নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

আল্লাহর মহত্ত্ব এবং রাছুল সা এর রহমত







মহানবী হযরত মোহাম্মদ সা সাহাবিদের নিয়ে মদিনায় পরিখা

খননে ব্যস্ত , শত শত সাহাবি প্রানান্ত পরিশ্রমের মাধ্যমে মাটি

মাথায় বহন করে শক্ত বাধ নির্মাণ এবং মদিনাকে শত্রুদের হাত

থেকে রক্ষা করতে খাল খননে ব্যস্ত ।



নবীজীর প্রিয় সাহাবী লক্ষ্য করলেন নবীজীর পেটে পাথর বাধা ,

পেট মোবারক ইশদ কুঞ্জিত ।



সাহাবী নবীজীর শুকনো মুখ মোবারকলক্ষ্য করে বাড়ি চলে আসে



একমাত্র সম্ভল মেষ ছাগ জবাই করে স্ত্রীকে কিছু যব পিষে খামি

বানাতে তাগদা দেয় ।

নবীজীর কানে কানে দাওয়াত দেয় সাহাবী , নবীজী তাৎক্ষনিক

সব সাহাবাকে দাওয়াত দিতে তাগদা দেন ।



সাহাবী দাওয়াত দেন সবাইকে

যথা সময়ে দলবল লয়ে নবীজী ঐ সাহাবীর বাড়িতে উপস্থিত ।

আবুআইয়ুব আনসার রা এর স্ত্রী হতবাক , খাবার মাত্র ২/৩ জনের

আর লোক ৪ হাজারের অধিক হবে ।



নবীজী রান্না করা মাংস এবং খামির মধ্য কিছুটা থুথু মোবারক

মিশিয়ে দিয়ে পরিবেশন করতে বললেন ।



সাহাবী তাই করলেন এবং সমস্ত সাহাবিদের মধ্য বিতরন করার

পরও আরও খাবার বাড়টি রইল ।



এবার সাহাবীকে ডাকলেন দয়াল নবীজী তোমার ২ সন্তান কোথায়

ডেকে নিয়ে এস ।

সাহাবীর মৌনতা দেখে নবীজী কিছু আচ করতে পেরে ডাক দিলেন

হে নাতি ইব্রাহিম ও সাদি তোমরা এস

ঘরের কোনে চাদর দিয়ে ডাকা মৃত দুভাই জিন্দা হয়ে নবীজীর

পাশে চলে এল এবং জবাব দিল ।



ঘটনা ক্রমে দুভাই পিতার মেষ জবাই দেখে চুরি লয়ে পাশের জংগলে একেঅপরে , খেলাচ্ছলে জবাই করে বসে ।

অন্য ভাই ভয় পেয়ে ছাদ থেকে লাফিয়ে সেও মারা যায় , অথচ

কেমন সাহাবা ছিল শুধু নবীজীকে রাজি খুশি রাখার জন্য

এতবড় শোক ভুলে ছেলেদের লাশ চাদর দিয়ে ডেকে রেখেছিলেন



আল্লাহু আকবার / ছুবহান আল্লাহ বলুন



নবীজী দাওয়াত খেয়ে আবার পরিখার কাজে লেগে গেলেন তার

প্রিয় সমস্ত সাহাবাদের নিয়ে ।

আর আশ্চান্নিত হলেন অনেকেই ।



পরের দিন ১০০ শত নব্য সাহাবি কালমা পাট করেন ।

লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুররাছুলুল্লাহ ।



মুজেজা নবিজিরপ্রতি আল্লাহর মহত্ত্ব ।

হাদিস সংকলন থেকে ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: আর+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করা শিরক । তবে কাবা শরিফের
কাল পাথর নবীজীর হাতের স্পর্শে গুণান্বিত ।
নবীজীর বয়স মাত্র ১২ এমন সময় মকা বাসিগণ বিভিন্ন গুত্র একত্র
হয়ে কাবা সংস্কারে ম মনোনিবেশ করলেন , হাদিসে বর্ণীত এই পাথরে বসে আদম আ অযু বানাতেন , এবং ইব্রাহিম আ ও ইস্মাইল
আ এই পাথর টি কে অতি যত্নে কাবার পাশে সংরক্ষন করেন । এবং
মক্কা বাসিগন ও যুগ যুগ তা হেফাজত করছিলেন , কাবা সংস্কারের উদ্দ্যুগ নিলে এই পাথর যথাস্থানে বসিয়ে কারা পুন্যবান হবেন এই নিয়ে শুরু হয় ঝগড়া ।
এক বৃদ্ধ প্রস্তাব দিলেন আগামী কল্য সর্ব প্রথম যে কাবার ঘরে আসবে সে যাই সিদ্ধান্ত নেবে তাই আমরা মেনে নেব । সকলে তাই পরদিন যথাস্থানে উপস্থিত হলে নবীজীকে দেখতে পান ।
সবাই তখন নবীজীকে আল আমিন বা বিশ্বাসী হিসাবে ডাকত ।
নবীজী এক একজন গোত্র সরদার কে ডাকলেন এবং নিজে তার
চাদর ম্যাটিতে বিচিয়ে সহস্তে পাথরটি চাদরে রাখলেন এবং সব গোত্র পতিকে বললেন যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাই তাই করলেন , তিনি আবার সহস্তে ঐ কাবায় রাখলেন যা বর্তমানে
গোনাহগারদের জন্য মুল্যবান নেকি ।
আর নবীজী আল্লাহর আদেশ ব্যথিত কোন কিছু করতেন না এজন্য
সন্দেহ পোষণ করা টিক নয় ।
আল্লাহ আমাদের জানা ও বুঝার রহমত দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.