নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মন হারাবার দিনে /

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

বন্ধুর লাগি আজি মন বিভাগি

উদাস কবি



বন্ধু মিলে মনে

যাই হারিয়ে বনে

কেউ কি আমায় এনে দেবে

ঐ কদমের ফুল

বাঁজাই আমি সুরের বাঁশি

প্রান করে আকুল ।



বন্ধুর সনে দেখা

কত রঙ্গিন আখা

কেউ কি আমায় বলে দেবে

চুপে চুপে কানে

কোথায় থাকে স্বপ্ন ছবি

ভেসে রয় নয়নে ।



বন্ধু আমার সুর

দেখায় স্বপ্ন বহুদূর

কেউ কি আমায় কাছে টেনে

ভেঙ্গে দেবে ভুল

এনে দেব মন হারাবার

ফুঁটা গোলাপ ফুল ।



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

পাগলমন২০১১ বলেছেন: ১ম ভালো লাগা।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনা তাই
ভাল থাকা চাই

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

আমি বাঁধনহারা বলেছেন:




আপনার জন্য কবিতা:


যদি যান ফুল এনে দেব পারিজাত
শুধু বাড়িয়ে দিন তব দুই হাত।
স্বপ্নের মাঝে কাটুক দিবা-রাত
ভালো থাকুন করি এই মোনাযাত।

যার নামটি তব হৃদয়ে লেখা
তার সাথে হবে একদিন দেখা।
মুছে যাক বিষাদের সব রেখা
আমি তো পাশে আছি
থাকব ও কাছাকাছি...
কেন বৃথা খুঁজেন নতুন সখা??


ভালো লাগল+++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!



১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: হে বন্ধু ভাষার শৈল্পিক সিন্ধু
সে অনেক অজানা কাহিনী
যদিও বা তারে না চিনি
অথচ সে আমায় অজান্তেই
করে গেল রিনী
সে যে অধরা তার সাথে সখ্য
চিরধিনি ।

শুভবচন

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

আমি বাঁধনহারা বলেছেন: সোরি ভুল হয়েছে:যদি চান হবে:

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: আশার সাগর দিয়ে পাড়ি
যদি যাই ভেসে
সে ছায়া আলোয় মিশে যাক
নয় হবে সর্বনেশে ।

ভুল সেত মজা যখন আসে
সুধ্রাবার সময়
হয় তিক্ত নয় মিষ্ট
ঝিলমিল ধুয়াশা সেথা কথা কয় ।

যখন ভাঙ্গে কুহকের বেড়াজাল
ভাল বাসা সেথা কেঁদে ফিরে
অশ্রুত আরশিতে অনন্তকাল ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাত ++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অসীমের শুন্যতা হেরি
বাজিল আজি রনভেরি
গর্জে উটুক তারি
দুরন্ত উল্লাস
আজি এই বাংলায়
শকুনের দৃষ্টি হায়
নব খুনে রাঙায়
উফরে দিতে হবে পশুদের ত্রাস ।
আর নহে
ভব দহে
পুড়ে হওয়া ছাই
অন্যায় ছিন্নমুলে
এস সকলে
আলোর মিছিলে দিপ্ত আওয়াজে মিশে যাই ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: আরও +

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: গান

অনেক সুরের ছন্দ এ বুকে
হারায়ে খুজি শুধু তোমাকে
ওগো নীল নয়না অভিমানী
ভোরের সুদ্ধতায় তোমারে চিনি
মেটু পথে ঐ কলসি কাঁকে ঐ
ওগো মোহ মায়াবিনী
কল্পনা সাগরে স্বপ্নের রানী
ভেসে উট ক্ষনে তাই দুটি চোখে ঐ
আর খুজে পাই গহন আধারে
ভুল করে আরও যদি চিনিবারে
সেথা তোমার ছবি যাই এঁকে ঐ


২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বুকে জমা এক সাগর কষ্টের দীর্ঘশ্বাস
আকাশের মেঘমালার মত ভাসে
ঝরায় হৃদয়ে ক্ষতের ফসল
ভুলে যেও সে কথা আখি তে নোনা জল

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: আরও + +

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন:
আত্তাধিক গান


কি ক্ষুত্রতে রঙ্গিলা সাই
পিঞ্জিরায় পুসিলা সোনার ময়না
আমি তার ভাব বুঝিনা ।
দিবা নিশি চলে লিলা
ভব রঙ মহলে
কতই মোকাম সেথা রয়
অদৃশ্য বাতি জ্বলে
মিশে রও অস্তিত্ত মাঝে
সহজে ধরা যায়না ওই
দিয়ে তব দিশা খানি
ভাল মন্দে মিশে
কত রঙের খেলা ঘরে
দেখি চমক এসে
চিনতে গিয়ে হয় বড় ভুল
ভাবুক সাজে আনমনা ঐ


২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: গান

অনেক সুরের ছন্দ এ বুকে
হারায়ে খুজি শুধু তোমাকে
ওগো নীল নয়না অভিমানী
ভোরের সুদ্ধতায় তোমারে চিনি
মেটু পথে ঐ কলসি কাঁকে ঐ
ওগো মোহ মায়াবিনী
কল্পনা সাগরে স্বপ্নের রানী
ভেসে উট ক্ষনে তাই দুটি চোখে ঐ
আর খুজে পাই গহন আধারে
ভুল করে আরও যদি চিনিবারে
সেথা তোমার ছবি যাই এঁকে ঐ

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: মন হারানোর দিন


বন্ধু মিলে মনে
যাই হারিয়ে বনে
কেউ কি আমায় এনে দেবে
ঐ কদমের ফুল
বাঁজাই আমি সুরের বাঁশি
প্রান করে আকুল ।

বন্ধুর সনে দেখা
কত রঙ্গিন আখা
কেউ কি আমায় বলে দেবে
চুপে চুপে কানে
কোথায় থাকে স্বপ্ন ছবি
ভেসে রয় নয়নে ।

বন্ধু আমার সুর
দেখায় স্বপ্ন বহুদূর
কেউ কি আমায় কাছে টেনে
ভেঙ্গে দেবে ভুল
এনে দেব মন হারাবার
ফুঁটা গোলাপ ফুল ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

পরিবেশ বন্ধু বলেছেন: আশা ও ভালবাসা


আশার সাগর দিয়ে পাড়ি
যদি যাই ভেসে
সে ছায়া আলোয় মিশে যাক
নয় হবে সর্বনেশে ।

ভুল সেত মজা যখন আসে
সুধ্রাবার সময়
হয় তিক্ত নয় মিষ্ট
ঝিলমিল ধুয়াশা সেথা কথা কয় ।

যখন ভাঙ্গে কুহকের বেড়াজাল
ভাল বাসা সেথা কেঁদে ফিরে
অশ্রুত আরশিতে অনন্তকাল ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

পরিবেশ বন্ধু বলেছেন: :শকুন তারা


অসীমের শুন্যতা হেরি
বাজিল আজি রনভেরি
গর্জে উটুক তারি
দুরন্ত উল্লাস
আজি এই বাংলায়
শকুনের দৃষ্টি হায়
নব খুনে রাঙায়
উফরে দিতে হবে পশুদের ত্রাস ।
আর নহে
ভব দহে
পুড়ে হওয়া ছাই
অন্যায় ছিন্নমুলে
এস সকলে
আলোর মিছিলে
দিপ্ত আওয়াজে মিশে যাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.