নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবিতা আর কত অন্যায় চলবে

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪





আর কত অন্যায়

এম, জি , আর মাসুদ রানা



সমাজের বাহনে আজি ঘৃণ্য হায়নাদের বিচরন

মনুষ্যত্ব করে লিন বড়ই হিংশ্র দেখায় আচরন ।

যথা তথা খুবলে নেয় পাশবিকতায় মেয়েদের ইজ্জত

অন্ধ আইনের ফাঁক গলে চালায় আরও বাঁকা রথ

যারা হয় প্রতিবাদি তাদের বুকে চালায় চুরি

ক্ষমতাধর গেঁড়াকলে দুর্নীতি চালায় আহামরি

সাগর রুনি খুন হয় সত্যর খরগে নির্মম অজান্তে

বাঙ্গালী ফেলানিরা পিশাচের ছোবলে মরে সিমান্তে ।

বিচারক ভয়ে কাঁপে যদি বোমা বাজে পায়

নিস্তার নাহি পাওয়া অকালে জান যাবে ভিসময়

ধার্মিকের কাঁপে বুক মসজিদ মন্দির আর গির্জায়

বিধাতারে চিনিবারে উলটু পথ কেন হায় ।

নেতাদের কাঁপে বুক না সাজতে চায় ইলিয়াস

শিক্ষকের ঘুম হারাম নির্যাতনের বাড়ে ত্রাস ।

শ্রমিকের বুকে আগুন আর কত পুড়ে ছাই

উপযুক্ত বেতন নাই মিলেনা বিচারের ঠাই ।

পড়ুয়ারা না বুঝে দিন কাঁটায় আতঙ্কে

যদি বাজে গণ্ডগোল স্বপ্ন যাবে বিপাকে ।

জনগণ আমরন করে যায় তারিত বিবেকের অনশন

মিথ্যা ক্ষমতায় আর কত দেখব ধংশের প্রহসন । [

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

মাক্স বলেছেন: সুন্দর!

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: +++

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অনেক নিকে আসার জন্য
রইল শুভেচ্ছা আরও অগ্রগন্য

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: আরও +

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন:

পরিবেশ বন্ধু বলেছেন: একজন আসিফ মহিউদ্দিন থাকবে তার কলমের ক্ষুরদার
নষ্ট মনের অনিষ্ট জনেরা চালায় ওদের বুকে হাতিয়ার
হায় হায় মন্দে মেতে উটে আনন্দে করে যত কুকাজ
ভাল টা না চিনে থাকে লোভী মন প্রহসনে ধিক এ সমাজ ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

পরিবেশ বন্ধু বলেছেন: ধংশ হোক নষ্ট মনের অনিষ্ট বিবেক
আসিফ মহিউদ্দিনরা সত্য বলায়
তার উপর হামলা চালায়
আর যত মিথ্যুক ধান্দাবাজ
তাদের পিটে চড়ে
দেশটা গ্রাসিবারে
শয়তানি হাসি ছাড়ে ধিক এ সমাজ

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: অগ্নিঝরা সে কথা
বিপ্লবী চেতনার অনির্বাণ শিখা
জ্বলবে দ্বিগুণ বহুগুনে
অন্যায়ের ছিন্ন মুলে রক্ত লেখা
দূর হোক যুলুমের
নব এক ভো্র চাই হৃদয়ে বাংলার
মিথ্যা যালিম ধংশ হোক
জয় আসুক মেহনতি জনতার ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

পরিবেশ বন্ধু বলেছেন: যারা নির্ভীক সুন্দর সত্য পথের যাত্রি
আল্লাহর রহমত ঝরে তাদের পরে দিবা রাত্রি
অন্যায় অসত্যর বিরুদ্ধে যাদের নড়ে মুখ
ন্যায়ের পতাকা তাদের নিকট সাহসে বাধে বুক
মানবের তরে যাদের প্রান নিবেদিত জগতে
অহংকার মিথ্যা লোভ পায় ধলে সরল পথে
তারাই মানুষ বিধাতার সেরা বান্ধা সব সময়ে
বুঝবে সে সত্য হও অগ্রসর অকুতভয়ে ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: বিভ্রান্ত পথিক


সূর্যাস্তের সময় এ কথা মালা
কার অপেক্ষায় তাকিয়ে হে বন্ধু
খুজে নিও তারে আবার নতুন সকাল বেলা ।

যে পথ টারে আজি হারিয়ে খুজা
এই যে সেই লগন বয়ে যায়
যে লগন হবে স্মৃতির মিনারে সেই দিনের বুঝা ।

অনেক হল তবে চল সম্মুখ পানে
ভুল করে ছুটা কি অভিপ্রায়ে ঘুধুলি বেলায়
ফিরে যাও পথিক যদি তাও নাহি থাকে মনে ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: জনতার অধিকার


এসব পুরনো অপলিপ্সা ধন্ধ
গৃহযুদ্ধের শিকার
লাগিয়ে স্বার্থান্বেষী মহল
ক্ষতি সাধনে ব্যস্ত ছিল রুখতে স্বাধীনতা বাংলার ।
এরাই বানায় ইরাক , আফগান কঙ্গু
লুটে নিতে সম্পদ অধিকার
হে গনতান্ত্রিক শক্তি
সাবধান এখনই দরকার এক হওয়ার ।
সবাই হও সবার আপন
ভেঙে দাও সাম্রাজ্য বাদি যুলুমের অন্ধ সঞ্চালন
বৈরি মনোভাব উগ্র ধর্মান্ধতা
করে পরিহার
এস হয়ে ফিরায়ে আনি
শান্তির নিশান ওরায়ে
বাংলার মুক্তি জনতার ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: বিচিত্র জীবন সংগ্রামী বাংলার বুকে
অজেয় যারা তারি স্বপ্ন ছায়া মেখে
পড়ে রয় মা আর মাটির মায়ায়
ধন্য জীবন সুদ্ধ স্বার্থকথায় ।

খুব অন্তরে দাগ কেটে গেল
হে প্রিয়জন
৩০ লক্ষ মানুষের রক্ত চিৎকারে
আজও গুমরে কাদে এ মাটি সাক্ষি নিরব লগন ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: কবিদের প্রতি ফেলনা
কবি বানানোর কোন সাবজেক্ট নেই জগতে
সেটা বিধাতার সেরা দান যা প্রকাশমান মতামতে
কবিদের লেখার ব্যঞ্জনা কোথেকে আসে
তারি দর্শন অসীম খোদার দেওয়া জ্ঞান কাব্য হয়ে ভাসে ।

জগতের যত প্রেম যত যাতনা যত ইতিহাস
কবির চেতনায় ফুল ফুটে ভাষা বারমাস ।

তবে তারে ঘষে মেঝে সুন্দর কাব্য কাননে
সাজাতে তারাই সফল হয় অনেক সাধনার গুনে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: সাহিত্য

সাহিত্যই বিজ্ঞান সাহিত্যই ধর্ম
সাহিত্য গড়ে তুলে সুসভ্য সমাজ
বিশ্ব বিদ্যাশালায় যুগে যুগে কবিরা
লিখে গেছে বাস্তব ইতিহাস আর ভাষার কারুকাজ
থাকবে অমর অজেয় তারা
পাঠকের অন্তরে
বিদ্যার যত আলো দিয়ে গেল জ্বেলে
প্রতিটি মনের মুকুরে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: সরকার শব্দটি ব্যপক সারা দেশের সব মানুষের অধিকার ও স্বাধীনতা
নিশ্চিত করে যে প্রতিষ্ঠান ।
আর এরা নব্য আমেরিকা ভারতের মদদ পোস্ট দালাল
সাম্রাজ্যবাদি স্বার্থান্বেষী সন্ত্রাসী ।
এদের রুখতে হবে এক্ষুনি নয়ত সামনে দিন কেউ নিরাপদ নয়
এখনই আওয়াজ তুলা চাই
জাগ এই দুর্দিনে রুখ মিথ্যাচার
অন্যায় অসত্যর মন্ত্র করে পরিহার
অন্ধ যালিম যুলুমের চাই অবসান
স্বাধীনতা পদ ধলে আর কত অপমান ।
আর কত খুন হবে রক্ত লুলুপে
এক্ষনি চল সবাই প্রতিবাদি হয়ে বিক্ষুভে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

পরিবেশ বন্ধু বলেছেন: তাইত আগুন জ্বলে মানবতায়
শুধরাতে হবে এ রক্ত ঋণ
নিষ্পিষ্ট অসহায় জাতী মরে ধুকে ধুকে
হয়ে অপ্রতিরোধ্য জনতা ভারী ক্ষ্রুদ্ধ
কবে আসবে মানবতার মুক্তির দিন ?

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: জাগ্রত মনে
আজি বজ্র নিনাদ
তবে চলবে
অগ্নি রোষে এ প্রতিবাদ ।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: গনতন্ত্র মুক্তি পাক
মুক্তি পাক জনতা
ভোরের সুদ্ধতায়
ফিরে আসুক স্বাধীনতা ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধিক পশু নর
মা বোন বলি
এস বিবেক বান
এদের পায়ে ধলি

নষ্ট বিবেকের অনিষ্ট কাজ
এরা স্বাধীনতা খর্ব করে
ভাঙ্গে সমাজ

আইন কি এদের খেলার পন্য
নিরব কেন প্রশাসন
অন্ধ ক্ষমতায়ন
যাক ছিন্নমুলে
প্রতিরোধ গড়ি এক হয়ে এস
আলোর মিছিলে

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর ++

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভকামনা তাই
ভাল ও সতর্ক থাকা চাই

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো +

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন
সময়ের সাথে লিখে রাখি প্রাতে
মতামতে ফুটবে তায় আলো
জগত জানিবে স্রিজনি বার্তা
পাঠকের দৃষ্টিতে তাও ভাল ।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: বিপ্লবী চেতনা


অগ্নিঝরা সে কথা
বিপ্লবী চেতনার অনির্বাণ শিখা
জ্বলবে দ্বিগুণ বহুগুনে
অন্যায়ের ছিন্ন মুলে রক্ত লেখা
দূর হোক যুলুমের
নব এক ভো্র চাই হৃদয়ে বাংলার
মিথ্যা যালিম ধংশ হোক
জয় আসুক মেহনতি জনতার ।


সরলতা

: যারা নির্ভীক সুন্দর সত্য পথের যাত্রি
আল্লাহর রহমত ঝরে তাদের পরে দিবা রাত্রি
অন্যায় অসত্যর বিরুদ্ধে যাদের নড়ে মুখ
ন্যায়ের পতাকা তাদের নিকট সাহসে বাধে বুক
মানবের তরে যাদের প্রান নিবেদিত জগতে
অহংকার মিথ্যা লোভ পায় ধলে সরল পথে
তারাই মানুষ বিধাতার সেরা বান্ধা সব সময়ে
বুঝবে সে সত্য হও অগ্রসর অকুতভয়ে ।


: বিভ্রান্ত পথিক


সূর্যাস্তের সময় এ কথা মালা
কার অপেক্ষায় তাকিয়ে হে বন্ধু
খুজে নিও তারে আবার নতুন সকাল বেলা ।

যে পথ টারে আজি হারিয়ে খুজা
এই যে সেই লগন বয়ে যায়
যে লগন হবে স্মৃতির মিনারে সেই দিনের বুঝা ।

অনেক হল তবে চল সম্মুখ পানে
ভুল করে ছুটা কি অভিপ্রায়ে ঘুধুলি বেলায়
ফিরে যাও পথিক যদি তাও নাহি থাকে মনে ।


জনতার অধিকার


এসব পুরনো অপলিপ্সা ধন্ধ
গৃহযুদ্ধের শিকার
লাগিয়ে স্বার্থান্বেষী মহল
ক্ষতি সাধনে ব্যস্ত ছিল রুখতে স্বাধীনতা বাংলার ।
এরাই বানায় ইরাক , আফগান কঙ্গু
লুটে নিতে সম্পদ অধিকার
হে গনতান্ত্রিক শক্তি
সাবধান এখনই দরকার এক হওয়ার ।
সবাই হও সবার আপন
ভেঙে দাও সাম্রাজ্য বাদি যুলুমের অন্ধ সঞ্চালন
বৈরি মনোভাব উগ্র ধর্মান্ধতা
করে পরিহার
এস হয়ে ফিরায়ে আনি
শান্তির নিশান ওরায়ে
বাংলার মুক্তি জনতার ।
রক্তাক্ত বাংলা


বিচিত্র জীবন সংগ্রামী বাংলার বুকে
অজেয় যারা তারি স্বপ্ন ছায়া মেখে
পড়ে রয় মা আর মাটির মায়ায়
ধন্য জীবন সুদ্ধ স্বার্থকথায় ।

খুব অন্তরে দাগ কেটে গেল
হে প্রিয়জন
৩০ লক্ষ মানুষের রক্ত চিৎকারে
আজও গুমরে কাদে এ মাটি সাক্ষি নিরব লগন ।

: কবিদের প্রতি ফেলনা
কবি বানানোর কোন সাবজেক্ট নেই জগতে
সেটা বিধাতার সেরা দান যা প্রকাশমান মতামতে
কবিদের লেখার ব্যঞ্জনা কোথেকে আসে
তারি দর্শন অসীম খোদার দেওয়া জ্ঞান কাব্য হয়ে ভাসে ।

জগতের যত প্রেম যত যাতনা যত ইতিহাস
কবির চেতনায় ফুল ফুটে ভাষা বারমাস ।

তবে তারে ঘষে মেঝে সুন্দর কাব্য কাননে
সাজাতে তারাই সফল হয় অনেক সাধনার গুনে ।


সাহিত্য

সাহিত্যই বিজ্ঞান সাহিত্যই ধর্ম
সাহিত্য গড়ে তুলে সুসভ্য সমাজ
বিশ্ব বিদ্যাশালায় যুগে যুগে কবিরা
লিখে গেছে বাস্তব ইতিহাস আর ভাষার কারুকাজ
থাকবে অমর অজেয় তারা
পাঠকের অন্তরে
বিদ্যার যত আলো দিয়ে গেল জ্বেলে
প্রতিটি মনের মুকুরে ।


দেশের সব মানুষের অধিকার ও স্বাধীনতা
আজ ভুলুট্তিত কেন , কার ধৃষ্টতা
এরা নব্য মদদ পোস্ট দালাল ন্যায় বিদ্বেষী
সাম্রাজ্যবাদি স্বার্থান্বেষী সন্ত্রাসী ।
এদের রুখতে হবে এক্ষুনি
নয়ত কেউ নিরাপদ নয় জানি
এখনই আওয়াজ তুলা চাই
জাগ এই দুর্দিনে রুখ মিথ্যাচার
অন্যায় অসত্যর মন্ত্র করে পরিহার
অন্ধ যালিম যুলুমের চাই অবসান
স্বাধীনতা পদ ধলে আর কত অপমান ।
আর কত খুন হবে রক্ত লুলুপে
এক্ষনি চল সবাই প্রতিবাদি হয়ে বিক্ষুভে ।


তাইত আগুন জ্বলে মানবতায়
শুধরাতে হবে এ রক্ত ঋণ
নিষ্পিষ্ট অসহায় জাতী মরে ধুকে ধুকে
হয়ে অপ্রতিরোধ্য জনতা ভারী ক্ষ্রুদ্ধ
কবে আসবে মানবতার মুক্তির দিন ?

জাগ্রত মনে
আজি বজ্র নিনাদ
তবে চলবে
অগ্নি রোষে এ প্রতিবাদ ।


গনতন্ত্র মুক্তি পাক
মুক্তি পাক জনতা
ভোরের সুদ্ধতায়
ফিরে আসুক স্বাধীনতা ।


ধিক পশু নর
মা বোন বলি
এস বিবেক বান
এদের পায়ে ধলি

নষ্ট বিবেকের অনিষ্ট কাজ
এরা স্বাধীনতা খর্ব করে
ভাঙ্গে সমাজ

আইন কি এদের খেলার পন্য
নিরব কেন প্রশাসন
অন্ধ ক্ষমতায়ন
যাক ছিন্নমুলে
প্রতিরোধ গড়ি এক হয়ে এস
আলোর মিছিলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.