নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একুশে বার্তায় লেখা চাই , মাতৃভাষা ভিত্তিক শ্রেষ্ঠ ম্যাগাজিনে লেখা চাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

একুশে ম্যাগাজিন একুশে বার্তায় লেখা আহবান ।





বন্ধুরা এই তো আর কয় দিন

আসছে আমাদের আখাংকিত মাতৃভাষার চেতনার লড়াকু মাস

আনন্দের সাথে জানাচ্ছি যে পরিবেশ বন্ধু ব্লক থেকে

একুশের চেতনাকে জাগ্রত রাখার মানসে আন্তর্জাতিক মাতৃভাষা

দিবস উপলক্ষে

বের হবে একুশে ম্যাগাজিন

একুশে বার্তা '' লেখা শুধু মাতৃভাষা দিবসের উপর ভিত্তি করে লিখতে হবে ।

ছড়া , কবিতা , প্রবন্ধ , একুশ সমচার , একুশের দলিল , একুশের

ফিচার , একুশের ছবি সম্বলিত যে কোণ চমক পদ লেখা

মনোনীত এবং প্রকাশ করা হবে ।

লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ ই ফেব্রুয়ারি ২০১৩ ইং

সম্পাদক

একুশে বার্তা ,

পরিবেশ বন্ধু ব্লগ

ইমেইল [email protected]



যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।







বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে



এম ,জি , আর , মাসুদ রানা







ফাগুন আসে রাঙা হয়ে

বাংলা মায়ের হৃদয় পানে

বাংলা ভাষার বোল ফুটে

বাঁশের বাঁশী পাখির গানে ।



বাউল সাধক বাংলা ভাষায়

সুরে সুরে মন মাতায়

কবির চেতনা এই ভাষাতে

কত রঙ্গিন কাব্য সাজায় ।



এই ভাষারও ধবনি তুলে

হাল ধরে মাটে চাষা

ছন্দ তালে মাঝির বৈঠা

নদীর বুকে ফুটায় ভাষা ।



এই ভাষা ছালাম রফিক , শফিউর

ঝব্বার , বরকতের রক্তে লেখা

আজ বিশ্ব বুকে বাংলা ভাষার

ফুটে বুলি মধু মাখা ।



ফুলে ফুলে ভ্রমর অলি

এই ভাষারই বার্তা আনে

তাইতো স্মৃতির মিনার সাজাই

বাংলা মায়ের প্রানে প্রানে ।



পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ সুচনা সাহিত্য সংসদ বিশ্ব সেবা পুরস্কার দেবে ২০১৭ থেকে ।







শিক্ষায় দক্ষতা , সামাজিক সম্পর্ক উন্নয়ন , সংস্কৃতির শিল্প গুন , শিশু কিশোরদের মননে মেধা বিকাশের দক্ষতা অর্জন , চিত্র শিল্পের ভাল দিক নির্দেশক গুন , অভিনয় মঞ্চ ব্যক্তিত্ত , চাষির ভাল উৎপাদন নীতি , সাংবাদিকতায় জনগণের সংশ্লিষ্টতায় অভিজ্ঞ , ও সামাজিক অবক্ষয় রোধে সেবক ,সৈনিক , বাউল কবি

শিল্পি , শিক্ষক এবং ভাল দক্ষ প্রতিষ্ঠানকে উক্ত পুরস্কারের আওতায় আনা হবে ।



মুক্ত মতামত চাই / *.

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০০

যুবায়ের বলেছেন: চমৎকার উদ্যেগ...
পোষ্টে ভালোলাগা..
আশা করি সফল হবেন ইনশাআল্লাহ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ
শুভকামনা

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো উদ্যোগ ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: আর সে উদ্দ্যুগে অবশ্যই সহযোগিতা আশা রাখি
কারন ইতিমধ্য আমরা যে কয়টা কর্ম সূচীর স্বরূপ বিশ্লেষণ এবং উদ্দ্যুগ নিয়েছি ইনশাল্লাহ প্রত্যক টাই সফল ।
সব সময় সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করলাম না
অসংখ্য অভিনন্দন থাকল ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ভালো উদ্যোগ ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: তোমার ফেইস দুদিন ছিলনা
জগতে ছিলনা আলো
পাশে থেকে বুঝি নাই সখি
তুমি এত ভালো

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

হুমায়ুন তোরাব বলেছেন: apnar o dakhi amr mton obsta.onner post e comments kre beran kn2 nijeR post e keu korena..asen vai,gola dhore kandi

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: জবাব দিলেই লম্বা হয়
ধন্যবাদ হুমায়ুন তোরাব
ভাল থাক সব সময়

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ইখতামিন বলেছেন:
কেমন আছো কবি ভাই.
কাব্য ছাড়া যে মোর কোনও গতি নাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: জগতের যত সব
আনন্দ , আবেগ অনুভব
সবি কাব্য কথা
ধরে রাখলেই ভরে পাতা
শুভেচ্ছা অনেক বন্ধু
ডুবে যাই কাব্য সিন্ধু

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

সর্বহারা:৭১ বলেছেন: খুব ভালো উদোগ্য।আপনার উদ্যোগ সফল হোক।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: হবেনা মানে এই তো পেলাম শক্তি
থাকলে সবার প্রেরনা
মিলবে কাব্য মুক্তি
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.