নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

যিনি আজ দূর আকাশের তারা

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩





তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা

তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া

তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ

আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট

যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে

ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে

তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি

তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।



আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা

তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

হে নির্মল আত্মা শান্তি আর শান্তি

বয়ে যাক তোমার জান্নাত গমনে

সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক

এই বাংলার সব হৃদয় কাননে ।



তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন

করা হবে ।

ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়

একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে

সহযোগিতা আশা রাখি

ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা

এ পোষ্টে যোগ দিবেন ।

সময় পরে ঘোষণা করা হবে ।







মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: নির্মম সত্য

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

হারানো ওয়াছিম বলেছেন: সহমত..........

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

আমি বাঁধনহারা বলেছেন:
আজ অকালে হারিয়ে গেছে জ্যোৎস্নারাতের উজ্জ্বল তারা
উনার অপ্রত্যাশিত বিদায়ে শোকাহত আমি বাঁধনহারা!!
আল্লাহ যেন উনাকে দেন অনাবিল শান্তির জান্নাত
আমি বাঁধনহারা করছি:এই বন্দনা ও মোনাযাত।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

পরিবেশ বন্ধু বলেছেন: শুচকামনা বাধন হারা
এ যে মহাসত্য
ছাড়তে হবে এ ধরা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.