নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একুশে বার্তায় লেখা চাই , মাতৃভাষা ভিত্তিক শ্রেষ্ঠ ম্যাগাজিনে লেখা চাই

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

একুশে বার্তা

একুশে বার্তা ,বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক ম্যাগাজিন উদ্ঘাটন '' বাংলাদেশ জাতীয় সুচেনা সাহিত্য পরিষদ ।



পুন প্রকাশকাল ২০১২ ই ং ২১ শে ফেব্রুযারি

প্রথম প্রকাশ ২১/২।২০০২ ইং

২য় প্রকাশ ২০০৬ ইং ২১ শে ফে;

ঢাকা মিরপুর সেনানিবাস ১২

মাতৃভাষা , সাহিত্য লোক সংস্কৃতি , এবং সুস্থ পরিবেশ গঠনে , শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ শান্তির মহা বন্ধন

আমাদের এ প্রয়াস । বাঙ্গালী সুনাগরিক হলে আপনিও যোগ দিন ।

সম্পাদক

এম , জিল্লুর রহমান মাসুদ রানা ।

সংঘটন সহযোগী

বাংলাদেশ সুচনা সাহিত্য পরিষদ , ধরমপাশা , সুনামগঞ্জ , নেত্রকোনা ।

বিশ্ব সাহিত্য কেত্র ময়মন সিংহ ।

বন্ধুসভা লি, সিলেট

দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য জুট , বাদশা গঞ্জ

তারুন্যর হোলী সাহিত্য আসর ঢাকা বিশ্ববিদ্যালয় , সমাজ কল্যান এক্য ।

কবি সংসদ বাংলাদেশ , বাংলাবাজার ঢাকা ।

শিক্ষার সংগ্রাম জাতীয় ছাত্রদল , শাবি প্রবি সিলেট ।

আল ঈমান সুন্নি ইসলামী মুখপত্র শতর শ্রী , নেত্রকোনা ।

কৃষি ও লোকজ শিল্প উদয়ন , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মন সিংহ ।

জাতীয় ছাত্র সমাজ সাহিত্য অরুণোদয় রংপুর

আলোর মিছিল সাহিত্য ব্লগ মিডিয়া পরিষদ , মিরপুর ঢাকা ।

সেবা সাহিত্য আসর নবাব পুর ঢাকা ।

মালঞ্চ মুখপত্র , ধান মণ্ডি , ঢাকা ।

হাওড় উন্নয়ন , লং মার্চ জাতীয় খনিজ সম্পদ রক্ষা কমিটি , ভাঁটি বাংলা , সুনামগঞ্জ ।

সুমনা মুখপত্র সোবহান বাগ ঢাকা

নিউজ ফেয়ার গ্রুপ ঢাকা ১০০০ ।

বাংলার জাগরন সাহিত্য পরিষদ রাজশাহি

মুক্তির বার্তা সাহিত্য আসর , চত্রগ্রাম ।

ও সাম্রাজ্যবাদী সুমতে চল নাগরিক সমাজ সিলেট ঢাকা বাংলাদেশ ।



মহাসম্পাদকীয় আলোচনা

মানুষ যা লিছু সুন্দর তা গ্রহন করে , অজানাকে জানে পায় সিমাহীন আনন্দ ।বৈচিত্র্য পৃথিবীর বিশ্রিত আয়োজনে ফুটে শিল্প সত্তার সৃজনশীলতা / কিছু আবেগ অনুভুতি স্মৃতি চারন ভাষা ও কথার মালায় লেখনির মাধ্যমে

সৃষ্টি হয় ছন্দ, কবিতা , গল্প , নাটক , সাহিত্যর উৎপত্তি । ৫২র ২১ শে দিনটি আমাদের জাতীয় চেতনায় ইতিহা্‌স ঐতিহ্য সর্ব যুগে চিরস্বর্ণই থাকবে ।

৫০বছর সুবর্ণ শতক উপলক্ষে

বীর শহীদভাইদের স্মৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।

বাংলার লোক সংস্কৃতি , ভাষা , সাহিত্য সব আজ বিশ্ব সভায়

অটুট তাদের দুর্বার আত্যত্যাগে ।

২১শে দিনটি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত ।

আমাদের সাহিত্য ম্যাগাজিন উদ্ঘাটন সংশ্লিষ্ট সহযোগিতায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।

প্রচারে বাংলাদেশ জাতীয় সুচনা সাহিত্য পরিসদ

প্রকাশ সময় ২১/২/২০০২

সম্পাদক উদ্ঘাটন

এম জিল্লুর রহমান মাসুদ রানা

যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।





বাংলা মোদের মায়ের ভাষা একুশের স্মরণে



এম ,জি , আর , মাসুদ রানা







ফাগুন আসে রাঙা হয়ে

বাংলা মায়ের হৃদয় পানে

বাংলা ভাষার বোল ফুটে

বাঁশের বাঁশী পাখির গানে ।



বাউল সাধক বাংলা ভাষায়

সুরে সুরে মন মাতায়

কবির চেতনা এই ভাষাতে

কত রঙ্গিন কাব্য সাজায় ।



এই ভাষারও ধবনি তুলে

হাল ধরে মাটে চাষা

ছন্দ তালে মাঝির বৈঠা

নদীর বুকে ফুটায় ভাষা ।



এই ভাষা ছালাম রফিক , শফিউর

ঝব্বার , বরকতের রক্তে লেখা

আজ বিশ্ব বুকে বাংলা ভাষার

ফুটে বুলি মধু মাখা ।



ফুলে ফুলে ভ্রমর অলি

এই ভাষারই বার্তা আনে

তাইতো স্মৃতির মিনার সাজাই

বাংলা মায়ের প্রানে প্রানে ।





[email protected]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: এডমিনের নিকট সবিনয় আবদার
পোস্টি সটীকি করা চাই

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

পরিবেশ বন্ধু বলেছেন: একুশে বিষয় ভিত্তিক কমেন্ট ছাড়া কিছু লিখা যাবেনা

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ইখতামিন বলেছেন: কেমন আছেন?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল মোটা মুট খুব ব্যস্ত
শুভকামনা সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.