নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী আরেকবার গর্জে উট , আগে পড়ুন মতামতের জন্য

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

প্রিয় দেশ বাসী ও সচেতন সুনাগরিকের প্রতি আমার আকুল আহবান



দেশ আমাদের , এই মাটি আমাদের , পবিত্র স্বাধীনতা আজ সারাবাংলাদেশে একদল হিংস্র মানুষ রুপি পশুর নিকট ভুলুনটিত এবং পদদলিত , অন্যায় ভাবে ধর্ষিত হচ্ছে যথা তথা নারি ও শিশু এবং নির্বিশেষে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে তাদের হত্তা করা হচ্ছে । দেশকে গৃহযুদ্ধের দিকে টেলে দেওয়ার জন্য একদল সুবিধা ভুগি বিদেশী দালাল চক্র উটে পড়ে লেগেছে । শুধু তাই নয় বাংলাদেশের শেয়ার বাজার , বিল হাওর , টিপাইমুখ বাধ , সুন্দর বন সহ গুরুত্ত পূর্ণ অঞ্চলকে ভারতের নিকট লিজ দিয়ে তাদের

ঘৃণ্য শ্যুন দৃষ্টিকে বাংলার উপর প্রভাবিত করা হয়েছে । ফল স্বরূপ বাংলাদেশের ফেলানি সহ অনেক নিরীহ মানুষকে বর্বর ভাবে

হত্তা ও ঘুম করে ছলেছে সিমান্তে বিএস এফ কর্মীরা । শুধু ২০১২ সালের মধ্য উত্তর বঙ্গে বিএস এফ এর হাতে মারা পড়েছে ২০০ জনেরও অধিক মানুষ , নিখুজ হয়েছে আরও শতাধিক । হিমালয় পাহাড়ের অসংখ্য গুপ্ত পথ দিয়ে আসা ভারতের নানা পন্য বাংলাদেশের বাজার সয়লাব , এমনকি মদ , গাজা , সহ উত্তেজক ঔষধ ঐ পথ ধরে অবাধে ছিট মহল কর্তৃক চলছে রমরমা ব্যবসা ।

সরকার বা রাজনৈতিক প্রোপাগান্ডায় মিলছেনা এর প্রতিরোধ ।

বিএস এফ গুলি করে মারে তাদের স্বার্থকে চরিত্রারথ করার জন্য কিন্তু বাঙ্গালী বিজিবি গুলির অর্ডার পায়না । কেন /

আজ বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে অনেকেই । আমি সুক্ষ দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাই । সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য

দরবার হলের বিদ্রোহ ঘটানো এবং ৭০ জন সামরিক হাই কমান্ড কে নির্বিচারে হত্তা কি এই যরযন্ত্রের অংশ নয় ।



লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা , তা আজ ঘৃণ্য চক্রান্ত কারিদের হাতের পুতুল । আমাদের আর বসে থাকার সময় নেই , হে বাঙ্গালী বীর সন্তানেরা এখনও সময় আছে দল মত নির্বিশেষে আমরা আমাদের পবিত্র স্বাধীনতাকে আর হারাতে চাইনা ,

আর কখনও অন্যায়ের নিকট মাথা নত নয় ।

তাই আসুন সবাই

একসাথে রুখে দাড়াই

অন্যায় যুলুম যাই পদধলে

কুচক্রীদের আস্তানা দেই আগুন জ্বেলে

যালিম আর শয়তানের বিষদাঁত ভেঙ্গে

গর্জে উট বাঙ্গালী তিব্র প্রতিবাদের সঙ্গে ।

দূর হয়ে যাক নাগপাশ

অন্ধ আঁখি মেলে

দিপ্ত শপথে এস সবাই অনির্বাণ শিখায় আলোর এ মিছিলে ।











মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

বীরেনদ্র বলেছেন: কথায় বলে "যত গর্জে তত নাকি বর্ষে না' সুতরাং গর্জে উঠলেও বর্ষন কি হবে সেটা যদি একটু বলতেন?

ভারতীয় দের সীমান্তে গুলি করবেন? হান্না্ন শাহ এর কথা মত। তাতে তো মারা পড়বে বাংলাদেশীরাই কারন ভারতীয়রা সীমান্ত কমই অতিক্রম করে এবং বাংলাদেশের গরু চোরাচালানকারীরাই হল প্রধান অবৈধ সীমান্ত অতিক্রমকারী।

আমরা কোন সেন্টিমেন্ট চাই না। আমরা চাই কাজ। পদ্মায় পানি চাই, টিপাইমুখের মরুকরন থেকে বাচতে চাই, বানিজ্যে ভারসাম্য চাই।
এ গুলোর উপায় বলুন।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই আপনার কথা গুলু সময়ের দাবি শুধু আলোচনায় কোন কাজ হবেনা এর জন্যআন্দোলন এবং সর্বাত্মক জগত মাঝে মিডিয়ায় ব্যপক দৃষ্টি আকর্ষণ প্রয়োজন । অনেক হল লং মার্চ
অনেক হল দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু আশানুরূপ ফল কোথায় ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

বীরেনদ্র বলেছেন: আমিও তাই বলি অনেক তো হল। আর কেন? এবার কাজ দেখতে চাই।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: মতামত প্রযুজ্য
ধন্যবাদ

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

ইখতামিন বলেছেন: হুম.
লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা , তা আজ ঘৃণ্য চক্রান্ত কারিদের হাতের পুতুল
একমত

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: একথার সাথে সুর তুল প্রাতে
দুপুরের বেলায়
যেন সব জেগে যায়
বিজিত শপথ যেন না ভাঙ্গে সন্ধায়
মোকাবেলা হবে
নহে পড়ে পথে
আমাদের পবিত্র স্বাধীনতার মহাজয়রথে ।
এস এক হয়ে দাড়াই
অন্যায়ের বিষদাঁত পায়ে ধলে যাই

বিজিত খবর নববারতায়
আনন্দ সুরভী হয়ে এই বাংলায়
মেলবে শান্তির ডানা
প্রতি প্রভাতে

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: : অসীমের শুন্যতা হেরি
বাজিল আজি রনভেরি
গর্জে উটুক তারি
দুরন্ত উল্লাস
আজি এই বাংলায়
শকুনের দৃষ্টি হায়
নব খুনে রাঙায়
উফরে দিতে হবে পশুদের ত্রাস ।
আর নহে
ভব দহে
পুড়ে হওয়া ছাই
অন্যায় ছিন্নমুলে
এস সকলে
আলোর মিছিলে দিপ্ত আওয়াজে মিশে যাই ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: আরও +

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি চাই
ধর্ষণের প্রতিবাদে এবং যুগ্য শাস্তি নিশ্চিত করতে
সবাই আলোর মিছিলে যোগ দিন , স্থানীয় ভাবে উদ্দ্যুগি হন । ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.