নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের কবিতা স্বাধীনতা আমার অহংকার

১৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৬

বাংলাদেশ নাম আজি বিশ্ব বুকে জ্বলজ্বলে ভাসে

প্রজ্বলিত প্রতিটি শিখায়

নতুন ভোরের আলোয় উদ্ভাসিত স্বাধীনতা হাসে

আকশে বাতাসে আর বাংলার প্রান সঞ্জিবতায় ।



এখানে অখানে আজও বাংলার দামাল ছেলেদের

রক্তে ভেজা শার্ট

বুক পকেটে জিম্মি যে রয় স্বাধীনতার চিটি

মুক্ত করে ফিরব মাগো হায়না খতম করে ।



ভয় কেন মা এইত কদিন যবে ওড়ায়ে নিশান খানি

আমার দেশে সূর্য টা দেখব উদয় ভেঙ্গে দিয়ে গ্লানি ।



আজও বাংলা মায়ের দামাল ছেলেদের

ঘরে ফেরায় লগ্ন বয়ে যায়

দূর গগনে তাকায়ে আজও প্রতিক্ষার প্রহয় গুনে মায় ।

অশ্রু গঙ্গা আখিতে ।

পতাকার গায়ে পতপত ওড়ে নামটি ঢেউ খেলে

লাল সবুজের এক বার্তা লয়ে কি তারা ফিরবে হেসে খেলে ।



আজও যুবা বালিকার চমকিত চাহনি থর থর করে বুক

অধরে নিশংশ হায়নার শকুন দৃষ্টি তাড়িয়ে বেড়ায়

আত্ত সাবলীল চেতনায়

খুন হয় রঙ্গিন পৃথিবীর জাগ্রত লাস্যময়ি আপ্লুত আহবান ।



আজও প্রতিশোধ স্পিহায় অন্ধকারে চুনির মত জ্বলে

ক্ষুদ্ধ হিয়ার কাতরতা , প্রেমিকের বুকের দাবদাহ

উদাস নেত্র খুলে নিঝুম নিরালায় সাক্ষি হয়ে মহা কালে ।



কৃষাণের লাঙ্গলের ফলা আজ ও আঁকাবাঁকা মাট চষে

খুজে ফিরে ফসলের অনাবিল আনন্দের বান ।

গর্জে উটেছিল তাদের হাতেও স্টেনগান ।



কারন ফসলের মাট হায়নারা নিয়েছিল লুটে

দিয়েছিল ফসলের গোলায় আগুন ।



কুল বধু কেঁদে সাড়া ভাইটি নাকি হারিয়ে গেল যুদ্ধে ।

দূর মূর্খ যুদ্ধে অংশ নেওয়ার প্রশিক্ষনে আজি দূর্বার

কৃষাণ থমকে যায়নি দিগুন শক্তিতে গড়ে তুলে লয়ে

আরও অনেক সঙ্গী সাথি , ঝাপিয়ে পড়ে শত্রু বিনাশে ।



সাজে বরযাত্রি কেহ , কেহ লয় পালকি গাড়ে

কেহ সাজে বধু

আর কেহ সাজে ভাঁড় ছাতা দুলিয়ে নাছে

আর পৌঁছে যায় হায়নাদের ক্যাম্পে ।

সুযোগ মত তাদের ছাতা লাটি দারুয়ানের গিঞ্জি টুটা

গর্জে উটে শ্ত্রুর অপজিজ্ঞাংসায় ।



সরস্তরের মানুষের চেতনায় দাগ কাটে

হায়নাদের নির্মমতা আর রুষের আগুনে ।

বীর বাঙ্গালীর শপথ মুক্তিযুদ্ধারা জাগে সম্মুখ সমরে

নদী জল স্থল আকাশ পথ সব নিয়ন্ত্রনে এল অবশেষে

হারিয়ে বীর সেনানির তাজা রক্ত সাগর ।

এল এই প্রতিক্ষিত স্বাধীনতা

আঁকা হয় শব্দটি বাংলার বুকে

ফুরুবেনা জানি লিখে সে কথা ।



বিশ্বের বুকে অংকিত হল স্বাধীন মানচিত্র

এল ফিরে বাংলার বিজয় এর ক্ষন

সেই থেকে ওড়ে ঐ রক্তিম পতাকা

আমাদের অহংকারে পরিপূর্ণ শান্তির সুপান ।



হে বীর বাংজ্ঞালির রত্ন স্বাধীন বিজয় দিন

বয়ে আনুক আনন্দ হোক প্রতিটি হৃদয়ে আসিন । চলবে ।







গান

এল ফিরে বিজয় দিন আমারও আঙ্গিনায়

আনন্দ ঘন শুভ লগ্ন বয়ে যায়



বিজয় পতাকা বুঝি ওড়ে

অই বাংলার ঘরে ঘরে

প্রান উল্লাসে কত না জলসায় ঐ



আসুক সজিবতা প্রানে প্রানে

মেতে উটুক এই মন ছন্দ গানে

অবারিত উম্মুক্ত বাংলা ভাষায় ঐ



রচনা মোহাম্মদ মাসুদ মিয়া ,

২০১২ ং মহান বিজয় দিবস উপলক্ষ্য ।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৬

আমি বাঁধনহারা বলেছেন:
স্বাধীনতা হোক সবার অহংকার
দূর হোক আলবদর-রাজাকার।
বিজয়-নাকাড়া উড়ুক বাংলার
আকাশে।
সবার জীবন সুন্দর হোক দেশকে
ভালোবাসে।


খুব ভালো লাগল+++++


ভালো থাকবেন
মনে রাখবেনে!!!

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভকামনা তাই

২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১২

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন কবিতা ++++++++++++ ভালোলাগা রইল ১মটা :)


শুভকামনা :)

১৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: স্মৃতিময়

২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: অবশেষে এল চলে শুভ রঙ্গিন দিন
বাজবে সকল হৃদয় তারে
উৎসবের বিন ।
হবে মজা হৈ হল্লা
আর আনন্দে সাড়া
শুভ বার্তা আসবে নেমে
জেগে উটুক অন্তরা ।
বন্ধুগন মিষ্টির সুভাসে
জিভে ভাসে জল
এ আনন্দ ছড়িয়ে যাক
বাংলা ভাষার ফসল ।
শুভকামনায়
একরাশ অভিনন্দন তাই
মনে কর পাশে রই
কাউরে ভুলিনাই ।
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৬
লেখক বলেছেন:
আপনার মন্তব্য দেখে বাড়েবাড়ে অবাক হই!!!!!!!!!!!!!!!!! অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। অনেক ভাল লাগল। অনেক ভাল থাকবেন ও মনে রাখবে। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল প্রিয় বন্ধু।

আপনি চাইলে গুগল হ্যাং আউটের মাধ্যমে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

সময়- বাংলাদেশ সময় ভোর ৪ টা
আইডি- View this link

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আসলে এই দিনে বন্ধুদের
কাণ্ড আর মজাসে
শৈশবের দুরন্ত দিনের কথা
হৃদয়ে স্মৃতি হয়ে ভাসে

ভুলেই ছিলাম কি যে অতি ত্রাসে
হিসাবের খাতা খুলে দেখি অবশেষে

আমরাও কম কিসে সময়ের ইতিহাস
দিয়ে যাই জানান
মিটায়ে মনের আঁশ ।

আর কিছু লগ্ন সহসা ধরে রাখি
হৃদয় কুঞ্জে জমা হয় দৃশ্য কাব্য
অচেনারে জানার আর থাকেনা বাকি ।

২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: শৈশব দিনের কবিতা



মনে পড়ে তায়
শৈশবের সেই সব দুরন্ত দিনের কথা
অবাধ্য সময় কেটেছে
দাবিয়ে চঞ্চলতায় সে যে অতীত বাস্তবতা ।

নিজেদের মনে হত
একেকটা বাহাদুর
যা খুশি তাই লয়ে
জগত মাঝে স্বপ্ন কত ছুয়েছি মনের মুকুর ।

অনন্তের অপার থেকে
কত যে অজানায়
পথ থেকে পথে
চালিয়েছি রথ কত না স্বাধীনতায় ।

মানুষের ভাবাবেঘে
মিশায়ে এ মন
কত দৃশ্য ছবি যে
মুহূর্তে করেছি ধারন ।

আড্ডা উৎসব আর লোকজ মেলায়
এঁকেছি নয়নে মনোরম সন্ধানী তে
সেই ক্ষন সেই স্মৃতি
আজিকায় জমা রয় অগ্রজদের সাজিতে ।

যদি আরও মনে ভাসে দুরন্ত শৈশব
চল সবে ফিরে যাই
যে দিন ভুলি নাই
বাংলার মাটিতে খুজি পাই সেই অনুভব ।

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: স্বাধীনতার গৌরব


চির সবুজ বাংলার হৃদয়ের কথা
সর্ব কালের শ্রেষ্ঠ গাঁথা
কত বীর সন্তানের হারানো ব্যথা
বিনিময়ে অম্লান মোদের স্বাধীনতা ।

থাকবে অন্তরে চিরকাল ধরে
ছবি হয়ে ভাসবে পতাকার ভাঁজে
মহান স্বাধীনতার সূর্য ফুটবে নব ভোরে
নব বারতায় নব জলসায় রঙ্গিন সাজে ।

নব অথিতিরা শুনবে এ ইতিহাস
চেতনায় জ্বালবে মস্ত পাখা
আমার দেশের মাটি হবে সিক্ত
এই গৌরব বিশ্ব বুকে থাকবে চিরটি আখা ।

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: ঘুষ খোর


বন্ধু বলেছেন: খায় ঘুষ নাই দুষ
ধরা খাইলেই আফছুস
নাই কর্তাদের হুশ
বাড়ে জনতার রুশ ।

নিয়মিত তাই হয়
ফিসফিস আবদার
আর কত বেহায়াদের বাড়বে এই রিতি
বিশ্ব বাসি জানায় আজিকায় ধিক্কার

সাবধান ধূর্তরা
আর কত দালালি
আজ কেন মাথা হেট
রসাতলে গর্বিত বাঙ্গালী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.