![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একটি জাগ্রত কবিতা
আমি বিদ্রোহী কেন ?
এম,জি , আর মাসুদ রানা
আমি দেশের লাগি অনেক ভাবি সৃষ্টিতে
সব ক্ষেত্রেই আমার মিশে রয় অবদান
আর স্বার্থান্বেষী মহল দুর্নীতিতে হয় চ্যাম্পিয়ান ।
আমি দেখাই আইনের দিক নির্দেশ
আর জালিয়াতি মহল ভঙ্গ করে আইন
দেশের বাজায় বার টা উল্টো ধরে ফাইন ।
আমি সাম্য ও ন্যায়ে গড়ি একতায় শুশিল সমাজ
আর ভণ্ডরা নিজ স্বার্থের জন্য ঘটায় জঞ্জাল
মানুষের মনে দেয় যাতনা আনে কুমির কেটে খাল ।
আমি সত্য কথা জনতার কানে দেই তুলে
বিভ্রান্ত মিথ্যাবাদিদের গাঁ জ্বলে ।
ব্রিটিশ দের রোষানলে গ্রেফতার হয়েছিল বিদ্রোহী নজরুল
উল্টো তাদেরই দর্প ভেঙ্গে
অঙ্গে মেখেছিল শোষণের হুল ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমার চিৎকার শুনে
এখনও যাদের ভাঙ্গেনি ঘুম
ধিক তাদের মনুষ্যত্বে
বাংলার বুকে ধর্ষণ বুম ।
হায়না চামুণ্ডারা মানুষের বিবেক ধংশনে
অন্ধকার আনে সমাজে টেলে
দূর হোক অপশক্তি
এস তবে আলোর এ মিছিলে ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
পরিবেশ বন্ধু বলেছেন: একতার ঝাণ্ডায় ইসলাম সাজিলে
খোদার রহমত সেথা কভু মিলে ।
ভয় কেন মুসলিম ওরাও ইমানি নিশান
সত্য ন্যায়ে পথ নির্দেশ কোরআন ।
বক্র পথ যত অন্যায় কুহরের
চেনা চাই মুল রহমত নুর নবী হজরতের
এস তাই আজিকায় দিলে জ্বালি ঐ নুর
আধারিয়া কেটে যাবে বাধি তারে প্রিতি ডুর ।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: হে মুসলিম এস তবে এক হয়ে
ইসলামের ঝাণ্ডা ওড়াই
কোরআন আল্লাহর শাশ্বত বানী
কেন পথ ভুলে যাই
নবীজী মোদের রহমতের তরি
উম্মতেরে করবে পার
দিক দেখায়ে পথ চেনাল
তবে কেন ভ্রান্ত মিথ্যাচার
এস তবে দুঃসাহসে
ভণ্ড যত ধলে পায়
ইমানেরই রশি ধরে
এক হয়ে সব মুমিনায় ।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: হে মুসলিম এস তবে এক হয়ে
ইসলামের ঝাণ্ডা ওড়াই
কোরআন আল্লাহর শাশ্বত বানী
কেন পথ ভুলে যাই
নবীজী মোদের রহমতের তরি
উম্মতেরে করবে পার
দিক দেখায়ে পথ চেনাল
তবে কেন ভ্রান্ত মিথ্যাচার
এস তবে দুঃসাহসে
ভণ্ড যত ধলে পায়
ইমানেরই রশি ধরে
এক হয়ে সব মুমিনায় ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: মৌ মাছির চাকে ডিল পড়লে মউয়েরা যেভাবে সাঁড়াশি আক্রমন
চালায় , তেমনি জনগণের অধিকার লুন্টন করে দেশের বৃহত্তম
গনতান্ত্রিক দল গুলুকে যরযন্ত্র মুলক স্বৈর শাসন দিয়ে প্রতিহত করার
যে আগ্রাসি ভুমিকা ক্ষমতাসিন দলের । তা একসময় ব্যর্থ তার পরিচয়
বহন করবে এবং দেশের ভাবমূর্তি অনেক ক্ষতিসাধিত হবে যা কল্পনা
করাও স্বাধীনতা হারানোর ভয় ।
উচিত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন তত্ত্বাবধায়ক কমিটি
তাও সকল দলের আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন
নিরপ্রেক্ষ করা তবেই জাতীর মুক্তি নয়ত গৃহ যুদ্ধের দিকে দেশ এগিয়ে
যাবে এবং ইরাক ও আফগান পরিস্থিতি ধারন করা মোটেও অযুক্তিক
কিছু নয় । তাই সময় থাকতে ভেবে দেখা বুদ্ধিমানের পরিচয় ।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
বাংলার হাসান বলেছেন: ব্রিটিশ দের রোষানলে গ্রেফতার হয়েছিল বিদ্রোহী নজরুল
উল্টো তাদেরই দর্প ভেঙ্গে
অঙ্গে মেখেছিল শোষণের হুল ।দারুন