নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ শুভকামনা B-):P:-/:);)B-):)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩১







যত দুঃখ আর যাতনা

যাক মিলিয়ে

নববর্ষের শুভকামনা

তাই হৃদয়ে ।



: শুভ নববর্ষ

শুভবারতায়

সম্মুখ দিন হোক

সব ভাল ইচ্ছায়



অসংখ্য ধন্যবাদ

রাখি হৃদয়ে

ঘুছে যাক অবসাদ

আসুক আনন্দ সব সময়ে

শুভদিন হোক তাই রঙিন

সব হৃদয়ের আঙ্গিনায়

শুভ নববর্ষ সম্মুখ সময়ের

দিক উপহার সব ভাললাগায়

শুভবার্তা







: নববর্ষের নব বারতায়

সব ভাল দিক দেখা

নয়ন তারায়

সব স্বপ্ন হোক সফল

ভালবাসার ফুটুক ফসল

দেখা দিক হৃদয় আকাশে

শুভকামনায় ।

ভুলি নাই সেই দিন

ছিল যা রঙিন

আজ শুধু স্মৃতিময়

মনের আয়নায়



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: সব স্বপ্ন হোক সফল
ভালবাসার ফুটুক ফসল


নববর্ষের শুভ কামনা।

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ
ডাক তবে গ্যাঙর গ্যাং
শুভেচ্ছা অনেক

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

ফাতিমা নিশাত বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: শুভদিনের নতুন আলোয়
রাখি শুভকামনা
সম্মুখ দিন হোক খুব ভাল
তাই বাসনা

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

ইথান মাহমুদ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা +

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা তাই
সম্মুখ দিন যাক ভাল
ঘুছে যাক জীবনের
অন্ধ কাল ।

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন সব +
শুভ নববর্ষ ফুলেল শুভেচ্ছা

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

পরিবেশ বন্ধু বলেছেন: কারবা পানে চাইয়া আমায় বুল
প্রান সখিরে
মনেতে কি এই ভাবনা ছিল

তোমা কথা হইলে স্মরণ বুকে বাড়ে জ্বালা
মন কারিয়া ভাসাই দিলায় জীবনেরও ভেলা
আমার সাধের জীবন অকারন ও উদাস ও বানাইল ঐ

রাঙ্গা হাসি মৃদু পরশ মনে শিহরনও জাগে
সেই বিনাশি মধুর লগন ভাসে অনুরাগে
প্রতি প্রহর তোমা ছবি গাথা দিলে রইল ঐ

সেই অভিমান স্পন্দন ও টান আজও কানে কানে বাজে
দেখলে জুড়ায় মন প্রান কভু রাঙ্গা লাজে
ভরা সাজে তোমায় খুজে হৃদয়য় তাই পন্থ চাইয়া রইল ঐ

০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

পরিবেশ বন্ধু বলেছেন:
বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে

এম ,জি , আর , মাসুদ রানা



ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।

বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।

এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।

এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।

ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন:
দেশপ্রেম


দেশ মাতাকে ভালবেসে
যাদের হৃদয় জুড়ায়
ধন্য তাদের জন্ম সখা
আসুক পুন্য নেমে বাংলায়

তাই যদি হয় প্রতিটি নাগরিকের
জাগরনে চেতনার ফসল
ধন্য হবে জন্ম সার্থক
বাড়বে বীর বাঙ্গালীর বুকে বল ।

ধন্য ধন্য সেই যে অতি
যে দেশকে ভাল বেসে
মাতৃভূমির মুক্তি আনে
জীবন দিয়ে হেসে ।

দূর হোক চামুণ্ডারা
যারা দেশের করে ক্ষতি
দেশ প্রেম ঈমানের অংশ
আনে জাতীর মুক্তি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কিছু কাজ কারও চোখে রঙ
আর উশ্রিংখল বাজ দের সঙ
একি মেনে নেওয়া যায়
শুধুই বাধা
কবে তবে এদের মন খানি
না জানি সাদা ।

অন্যর চোখে যে ভাললাগা
সেই তো ধন্য
যে রঙ মনে
কভু অনুক্ষনে
রাখে ধরে অধরাকে
করে নিজ প্রানে গন্য ।

ভাল থাক ধন্যবাদ জানাই
আমার নিকে খুজ রাখার অভিপ্রায়
হে দূর দেশের বন্ধু প্রিয়
সময়ে মিলবে কিছু স্মৃতি হারানোর বেদনায় ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার । !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: গুড + লাক
হ্যাপি নিউ ইয়ার

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার । !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: ফাইন থাঙ্কস
গুড হ্যাপি নিউ ইয়ার
বেষ্ট সারপ্রাইজ ইস দি ভেরি নাইস আ লাফ কিছ

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: কারবা পানে চাইয়া আমায় বুল
প্রান সখিরে
মনেতে কি এই ভাবনা ছিল

তোমা কথা হইলে স্মরণ বুকে বাড়ে জ্বালা
মন কারিয়া ভাসাই দিলায় জীবনেরও ভেলা
আমার সাধের জীবন অকারন ও উদাস ও বানাইল ঐ

রাঙ্গা হাসি মৃদু পরশ মনে শিহরনও জাগে
সেই বিনাশি মধুর লগন ভাসে অনুরাগে
প্রতি প্রহর তোমা ছবি গাথা দিলে রইল ঐ

সেই অভিমান স্পন্দন ও টান আজও কানে কানে বাজে
দেখলে জুড়ায় মন প্রান কভু রাঙ্গা লাজে
ভরা সাজে তোমায় খুজে হৃদয়য় তাই পন্থ চাইয়া রইল ঐ



বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে

এম ,জি , আর , মাসুদ রানা



ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।

বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।

এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।

এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।

ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।

দেশপ্রেম


দেশ মাতাকে ভালবেসে
যাদের হৃদয় জুড়ায়
ধন্য তাদের জন্ম সখা
আসুক পুন্য নেমে বাংলায়

তাই যদি হয় প্রতিটি নাগরিকের
জাগরনে চেতনার ফসল
ধন্য হবে জন্ম সার্থক
বাড়বে বীর বাঙ্গালীর বুকে বল ।

ধন্য ধন্য সেই যে অতি
যে দেশকে ভাল বেসে
মাতৃভূমির মুক্তি আনে
জীবন দিয়ে হেসে ।

দূর হোক চামুণ্ডারা
যারা দেশের করে ক্ষতি
দেশ প্রেম ঈমানের অংশ
আনে জাতীর মুক্তি

বখাটে

ভাল কিছু কাজ কারও চোখে রঙ
আর উশ্রিংখল বাজ দের সঙ
একি মেনে নেওয়া যায়
শুধুই বাধা
কবে তবে এদের মন খানি
না জানি সাদা ।

অন্যর চোখে যে ভাললাগা
সেই তো ধন্য
যে রঙ মনে
কভু অনুক্ষনে
রাখে ধরে অধরাকে
করে নিজ প্রানে গন্য ।

ভাল থাক ধন্যবাদ জানাই
আমার নিকে খুজ রাখার অভিপ্রায়
হে দূর দেশের বন্ধু প্রিয়
সময়ে মিলবে কিছু স্মৃতি হারানোর বেদনায় ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন:
মেয়ে তুমি

মেয়ে তুমি কারে খূজ
অবুঝ নয়নে
যারে এত চিনিবারে
তাকাও যতনে ।
চোখের ভাষায় যদি হায়
হৃদয়ে হারিয়ে যাই
এস তবে ভাল বাসার
ফসল ফলাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.