![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
একুশ আমার অহংকার
আসছে আমাদের আখাংকিত মাতৃভাষার চেতনার লড়াকু মাস
আনন্দের সাথে জানাচ্ছি যে পরিবেশ বন্ধু ব্লক থেকে
একুশের চেতনাকে জাগ্রত রাখার মানসে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস উপলক্ষে
বের হবে একুশে ম্যাগাজিন
একুশে বার্তা '' লেখা শুধু মাতৃভাষা দিবসের উপর ভিত্তি করে লিখতে হবে ।
ছড়া , কবিতা , প্রবন্ধ , একুশ সমচার , একুশের দলিল , একুশের
ফিচার , একুশের ছবি সম্বলিত যে কোণ চমক পদ লেখা
মনোনীত এবং প্রকাশ করা হবে ।
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ ই ফেব্রুয়ারি ২০১৩ ইং
সম্পাদক
একুশে বার্তা ,
পরিবেশ বন্ধু ব্লগ
যোগাযোগ ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
বাংলা মায়ের ভাষা একুশের স্মরণে
এম ,জি , আর , মাসুদ রানা
ফাগুন আসে রাঙা হয়ে
বাংলা মায়ের হৃদয় পানে
বাংলা ভাষার বোল ফুটে
বাঁশের বাঁশী পাখির গানে ।
বাউল সাধক বাংলা ভাষায়
সুরে সুরে মন মাতায়
কবির চেতনা এই ভাষাতে
কত রঙ্গিন কাব্য সাজায় ।
এই ভাষারও ধবনি তুলে
হাল ধরে মাটে চাষা
ছন্দ তালে মাঝির বৈঠা
নদীর বুকে ফুটায় ভাষা ।
এই ভাষা ছালাম রফিক , শফিউর
ঝব্বার , বরকতের রক্তে লেখা
আজ বিশ্ব বুকে বাংলা ভাষার
ফুটে বুলি মধু মাখা ।
ফুলে ফুলে ভ্রমর অলি
এই ভাষারই বার্তা আনে
তাইতো স্মৃতির মিনার সাজাই
বাংলা মায়ের প্রানে প্রানে ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন:
লেখা পাঠাবার সুবিধা
ইমেইল
[email protected]
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
জাকারিয়া মুবিন বলেছেন: লেখা পাঠাতে হবে কিভাবে?
একটা ইমেইল এড্রেস দিয়া দেন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: লেখা পাঠাবেন
ইমেইল
[email protected]
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
জাকারিয়া মুবিন বলেছেন: কবিতা পাঠাইলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বিবেচনা করা এবং অবিবেচনায় প্রাপ্তি শিকার
সাথে থাকুন , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কমেন্ট শ্রদ্ধার আসন
নতুনের দিক নিদর্শন
ভাল পরামর্শে বন্ধুর সখ্য
পরিহার করি এস মন্দ বাক্য