নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

দয়াল নবীজির জগতে শুভ আগমনের দিন ঈদে মিলাদুন্নবি সা হোক বিশ্ব মুসলিমের জন্য রহমতের সবাইকে শুভেচ্ছা

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

১২ই রবিউল আওয়াল , নবীজীর শুভাগমন জগতে





আনন্দ বয়ে যায় তামাম সৃষ্টি মাখলুখাতে ।

জীন ইন্সান আর ফেরেস্তারা

করে আনন্দ প্রকাশ ঝরে রহমতের বারীদ্বারা ।

আর যত বৃক্ষ লতা আকাশ বাতাস

তারি আগমনে করে আনন্দ প্রকাশ ।

সয়ং খোঁদা জানায় তার হাবিবের তরে ছালাম

তিনিই উম্মতের কাণ্ডারি নুর নবী হজরত মোহাম্মদ সা ।



ঈদে আযম ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম উদযাপন

উপলক্ষ্য বিশ্ব মুসলিমের তরে রহমতি সওগাত

সর্বশ্রেষ্ঠ ঈদ মোবারক

বাংলাদেশ আহলে ছুন্নতওয়াল এক্য

ও কবি সমাজ বাংলাদেশ ।



ঈদ মোবারক শুভেচ্ছা সবাইকে





পরিবেশ বন্ধু বলেছেন: শুভেচ্ছা ব্যতিত কমেন্ট নিষেধ

প্রশ্ন করুন না বুঝলে প্লিজ গালি দিবেন না ।





লেখক বলেছেন:

মরু জ্যুতি







কে এল ঐ মদিনায় আরবের মরু সাহারায়

বিশ্ব জগত জেগেছিল পুলকে তার রউশনায় ।

তার মধু বুলি অমিয় সুধায় মমিনের কানে কানে

শিশু ইসলাম ফুটে মহা জাগিতক আহবানে ।

শিশু নবী ধাত্রি মাতা হালিমার গৃহে এসে

মেষ পাল লয়ে ছুটিত মাটে রাখালের বেশে ।

তার পদ মোবারকের ছোঁয়ায় বনে ঝর্না দ্বারায়

কত ফুল নানা ফল সাজত বর্ণালী সজীবতায় ।

সব রাখালেরা তার পবিত্র বদন পানে তাকিয়ে

ভুলে যেত ক্ষুদ পিপাসা মমতার ডানা বাড়িয়ে ।

যদিও রুদ্র তাপে পুস্কা পড়ত সবার পায়ে

সারাটি দিন তার আদেশ মানিত মন জুগায়ে ।



মেষ মালিকেরা মাঝে মধ্য খুজিত হারানো মেষ

মরু জ্যুতি অবাক চাহিয়া কোথা বলে দিত সবিশেষ ।

আধার কাটিয়া নব ভোরে হইত দেখা প্রকৃতির সনে

যত মেষ পশু অগ্রে ছুটিত তার চরন দর্শনে ।

তার সনে মিতালি গড়িত কত পাখ পাখালির দল

আর রাখালেরা অবাক নয়নে দেখিত অবিরল ।

তার গমন পথে জমিন বিছায়ে দিত সবুজ গালিছা

আকাশের মেঘমালা দিত ছায়া কভু আবছা ।

ঘরে ফেরার এত দেরি দেখে সন্ধানে ছুটে দুধ ভাই

দেখে অচেনা মানুষ তারি বুকচিড়ে নিমিষেই নাই ।

ঘটনা বুঝে বুকেজরায় মা হালিমা নুরের জ্যুতি এক

শত আবেগে শত চুমুয় ভরিয়ে দেয় মুখ



নিশ্চই ক্ষুদ্রতি ব্যপার বক্ষে ফুটে শুধু রেখা

আসমান গগনে ভাসে চিন্য মোহাম্মাদ তাতে লেখা ।

বুঝে গেল ধাত্রি হালিমা পুন্য নয়ন ভরে

এই শিশু সাধারন নয় পবিত্রতা বদন জুড়ে ।

শান্তি র সুবাতাস বহে সেদিন থেকে মদিনায়

আমেনার কুলে কে এল ঐ ছালাম তার রওজায় ।

ইসলাম রবি নুর নবী হজরত এল দুনিয়ায়

শান্তি বয় সেদিন থেকে সব মুমিনের অন্তরায় ।



আরশ সৃষ্টি সমুদয় যত জানায় তারে তাজিমে ছালাম

তিনি আল্লাহর রাছুল হজরত মোহাম্মদ সা আ ছাল্লাম ।



মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট নিষেধ

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: না বুঝে যারা ইসলামকে নিয়ে মিথ্যা বুঝায় তারা আবুজাহেল সমতুল্য ।
আল্লামা রুমি রা
ফ্যাত্না বা বিভ্রান্তি হত্তার চাইতে জগন্য
কোরআন , সুরা বাকারার অংশ

আল্লাহ এবং তার রাছুলের কিতাব হিকমত যারা অনুসরন করবে নিঃসন্দেহে তারা জান্নাতি । আর যারা বিভ্রান্তি অগ্নিপুজক
তারা শয়তানের ছত্রছায়ায় ।
হজরত শাহজালাল ইয়েমেনি রা বলেন
********************************

খোদা ভি হায় রেজা জুয়ে মোহাম্মাদ
খোদা মিলতা হায় দরবারে মোহাম্মাদ

আল্লাহর প্রিয় দুস্ত দুজাহানের সরদার মোহাম্মাদ সা
আল্লাহকে তার দরবারে তালাশ কর ।

আল্লাহ আমাদের বুঝ ও সত্য হেদায়েত দিন আমিন ।


২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

নিশ্চুপ শরিফ বলেছেন: এ দেখি বিশাল জজ্ঞ মানুসের মাথা ভেঙ্গে কাঁঠাল খাবার জন্য। আজকে কতো ইনকাম হল?

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: বেদিন নাটক দেখ গান শুন
অতপর মন ভাল কর
এসব ভাল লাগবে কেন পড়েছ ধুকাবাজ , এই কি শিক্ষার অনুদান

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ব্লুম্যাজিক বলেছেন: নিশ্চুপ শরিফ বলেছেন: এ দেখি বিশাল জজ্ঞ মানুসের মাথা ভেঙ্গে কাঁঠাল খাবার জন্য। আজকে কতো ইনকাম হল? :D

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: চুপ হিন্দু

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সুলতানা১২ বলেছেন: নিশ্চুপ শরিফ@ আপনারা যখন রবীন্দ্রের জন্মবার্ষিকী পালন করেন তখন কয়টাকা পান?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্ট এদের অশালিন মডু কেন যে এদের ব্যান করেনা
এটাই রহস্য

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

শার্ক বলেছেন: this is bidah. can u show a single reference from hadith. i can prove this in a minute. main thing is the business.

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

শাহেদ চট্রগ্রাম বলেছেন: আমি বর্তমানে সুদানে আছি। এখানের স্থানীয়রা বড় আকারে নবীজীর জন্মদিন পালন করে ...

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: বলেছেন: সত্য বিষয়
আপনাকে শুভকামনা
অবুঝ বিধর্মীরা অহেতুক না বুঝে কমেন্ট করে বসে
আর অবুঝ ইসলামী বিষয়ে অজ্ঞ মুসলিম রা সমালোচনা করে
আল্লাহ সবাইকে জানা এবং বুঝার হেদায়েত দিন আমিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.