন: বড় কষ্ট পাইলাম। ঐ হুজুর নিশ্চই বাংলাদেশের মানুষ?
তাহলেকি আমি এখন সকল বাঙ্গালীকে লম্পট বলব?
তা যদি বলতে না পারি তাহলে কেন গুটি কয়েক হুজুরের জন্য সকল হুজুরকে ঘৃনা করবেন?
আপনার উত্তরের আশায় রইলাম।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯

বাদল দিনের গান বলেছেন: সকল বাঙালি কি হুজুর নাকি? ছাগু তে আমার পোস্ট দেখি গিজ গিজ করতাছে। পুন্দানি না দিলে ঠিক হইবনা

৯| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২৪

সরোজ রিক্ত বলেছেন: ছাগল কোথাকার।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৯

বাদল দিনের গান বলেছেন: দূরে গিয়া ব্যে ব্যে কর

১০| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৩৬

লালবািত বলেছেন: md abdus salamer sathe ak mot!

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩২

বাদল দিনের গান বলেছেন: ছাগুর দালালি করা শুরু করছস

১১| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫১

কলাবাগান১ বলেছেন: হুজুরদের কে বললে আমাদের গায়ে লাগে....... চার্চের প্রাদ্রীগুলী এমন হয়......উপরে কয়েকজন চিহ্নিত জামাতি কে সাফাই গাইতে দেখা গেল......।

১২| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:৫১

শোয়াইব আহেমদ বলেছেন: মাদ্রাসাগুলোকে ডেকেয়ার করা উচিৎ শুধু মাত্র যাকাতের টাকা পাওয়ার লোভে শয়তান গুলো সবার আবাশিক থাকা বাধ্যতামূলক করেছে।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪

বাদল দিনের গান বলেছেন: সহমত

১৩| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:০৭

এরিস আফ্রোদিতি বলেছেন: প্রথমে হুজুর বলতে আপনি কি বুঝেন সেটা জানান। পাশাপাশি মাদ্রাসা শিক্ষক ও হুজুরের মধ্যকার পার্থক্য বুঝিয়ে দিবেন আশাকরি।

মনে হয় সামগ্রিক ভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জরিপ করলে আপনার ঘৃণার পরিমাণ আরও বাড়বে। আর শুধু যদি আবাসিক প্রতিষ্ঠানের কথা বলি তাহলে হয়তো পাগল হয়ে যাবেন।

আগে উপরের ব্যাখ্যা দিন, তার পর আলোচনায যাওয়া যাবে।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৭

বাদল দিনের গান বলেছেন: মাদ্রাসা, এতিম খানা, হাফেজিয়া মাদ্রাসা, যাই বলেন না কেন এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের আমরা হুজুর বলেই ডাকি। এবং সর্ব স্তরেই এদের দেখা পাওয়া যায়।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:৫১

উড়ালপক্ষী বলেছেন: ফালতু পোষ্ট। দয়া করে অন্য কিছু লেখার চেষ্টা করুন, আপনার লেখায় সেই বিশেষ লেখনি আচ করা যায়। ভালো থাকবেন।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯

বাদল দিনের গান বলেছেন: বিশেষ পুন্দানির কথা আচ করতে পারনা?

১৫| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:০৬

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: ব্লগে এলেবেলে কথা বলে পারপাওয়া যায় না তা আবার প্রমানিত হল! অনেকেই কমেন্টের মাধ্যমে উপযুক্ত উত্তর দিয়েছেন! আসলে যারা ঐ কাজ গুলো করে তাদেরকে ঘৃনা করা উচিত এবং এটা থেকে কি ভাবে বাঁচা যায় সেটা সম্পর্কে আলোচনা করা উচিৎ।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১৭

প্রকৌশলী আতিক বলেছেন: ছাগল টা যে কার মাল্টি? ১ মাস হইছে ব্লগ লিখতেছে, এইসব লিখে কেমনে সেফ হইল X(( X(( X(( X(( X((

সয়ং মডুর কেরামতি ছাড়া কেমনে সম্ভব !!!! ইসলাম নিয়ে লেখলেই সেফ হওয়া কত সোজা /:) /:) /:) /:)

ওরে ছাগল, আগে ট্রেনিং দিয়া আয়, চটির গল্প পড়লেই মনে হয়, বাস্তব না। বাস্তব গল্প লিখতে হইলে মগাচীপের কাছে গিয়া বায়াত নিয়া আয়। টাইটেল টাও দিছস X( X( X( X( X( X( , রাম ছাগল

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

বাদল দিনের গান বলেছেন: তোর মত ছাগু রে পুন্দাইতে গিয়া সেফ হইছি। চটি গল্পের সাথে তো তোদের ভালই পরিচয় আছে। আবার নাকি তরা সাচ্চা পাকিস্তানী কুত্তা। মাল্টি নিক নিয়া যেখানে সেখানে ঘেউ ঘেউ করস। লাথি মেরে ফাকিস্তানে পাঠাবো।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২১

স্বকীয়তা বলেছেন: @ প্রকৌশলী আতিক @ সরোজ রিক্ত এই দুইটা জামাতি ছাগু। ঘাড় ধইরা বের করে দেন রাজাকারের বাচ্চাগুলোকে।

৮০% মাদ্রাসায় যে সমকামীতা ব্যাপক হারে আছে, আর হুজুররাও জড়িত সেইটা এখন সকলেই জানে।

অনেকে দেখি আবার সব হুজুর এক নয় বলে হুজুরদের সাপোর্ট নিয়া আসছে। আরে সব হুজুর এক না সেটা আমরা জানি। কিন্তু আমাদের সমাজে হুজুরদের সম্পর্কে একটা আলাদা ধারণা করে অন্ধভাবে সম্মান দেয়া হয়। অনেকেই ভাবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই একটা ছেলে খুব ভাল ছেলে, কিন্তু বাস্তবে ৬ ওয়াক্ত নামাজী প্রচণ্ড খারাপ ছেলের অভাব এই দেশে নাই। নামাজের সাথে বা হুজুর হবার সাথে ভাল/খারাপের সম্পর্ক নাই এটা সবার বুঝা উচিত। মানুষকে ভাল বলতে হবে তার আচরণ দ্বারা। নামাজ পড়া অনেক ভাল, কিন্তু শুধু নামাজ পড়লেই কারো সাত খুন মাফ হয়ে যায়না।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

বাদল দিনের গান বলেছেন: ছাগুদের কথায় কান দিতে নাই। ২ তা কইরা পুন্দানি দিলেই লেজ গুটিয়ে পালাবো।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২১

স্বকীয়তা বলেছেন: @ প্রকৌশলী আতিক @ সরোজ রিক্ত এই দুইটা জামাতি ছাগু। ঘাড় ধইরা বের করে দেন রাজাকারের বাচ্চাগুলোকে।

৮০% মাদ্রাসায় যে সমকামীতা ব্যাপক হারে আছে, আর হুজুররাও জড়িত সেইটা এখন সকলেই জানে।

অনেকে দেখি আবার সব হুজুর এক নয় বলে হুজুরদের সাপোর্ট নিয়া আসছে। আরে সব হুজুর এক না সেটা আমরা জানি। কিন্তু আমাদের সমাজে হুজুরদের সম্পর্কে একটা আলাদা ধারণা করে অন্ধভাবে সম্মান দেয়া হয়। অনেকেই ভাবে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই একটা ছেলে খুব ভাল ছেলে, কিন্তু বাস্তবে ৬ ওয়াক্ত নামাজী প্রচণ্ড খারাপ ছেলের অভাব এই দেশে নাই। নামাজের সাথে বা হুজুর হবার সাথে ভাল/খারাপের সম্পর্ক নাই এটা সবার বুঝা উচিত। মানুষকে ভাল বলতে হবে তার আচরণ দ্বারা। নামাজ পড়া অনেক ভাল, কিন্তু শুধু নামাজ পড়লেই কারো সাত খুন মাফ হয়ে যায়না।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২২

হেডস্যার বলেছেন:
এই কাহিনী আরো কই জানি পড়ছিলাম। লেখা চুরি কইরা এইখানে আইছ বগল বাজাইতে !!

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

বাদল দিনের গান বলেছেন: এতো দেখি বড় ছাগু। অত ব্যে ব্যে করিস না। এই লেখা কই দেখছস পারলে লিঙ্ক দে। পুন্দানি খাইলে ব্যে ব্যে ছুটে যাবে।

২০| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫০

ইসলাম মোহাম্মদ বলেছেন: উপরে কয়েক জন ভবিষ্যৎ পোলা খোর ঐ দাড়ি-টুপি ওয়ালা কুত্তার বাচ্চাদের পক্ষে সাফাই গাইলো। তাদেরকে পাছায় তৈল লাগাইয়া ঐ সব দাড়ি টুপি ওয়ালাদের বিশেষ সেবা করতে পাঠালেই ভালো হবে। সালার পোলাখোর.......

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

বাদল দিনের গান বলেছেন: ওদের ওই সবে অভ্যাস আছে।

২১| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৫

স্বপ্ন বাংলা বলেছেন: ইসলাম মোহাম্মদ বলেছেন: উপরে কয়েক জন ভবিষ্যৎ পোলা খোর ঐ দাড়ি-টুপি ওয়ালা কুত্তার বাচ্চাদের পক্ষে সাফাই গাইলো। তাদেরকে পাছায় তৈল লাগাইয়া ঐ সব দাড়ি টুপি ওয়ালাদের বিশেষ সেবা করতে পাঠালেই ভালো হবে। সালার পোলাখোর.......
----------------------------------------------------------------------
দায়িত্ববান নাগরিক বলেছেন: মাদ্রাসার হুজুররা বদমায়েশই হয় সাধারনত। হুজুরের এ কাহিনী শুনে বদমায়েশটারে চরাইতে ইচ্ছা করতিছে! X( X(

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

বাদল দিনের গান বলেছেন: আমার পুন্দাইতে ইচ্ছা করে

২২| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

প্রকৌশলী আতিক বলেছেন: @@ স্বকীয়তা

বইসা বইসা এখন আমার পাছার বাল গুলা ছিড়, খা*কির পোলা।


ছোডকালে মায়ের দুধ খাইয়া বড় হছনাই নাকি কুত্তার দুধ খাইছিলি? কুত্তার দুধ খাইয়া বড় হইলে আবার ঐ টাইপের কমেন্ট কর।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

বাদল দিনের গান বলেছেন: কত মানুষের, কত বাঙ্গালির পুন্দানি খাইলি তবু তোর লজ্জা হয়না। নতুন করে পুন্দানি খাওয়ার আগে এখান থেকে ভাগ।

২৩| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২২

টিকলু বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/57538/small/?token_id=367869701aa9cf46117ee21a4fe5640a


আমাদের হুজুরগোরে বিশ্বাস কেমতে কইরতাম??????

২৪| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:২৪

টিকলু বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/57538/small/?token_id=952b59358237dda4098bd3ef089d571c

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮

বাদল দিনের গান বলেছেন: এইসব হুজুর দেখলেই নেংটা করে ঘুরাইতে মন চায়।

২৫| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

মদন বলেছেন: আপনি তো গন অভিযোগ করলেন। দোষ করলো এক হুজুর দোষ দিলেন সবাইরে।

শিক্ষক ছাত্রীকে ধর্ষন করছে, ছাত্র তার বন্ধু ছাত্রীকে ধর্ষন করছে। তাইলেতো আপনার পোষ্ট আসা দরকার যে কারনে আমি শিক্ষকদের ঘৃনা করি, বা যে কারনে আমি ছাত্রদের ঘৃনা করি।

ঘৃনার কারন ঠিক আছে কিন্তু অভিযোগ টা গন হয়ে গেছে।

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০১

বাদল দিনের গান বলেছেন: ছাগুর গন্ধ পাই। এইসব ভণ্ড হুজুরের সংখ্যাও গন হারে তাই গন হারে দোষ দিলাম। অতীতে শিক্ষকদের নিয়াও অনেকেই এইরকম পোস্ট দিছে।

২৬| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫

স্বকীয়তা বলেছেন: প্রকৌশলী আতিক

বাল উঠাইয়া পাছা পরিস্কার কইরা হুজুরের গোয়ামারা খাইতে চাও?  ভুল জায়গায় জিগায়ছ ! হুজুরেই তোমার বাল উঠাইয়া তেল লাগাইয়া ঢুকায়া দেবে! শালা ছাগু ! মৌদুদির **** চোষ গিয়া! 

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৪

বাদল দিনের গান বলেছেন: ভাই, এদের কে পুন্দাইতে পুন্দাইতে সামু থেকে বের করতে হবে।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬

সাকিন উল আলম ইভান বলেছেন: putu mara o khawa i to hujurder kaj

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৫

বাদল দিনের গান বলেছেন: খুব বেশি ভুল বলেন নাই।

২৮| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪১

রিফাত হোসেন বলেছেন: ভাল ও খারাপ নিয়েই মানুষ তাই বলে হাতের পাচঁ আঙ্গুল সমান নয় !

২৯| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২

প্রকৌশলী আতিক বলেছেন: @@ স্বকীয়তা

পরিস্কার করলি যে, কুত্তার দুধ খাইয়া বড় হইছস।

তা কথায় কথায় তর আব্বার নাম নেছ কেন?

৩০| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৩

মুহাম্মাদ আলী বলেছেন: এ ধরনের ঘটনা আমাদের সমাজে কাম্য নয়।তবে এই পোস্ট এর মন্তব্য গুলো এমন হল কেন বুঝলাম না

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১১

বাদল দিনের গান বলেছেন: যেখানে ছাগুর ছায়া পড়ে সেখানেই দুরগন্ধ ছরায়।

৩১| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

বেশিরভাগ হুজুর এই আকাম করে !!


যারা মাদ্রাসা বা ওই লাইনে পড়ে তাদের অনেকেরই এই ধরনের বাজে অভিজ্ঞতা আছে ।

৩২| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৪

ফকির সাইঁ বলেছেন: শুধু এইখামেই হোমবি-তমবি, টো আপনার ফেমিলী কে/ আশেপাশের সবাই কে বললেন না কেনো ! রেফারেণস ছারা এি বোকাচোদা-মারকা পোষট দেয়া বনধ কোরো X((

১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৯

বাদল দিনের গান বলেছেন: তুমার বাবাদের ( সাইদি, গু আজম) হইয়া কোর্টে গিয়া উকালতি কর গিয়া। দেখ তুমার বাবা দের বাচাতে পার কিনা। এইটা উকালতির জায়গা না।

৩৩| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৬

স্বকীয়তা বলেছেন: @প্রকৌশলী আতিক

তুমি যে জামাতি ছাগু সেটাও পরিষ্কার! ছাগুরা তো কুত্তার গু খেয়ে বড় হয়! আর একবার কমেন্ট করে প্রমান কর যে তুমি কুত্তার গু খাও? 

৩৪| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৪

ফকির সাইঁ বলেছেন: আমি হোইলে আগে গিয়ে ঐ মোললাটা রে কলার ধোরটাম, বেটারে বাজজাতি উচিৎ একটা শিকখা দিয়ে দিতাম। নেক্সটে এই রোকোম পোষট দিলে ওফকোরস রেফারেনস দিয়েন ।

৩৫| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:১০

মদন বলেছেন: *********************************************
লেখক বলেছেন: ছাগুর গন্ধ পাই। এইসব ভণ্ড হুজুরের সংখ্যাও গন হারে
তাই গন হারে দোষ দিলাম। অতীতে শিক্ষকদের নিয়াও অনেকেই এইরকম পোস্ট দিছে।
*********************************************


প্রথমেইতো আমারে ট্যাগ দিয়ে দিলেন। কথা বলে আর কি হবে???

আপনি যদি নাস্তিক/বিধর্মী হোন তাহলে কথা নেই। কিন্তু যদি মুসলিম হোন তাহলে কিছু কথা বলতেই হয়। আপনার বাবা যে মসজিদে নামাজ পড়েন তার ইমাম সাহেব একজন হুজুর, আপনার মা-বাবা এমনকি আপনি মারা গেলে যিনি জানাজা পড়াবেন তিনি একজন হুজুর। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) কে অনেকেই হুজুর(স.) বলে থাকেন। কাজেই হুজুর ট্যাগটি গন ব্যবহারের আমি আপত্তি জানিয়েছি। একজনের দোষে সবাই দোষী হতে পারে না আশা করি এই বোধটুকু আপনার আছে।

৩৬| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২২

ফকির সাইঁ বলেছেন: @বাদল দিনের গান-----ছাগুগুলারে আরো ৪ বছর আগেই পিটায়া হল থেকে বাহির করে দিয়েছি, সামনে পাইলে তোরেও :|| সামু থেকে বের করে দিতাম, বোকাচোদার মত পোষট দিবা, আর উচিৎ কোথা বোললেই ছাগু/ কুততালীগ/ কুততা দল/ হোয়ে যাবে । যৎতো সব আবালের দল ।

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: সবকিছুর মধ্যেই খারাপ দিক আছে, ভালো দিকও আছে। হুজুরদের মধ্যেও ভালো খারাপ আছে। প্রকৌশলী আতিকের এভাবে লেখকের উপর ক্ষেপে যাওয়া ঠিক হয়নাই।

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

শিক্ষানবিস বলেছেন: ছেলেটির মাদরাসায় পড়তে মনে চায় না, তাই সে ফন্দি করে এ রকম মিথ্যাচার করেছে। আমাদের এলাকায় এ রকম একটি ঘটনা ঘটেছিল। ফলে তদন্ত না করেই হুজুর বেচারাকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়েছে। আর ছেলেটির অভিভাবক তার ছেলেকে মাদরাসায় পড়া বন্ধ করে দিয়েছে। ঘটনার তিন চার মাস পর ছেলেটি স্বীকার করেছে, তার এক মামার বুদ্ধিতে সে এই মিথ্যা কাহিনী রটিয়েছে।

আপনার মত একটা ছাগল হুজুরদের ঘৃণা করলে তাদের কিছু আসে যায় না। ইসলামের শুরু থেকে এ পর্যন্ত আপনার মত লক্ষ কোটি জীব হুজুরদের ঘৃণা করেছে। এতে তাদের মর্যাদাই বেড়েছে, কমেনি। এ রকম একাট পোষ্ট দিয়ে আপনার নিজের মনের নোংড়ামি প্রকাশ করেছেন। ইসলাম-ধর্মের প্রতি আপনার বিদ্বেষের প্রমাণ দিয়েছেন। এ ব্যাপারে আমাদের স্বাক্ষী রেখেছেন।

৩৯| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০২

হেডস্যার বলেছেন:
ভাষা ঠিক কইরেন, গালাগালি শুরু করলে আপনের ১৪ গুষ্ঠি ভাইসা যাইবো...গালি সবাই পারে।
হুজুরের পুন্দানি খাইয়া কি মাথা নষ্ট হইয়া গেছে?

৪০| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৩

জামিল হাসান বলেছেন: এই ব্লগের লেখক সহ কিছু ব্লগার গন হারে ছাগু ট্যাগ লাগাইলেন
ছাগু কি এটা আগে বুঝতে হবে । এই পোস্ট উদ্দেশ্য প্রণোদিত ।
আজকে হুজুর দের কাছ থেকে মানুষ কে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে ।হুজুর দের গ্রহনযোগ্যতা শেষ করতে পারলে হুজুরদের নসিহত গুলও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে দিন দুনিয়া থেকে মিটতে থাকবে । আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ধরণের পোস্ট থেকে বিরত থাকবেন ।

৪১| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৬

মোঃ আব্দুস সালাম বলেছেন: আমারেও তো ছাগু ট্যাগ লাগাইয়া দিলেন(সকল বাঙালি কি হুজুর নাকি? ছাগু তে আমার পোস্ট দেখি গিজ গিজ ক =p~ =p~ রতাছে। পুন্দানি না দিলে ঠিক হইবনা =p~ =p~ )।

ভাই বাংলাদেশের সকল মানুষ হুজুরনা। কিন্তু তারা বাংলাদেশের মানুষ। আপনার ঐ মাদরাসার হুজুরের সাথে আমাদের এলাকার মানুষের কোন সম্পর্ক নাই। কিন্তু আপনাদের ঐ হুজুরের কারনে আপনি আমার এরাকার মাদরাসার হুজুরকেও অপমান করলেন। কারন আপনি হুজুরকেই ঘৃনা করেন। সে যাই হোকনা কেন?

ঠিক তেমনি আপনি যদি এভাবে দেখেন যে হুজুরটা ঐ অকাম করেছে সে নাটোরের মানুষ(অবশ্য আপনি হুজুরকে যদি মানুষ না মনে করেন তাহলে আর বাকি টুকু পড়ার দরকারনাই)। তাহলে আমি বলতে পারি যে নাটোরের মানুষ খারাপ(কারন অকাম সুধু হুজুররাই করেনা)। একই ভাবে বলতে পারি যে
তাহলে আমি বলতে পারি যে রাজশাহী বিভাগের মানুষ খারাপ(কারন অকাম সুধু হুজুররাই করেনা)। একই ভাবে বলতে পারি যে বাংলাদেশের..............................।

আমি আপনাকে বলতে চেয়েছি যে আপনি কেন সকল হুজুরকে ঘৃনা করবেন? একজনের অপরাধে তো আর সকলে দোষী হতে পারেনা।

আমি গালাগালী পছন্দ করিনা। আশা করি আমাকে ভাল ভাবে বুঝিয়ে বলবেন।

উল্লেখ্য আমি একজন হুজুরের গর্বিত সন্তান। আমার বাবাকে এলাকার মানুষ শ্রদ্ধা করে। এখন আমার কাছে মনে হচ্ছে আপনি আমার বাবাকে অপমান করলেন।

৪২| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: বার বার বলা হচ্ছে যে হাতের পাঁচ আংগুল সমান না । তারপরেও ছাগু ট্যাগিং কেন চলছে??

কিছুক্ষন পর্যবেক্ষনে রেখে সিদ্ধান্ত নেব ।

৪৩| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:১৮

স্বকীয়তা বলেছেন: প্রকৌশলী আতিকের মত ইতর ও বদমায়েশ ছাগুরা যখন বিষটিকে চটি বলে উল্লেখ করে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, তাই নিচের খবরগুলোর লিঙ্ক দেয়া জরুরী মনে করলাম। পরিমল ইস্যতে সারাদেশ তোলপার হলেও মাদ্রাসা হুজুরদের এই খবরগুলো আমরা শুনিনাই পর্যন্ত। আর এসব নিয়ে কেউ কিছু বললেই সে ইসলাম বিদ্বেষি নাস্তিক হয়ে যায়! এই কথা ঠিক যে একজনের অপরাধে সকলেই অপরাধী নয়। সেইসাথে এই কথাও ঠিক যে দাঁড়ি টুপি অলা হুজুর হলেই সে সাধুপুরুষ নয়। অতএব মূলকথা হচ্ছে মানুষের বিচার করতে হয় তার চারিত্রিক গুনাবলী দিয়ে, হাদীসেও এটা বলা হয়েছে। বর্তমান প্রজন্মের বহুসংখ্যক হুজুর চারিত্রিকভাবে মারাত্মক স্খলিত হয়ে গিয়েছে। তাই এদের বিপক্ষেও কথা বলতে হবে। এদের দোষ বললেই সবাই এই শ্রেনীর ডিফেন্সে এগিয়ে আসার কোন কারণ নেই। এক জনের দোষে যে সবাই দোষি না সেটা এখন সবাই বুঝে তাই মুখ ফাটিয়ে এই কথা বলতে গিয়ে যে পরোক্ষে এদের বিরুদ্ধে জোড়ালো কিছু বলা হচ্ছেনা সেদিকে সবার নজড় দেয়া উচিৎ।


চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের মামলা

বরিশালে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

সাভারে মাদ্রাসা শিক্ষকের ছাত্র বলাৎকার!

[link|http://www.dailyjanakantha.com/news_view.php?nc=14&dd=2010-09-27&ni=34427।ফরিদপুরে মাদ্রাসা ছাত্র বলাৎকার ॥ হুজুর পলাতক]

তিন ছাত্রকে বলাৎকার ॥ মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহে ছাত্র বলাৎকার মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

[link|http://www.ajkerbarisal.com/barguna-news/1556-2012-01-06-10-22-38।বরগুনায় মাদ্রাসা ছাত্র যৌন নির্যাতনের শিকার]

ঝালকাঠিতে মাদ্রাসার লম্পট শিক্ষকের বিচার চেয়ে ছাত্রদের পরীক্ষা বর্জন

নীলফামারীতে দশম শ্রেনীর ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

মুন্সীগঞ্জ:
ছাত্রকে বলৎকার, মাদ্রাসা শিক্ষককে জুতাপেটা


ছাত্রের সাথে অনৈতিক কাজের অভিযোগে পঞ্চগড়ে মাদ্রাসা শিক আটক

বলৎকারের অভিযোগে মহেশখালীর মৌলভী ওছমান গণিকে গনধোলাই

আটোয়ারীতে ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার হাফেজ গ্রেফতার

গৌরনদীতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

এই ব্লগের মাদ্রাসা শিক্ষিত ব্লগার লেখাজোকা শামীম এর নিজের কথা পড়ুন আর জানুন যে এইসব কথা সবাই গোপন করে যায়।

[link|http://www.bangladeshiatheist.com/emranrit/274.html।অন্য আরেক ব্লগারের নিজের অভিজ্ঞতা পড়ে দেখুন এমন ঘটনা মাদ্রাসায় কত অহরহ হয়]

চট্টগ্রামের সাতকানিয়ায় বলাৎকারের অভিযোগে মাদরাসা প্রধানকে গনধোলাই

দিনাজপুর বীরগঞ্জে এবার মাদ্রাসার সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগ

৪৪| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:২২

রোমান সৈনিক বলেছেন: প্রকৌশলী আতিক @রে ছাগু কইলেন ভাই?কেন কোথায় সে ছাগু গিরি করছে?আপনার মতের লগে মিলে নাই সে ছাগু হয়ে গেলো?ওরে তো কোনোদিন কোনো পোস্টে ছাগু মনে হয়নাই।সো ছাগু কইতে খেয়াল কইরা

৪৫| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:২৫

রোমান সৈনিক বলেছেন: হেডস্যার @সেও ছাগু?ব্রো ছাগু চিনেন পরে ট্যাগ দেন।আপনার কারনে ছাগু শব্দটা পচে যাবে।এর পর মতে না মিললে কাউরে ছাগু কইবেন না।

৪৬| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:২৬

আন্ডারটেকার বলেছেন: আপনাদের সব ঠাকুর যেমন দেবদাসীর সাথে রঙ্গ তামাশা করে না ঠিক তেমনি সব হুজুররাও এধরনের স্বভাবের হয়না।


ইসলাম বিদ্বেষীতা করে যাকে তাকে ছাগু ট্যাগ দিচ্ছেন। কি মনে করেন আপনি? রিয়েল ছাগু ফাইটাররা কখনই ইসলামবিদ্বেষী না। ছাগু ফাইটার ট্যাগ দেওয়ার আপনি কে? যতই চেষ্টা করেন, ল্যন্জা লুকাতে পারবেন না। ছাগু ফাইটারদের গদাম খেতে বেশী দেরী হবে না। =p~ =p~

৪৭| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৩:২৭

আন্ডারটেকার বলেছেন: ৪২, ৪৪, ৪৫ কমেন্ট খেয়াল কইরা। ছাগু ফাইটাররা ঠিকই আপনাকে চেনা শুরু করেছে।

৪৮| ১৪ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:১৮

স্বকীয়তা বলেছেন: @রোমান সৈনিক

ভাই ঠিক বলেছেন হয়তো। প্রমাণ ছাড়া সবাইকে ছাগু ট্যাগ দেয়া ঠিকনা। কিন্তু এই পোস্টে প্রকৌশলী আতিক শুরুতেই যেভাবে লেখককে গালাগালি করে এটা চটি বলে মন্তব্য করল তখন কলাবাগান১ এর মন্তব্যে বুঝলাম এইটা ছাগু না হয়ে যায়না। তবে আপনে যেহেতু বললেন এর ছাগুতার প্রমাণ নাই তাই এইটা ছুপা ছাগু হইতে পারে। আপনে যদি আমাকে ছাগুলিস্টের একটা আপডেটেড লিং ক দিতেন বড়ই উপকার হত।

আতিক মিয়া ছাগু না হইলেও যে একটা ইতর মূর্খ তা আগের মন্তব্যে প্রমাণ করেছি। এইসব ঘটনা এত কমন হবার পরেও সে এটাকে অসম্ভব বানোয়াট কাহিনী বলে কিভাবে? মূর্খ বলদ নাকি?

৪৯| ১৪ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৪

রোমান সৈনিক বলেছেন: ছাগু লিস্ট

স্বকীয়তা @ব্রো কারন ছাড়া যারে তারে ছাগু বলা ঠিক না।উপরে লিস্ট আছে দেখেন লেটেস্ট তালিকা।

হুজুর রা যে কি করে সাবই আমরা জানি।এটা ওপেন সিক্রেট

৫০| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১:৫৭

বাদল দিনের গান বলেছেন: জরুরি কাজে বেস্ত থাকায় সময়ের অভাবে সব মন্তব্যের জবাব দিতে পারিনি।যদিও ফোন এর মাদ্ধমে আপনাদের মন্তব্য পরেছি।

আমার সাথে অনেকেরই মতে মিলেনি, তাই বলে আমি সবাইকে ছাগু বলেনি।আবার অনেকের কমেন্টে আমি জবাবও দেইনি। ৬ নম্বর কমেন্ট দেখলেই আপনারা বুজতে পারবেন কেন এরকম ঘটলো। আমি ব্লগে খুবি নতুন। সব ছাগু দের চিন্তে সময় লাগবে। তবে ছাগু নন এমন কাউকে ভুল করে ছাগু বলে যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে ব্লগার ভাই দের প্রতি আমার আহবান, আপনারা অবশ্যই সাবলীল ভাসায় মতামত প্রকাশ করবেন। যাদের চুলকানি আছে তারা অবশ্যই আমার ব্লগে আসবেননা। মতে না মিললে সেটা সাবলীল ভাসায় যুক্তির মাদ্ধমে প্রকাশ করুন।
সৈনিক ভাই কে অনেক অনেক ধন্যবাদ, ছাগু দের লিস্ট টা দেবার জন্য।

আমার এই হুজুর কাহিনী চলতে থাকবে। সময় পেলে আবারও হাজির হব অন্য কোন ঘটনা নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.