নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আজ ঈদ বিশ্ব চরাচর মানব দানব জিন ফেরেস্তারা সবাই নবীজীর শুভাগমনে ধন্য খুশি ,প্রকাশ করবে , শুবেচ্ছা সকলের তরে

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০০



১২ই রবিউল আওয়াল

ঈদে আযম ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম উদযাপন

উপলক্ষ্য বিশ্ব মুসলিমের তরে রহমতি সওগাত

শুভ আগমন জগতে হে উম্মতের কাণ্ডার

নুর নবী হজরত মোহাম্মদ সা দুজাহান কা সরদার

দাও মোদেরে রহমত আর শাশ্বত কল্যান

দেখাও সেই পথ যে পথে খোদার বেহেস্তি বাগান ।



সবাইকে শুভেচ্ছা ও ঈদে মিলাদুন্নবি সা এর শোক রিয়া

আমরা তার শ্রেষ্ঠ উম্মত

মিলে যেন তার শাফায়াত ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

শার্ক বলেছেন: you are folowing bidah no doubt

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: নো থাঙ্কস জাস্টিফাইট দেন

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯

ডাঃ মারুফ বলেছেন: শার্ক , আপনি যে ইন্টারনেট ইউস করছেন তা যে বিদায়াত তা জানেন ?

বিদায়াত কাকে বলে কত প্রকার জানেন ?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

পরিবেশ বন্ধু বলেছেন: হুম উত্তরের জন্য অপেক্ষা করুন

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫

হুমায়ুন তোরাব বলেছেন: apni ki j krcen ta apni vlo janen.
jei kaj nobi SM kren ni sei kaj apni kon sahose kren.

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা ব্লগে বাংলায় লিখুন উত্তর মিলবে
ধন্যবাদ

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা যা বুঝি ইন্টারনেট এর বাংলা উন্নত যুগাযুগ ব্যবস্থা ,
আল্লাহ পাক বলেন তোমরা যা ভাল তাতে অগ্রসর হও এবং মন্দ
কাজ বর্জন কর ।

ইন্টারনেট তো খারাপ নয় বরং যাদের মাধ্যমে ইন্টারনেট টা দূষিত হয় এমন মন্তব্য খারাপ ছবি / বিকৃত মানসিকতার অসৎ
উদ্দ্যশ্য প্রনিত লেখা প্রভৃতি থেকে মুক্ত রাখলে খারাপ হবে কেন ।
বিজ্ঞান ত আল্লাহর দান
হাদিস আমার অনুগ্রহ /বা রহমত ছাড়া কারও কোন কিছু করা সম্ভব নয় ।
এত এব ভাল চিন্তা চেতনায় যা করা হয় আল্লাহ তার সাহায্য কারি

এই রহমতের দিনে গবেষণা ও বৈরি ভাব দূর হোক

ঈদ মোবারক

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

ভাবনার মেশিন বলেছেন: ঈদ মোবারাক ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

হুমায়ুন তোরাব বলেছেন: যে হাদিস মানে না সে কি তা আমরা বুঝি

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

পরিবেশ বন্ধু বলেছেন: যারা হাদিস মানেনা এরা ইসলামের দুশমন
ধন্যবাদ

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

হুমায়ুন তোরাব বলেছেন: যে হাদিস মানে না সে কি তা আমরা বুঝি

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: যারা মানেনা হয় পাগল নয় বেদিন

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

তারিন রহমান বলেছেন: ইদে মীলাদুন্নবী উপলক্ষ্যে দান করার কথা আপনারা বলছেন। এটা কাদের কিভাবে করা উত্তম ?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: গরিব অসহায় বা এতিম দের দান করা উত্তম
নবীজী বলেন যারা এতিমের মহব্বত করল তারা আমারই মহব্বত করল এবং তার অধিক রহমতের অধিকারি ।
ধন্যবাদ

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

ডাক্তার সাব বলেছেন: আমি মিশরের থাকা কালীন তাদের নবীজীর দ: জন্মদিন ব্যাপক আয়োজন করে করতে দেখেছি। কতক মসজিদে এমন আয়োজন করা হয় মনে হয় যেন রোজার কিংবা কুরবানী ইদের আয়োজন চলছে। আগে জানতাম এটা আমাদের দেশে কেউ ব্যাপকভাবে করে না মনে হয়। করলেও ছোট খাট আকারে। আপনাদের লেখালেখি দেখে জানলাম বাংলাদেশেও মহানবীর জন্মদিন ব্যাপকভাবে করার লোক আছে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: সারা বিশ্ব মুসলিমের জন্য অনেক রহমতের দিন
আল্লাহ পাক তার জন্মের দিন নিজে অসংখ্য ফেরেস্তাগন কে নিয়ে
ঈদে মিলাদুন্নবি সা পালন করেছেন ।
কোরআন ,এবং স্মরণ কর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে
তাদের অংগিকার নিয়েছিলেন ,' আমি তোমাদের কে যে কিতাব ও
হিকমত প্রদান করব ,অতঃপর তাশ্রিফ আনবেন তোমাদের নিকট
রসুল , যিনি তোমাদের কিতাব সমুহের সত্যায়ন করবেন । তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপর ইমান আনবে এবং নিশ্চ্য় নিশ্চয়
তাকে সাহায্য করবে । তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে মানে নবীজীর জন্মদিন সম্পর্কে আমার গুরুদায়িত্ত গ্রহন করলে , সবাই আরজ করবে আমরা শিকার করলাম
তবে একে অপরের সাক্ষি থাক আমি নিজে মাবুদ তোমাদের সাহায্য কারি
সুরা ইম্রান আয়াত ৮১ /৮২ ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: মিলাদ অন্যান্য নবীদের ছুন্নত
হে প্রতিপালক আমাদের এবং প্রেরন কর এমন এক রাছুল যিনি
তোমার আয়াত সমুহ বান্ধার নিকট পাঠ করবেন এবং পরিপক্ষ
কিতাবের অথবা কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদের কে

অতি পবিত্র করবেন । নিশ্চয় তুমি পরাক্রম শালি প্রজ্ঞাময় ।

সুরা বাকারা ১২৯ ।

সরন করুন যখন মারিয়ম তনয় ইশা বলল আমি তোমাদের প্রতি আল্লাহরই রসুল ' আমার পূর্বের কিতাব তাওরিতের সত্তায়ন কারি এবং ঐ সম্মানিত রসুলের বা মোহাম্মাদের সুসংবাদ দাতা হয়ে যিনি আমার পরে তাশ্রিফ আনবেন রহমত
ও মুজেজা স্বরূপ ভনডরা বলবে যাদু ।
সুরা সাফ আয়াত ৬

আল্লাহর অনুগ্রহ এবং রহমতের ব্যপারে বেশি করে আনন্দ প্রকাশ কর । কোরআন
মিলাদ ফেরেস্তাদের ছুন্নত
মেশকাত শরিফ , একাদশ জিলদে ৫৭০৩ এর ১২ ন্নগ হাদিস
নুবায়হা ইবনে অয়াহাব রা বলেন একদা হযরত কাব রা হয্রত
আয়েশা রা এর নিকট গেলেন , ।সেখানে রাছুল সা সম্পর্কে
আলোচনা হতে থাকলে কাব রা বললেন এমন কোন দিন অতিবাহিত হয়না যেদিন ভোরে ৭০ হাজার ফেরেস্তা আসমান হতে অবতরন করেন না এমনকি তারা রাছুল সা এর রওজা শরিফে পাখাকে বিচিয়ে দেন এবং আদব ও মর্যাদার সহিত দরুদ ও ছালাম ভেজে থাকেন , ভোরে ঐ দল আসর পর্যন্ত থাকে আসরে আরও নতুন ৭০ হাজার যোগদান করে এভাবে কিয়ামত পর্যন্ত তারা দরুদ ও ছালামে রত থাকবে । দারেমি

মিলাদ শরিফ সাহাবায়ে কেরামদের ছুন্নত
হজরত আবু দারদা হতে বর্ণীত
তিনি বলেন , আমি একদা রাছুল সা সহ হজরত আবু আমের আন্সারি রা এর গৃহে গমন করে দেখি তিনি তার পরিবার পরিজন নিয়ে ঈদে মিলাদুন্নবি সা পালন ও আলোচনায় রত ,। তা দেখে রাছুল সা অত্যান্ত খুশি হয়ে বললেন নিশ্চয় আল্লাহ তোমাকে আর সবাইকে ক্ষমা করবেন এবং অসংখ্য ফেরেস্তারা
আল্লাহ পাকের নিকট ক্ষমার জন্য সুপারিশ করবে ।
ইমাম জালালুদ্দিন ছুয়ুতি রা এর বিখ্যাত কিতাবসাবিলুল হুদা
ফি মাওলিদুল মুস্তফা

আল্লাহ বলেন
যদি তোমরা আমাকে সন্ধান লাভ করতে চাও সর্ব প্রথম আমার
রাছুল মোহাম্মদ কে ভালবাস , কোরআন সুরা ইমরান

আল্লাহ সঠিক ভাবে বুঝার হেদায়েত দিন আমিন ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সারা বিশ্ব মুসলিমের জন্য অনেক রহমতের দিন
আল্লাহ পাক তার জন্মের দিন নিজে অসংখ্য ফেরেস্তাগন কে নিয়ে
ঈদে মিলাদুন্নবি সা পালন করেছেন ।
কোরআন ,এবং স্মরণ কর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে
তাদের অংগিকার নিয়েছিলেন ,' আমি তোমাদের কে যে কিতাব ও
হিকমত প্রদান করব ,অতঃপর তাশ্রিফ আনবেন তোমাদের নিকট
রসুল , যিনি তোমাদের কিতাব সমুহের সত্যায়ন করবেন । তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপর ইমান আনবে এবং নিশ্চ্য় নিশ্চয়
তাকে সাহায্য করবে । তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে মানে নবীজীর জন্মদিন সম্পর্কে আমার গুরুদায়িত্ত গ্রহন করলে , সবাই আরজ করবে আমরা শিকার করলাম
তবে একে অপরের সাক্ষি থাক আমি নিজে মাবুদ তোমাদের সাহায্য কারি
সুরা ইম্রান আয়াত ৮১ /৮২ ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
লেখক বলেছেন: মিলাদ অন্যান্য নবীদের ছুন্নত
হে প্রতিপালক আমাদের এবং প্রেরন কর এমন এক রাছুল যিনি
তোমার আয়াত সমুহ বান্ধার নিকট পাঠ করবেন এবং পরিপক্ষ
কিতাবের অথবা কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদের কে

অতি পবিত্র করবেন । নিশ্চয় তুমি পরাক্রম শালি প্রজ্ঞাময় ।

সুরা বাকারা ১২৯ ।

সরন করুন যখন মারিয়ম তনয় ইশা বলল আমি তোমাদের প্রতি আল্লাহরই রসুল ' আমার পূর্বের কিতাব তাওরিতের সত্তায়ন কারি এবং ঐ সম্মানিত রসুলের বা মোহাম্মাদের সুসংবাদ দাতা হয়ে যিনি আমার পরে তাশ্রিফ আনবেন রহমত
ও মুজেজা স্বরূপ ভনডরা বলবে যাদু ।
সুরা সাফ আয়াত ৬

আল্লাহর অনুগ্রহ এবং রহমতের ব্যপারে বেশি করে আনন্দ প্রকাশ কর । কোরআন
মিলাদ ফেরেস্তাদের ছুন্নত
মেশকাত শরিফ , একাদশ জিলদে ৫৭০৩ এর ১২ ন্নগ হাদিস
নুবায়হা ইবনে অয়াহাব রা বলেন একদা হযরত কাব রা হয্রত
আয়েশা রা এর নিকট গেলেন , ।সেখানে রাছুল সা সম্পর্কে
আলোচনা হতে থাকলে কাব রা বললেন এমন কোন দিন অতিবাহিত হয়না যেদিন ভোরে ৭০ হাজার ফেরেস্তা আসমান হতে অবতরন করেন না এমনকি তারা রাছুল সা এর রওজা শরিফে পাখাকে বিচিয়ে দেন এবং আদব ও মর্যাদার সহিত দরুদ ও ছালাম ভেজে থাকেন , ভোরে ঐ দল আসর পর্যন্ত থাকে আসরে আরও নতুন ৭০ হাজার যোগদান করে এভাবে কিয়ামত পর্যন্ত তারা দরুদ ও ছালামে রত থাকবে । দারেমি

মিলাদ শরিফ সাহাবায়ে কেরামদের ছুন্নত
হজরত আবু দারদা হতে বর্ণীত
তিনি বলেন , আমি একদা রাছুল সা সহ হজরত আবু আমের আন্সারি রা এর গৃহে গমন করে দেখি তিনি তার পরিবার পরিজন নিয়ে ঈদে মিলাদুন্নবি সা পালন ও আলোচনায় রত ,। তা দেখে রাছুল সা অত্যান্ত খুশি হয়ে বললেন নিশ্চয় আল্লাহ তোমাকে আর সবাইকে ক্ষমা করবেন এবং অসংখ্য ফেরেস্তারা
আল্লাহ পাকের নিকট ক্ষমার জন্য সুপারিশ করবে ।
ইমাম জালালুদ্দিন ছুয়ুতি রা এর বিখ্যাত কিতাবসাবিলুল হুদা
ফি মাওলিদুল মুস্তফা

আল্লাহ বলেন
যদি তোমরা আমাকে সন্ধান লাভ করতে চাও সর্ব প্রথম আমার
রাছুল মোহাম্মদ কে ভালবাস , কোরআন সুরা ইমরান

আল্লাহ সঠিক ভাবে বুঝার হেদায়েত দিন আমিন ।

কোরআন হাদিস অস্বীকার কারির এবাদত আল্লাহর নিকট কবুল নয় ।
হযরত শাহ জালাল ইয়েমেনি রা
তার গ্রস্থ মস্তুফা ছরিত মউলুদে রহমত নুর নবী সা

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: : নবীজীর সত্য হেদায়েত হাদিস বা তার পবিত্র বানিসমুহ লক্ষাধিকের উপরে , ৬ টি বিশিষ্ট

গ্রস্থ ,বোঁখা্রি , মুসলিম , তিরমিজি , আবুদাউদ , ইবনে মাজা ও
মেশকাত শরিফ এ বর্ণীত আপনি কি মুসলিম , আপনার কয়টি
জানা , আর না জেনে যারা সত্য কে অস্বীকার করে তারা ইসলাম
থেকে অনেক দূরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.