নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসি। আমি গর্বিত আমি বাঙালি

সুভ্র দেব কুন্ডু

ক্রিকেট ভালোবাসি

সুভ্র দেব কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

কথা সত্যি

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

- রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন।
- নজরুল তো বেশি পড়তেই
পারলেন না।
- লালন তো বুঝলই
না স্কুল কি জিনিস?
.
আজ মানুষ
তাঁদেরকে নিয়ে গবেষণা করে
পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
,
.
- আন্ড্রু কার্নেগীকে তো ময়লা
পোশাকের জন্য পার্কেই
ঢুকতে দেয় নি।
৩০ বছর পরে উনি সেই
পার্কটি কিনে ফেলেন
আর সাইনবোর্ড লাগিয়ে দেন
"সবার জন্য উন্মুক্ত"।
.
- স্টিভ জবস শুধু
মাত্র ১ দিন ভাল
খাবারের আশায় ৭ মাইল
দূরে পায়ে হেটে গির্জায় যেতেন।
.
- ভারতের সংবিধান
প্রণেতা বাবা আম্বেদকর
নিম্ন বর্ণের হিন্দু ছিলেন
বলে স্কুলের বারান্দায়
বসে বসে ক্লাস করতেন।
কোন গাড়ি তাঁকে নিতেন না।
মাইলের
পর মেইল
হেঁটে পরীক্ষা দিয়েছেন।
.
-সুন্দর চেহারার
কথা ভাবছেন?
- শেখ সাদী (রাঃ) এর চেহারা
যথেষ্ট
কদাকার ছিল,
- তৈমুর লং খোঁড়া ছিলেন,
- নেপোলিয়ন বেটে ছিলেন।
- শচীন টেল্ডুল্কারের
উচ্চতা তো জানাই
আছে। 5 ft 5 inch
- আব্রাহাম লিঙ্কনের
মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। -স্মৃতি
শক্তির
কথা ভাবছেন?
-আইনস্টাইন নিজের
বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার
মনে রাখতে পারতেন না।
.
শিক্ষা: কোন কিছুই আপনার
উন্নতির
পিছনে বাঁধা হতে পারে না।
যদি কোন কিছু
বাঁধা হয়ে দাঁড়ায়
তবে তা আপনার
ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয়
করা শিখুন
সাফল্য ধরা দিবেই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালেঅ লেখেছ শুভ্র।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

সুভ্র দেব কুন্ডু বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল বলেছো..মানুষকে বড় করে তাঁর আত্মবিশ্বাস

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

সুভ্র দেব কুন্ডু বলেছেন: আত্মবিশ্বাসই মানুষকে বড় করে তোলে।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

মো সজীব হাসান খাঁন বলেছেন:

সফলতা একবার ধরা দিলে.... তুমি যা করবে সেটাই ইতিহাস হয়ে যাবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫০

সুভ্র দেব কুন্ডু বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.