![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সারা বিশ্ব মুসলিমের জন্য অনেক রহমতের দিন মিলাদুন্নবি সা
আল্লাহ পাক তার জন্মের দিন নিজে অসংখ্য ফেরেস্তাগন কে নিয়ে
ঈদে মিলাদুন্নবি সা পালন করেছেন ।
কোরআন ,এবং স্মরণ কর যখন আল্লাহ নবীগণের নিকট থেকে
তাদের অংগিকার নিয়েছিলেন ,' আমি তোমাদের কে যে কিতাব ও
হিকমত প্রদান করব ,অতঃপর তাশ্রিফ আনবেন তোমাদের নিকট
রসুল , যিনি তোমাদের কিতাব সমুহের সত্যায়ন করবেন । তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপর ইমান আনবে এবং নিশ্চ্য় নিশ্চয়
তাকে সাহায্য করবে । তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে মানে নবীজীর জন্মদিন সম্পর্কে আমার গুরুদায়িত্ত গ্রহন করলে , সবাই আরজ করবে আমরা শিকার করলাম
তবে একে অপরের সাক্ষি থাক আমি নিজে মাবুদ তোমাদের সাহায্য কারি
সুরা ইম্রান আয়াত ৮১ /৮২ ।
লেখক বলেছেন: মিলাদ অন্যান্য নবীদের ছুন্নত
হে প্রতিপালক আমাদের এবং প্রেরন কর এমন এক রাছুল যিনি
তোমার আয়াত সমুহ বান্ধার নিকট পাঠ করবেন এবং পরিপক্ষ
কিতাবের অথবা কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদের কে
অতি পবিত্র করবেন । নিশ্চয় তুমি পরাক্রম শালি প্রজ্ঞাময় ।
সুরা বাকারা ১২৯ ।
সরন করুন যখন মারিয়ম তনয় ইশা বলল আমি তোমাদের প্রতি আল্লাহরই রসুল ' আমার পূর্বের কিতাব তাওরিতের সত্তায়ন কারি এবং ঐ সম্মানিত রসুলের বা মোহাম্মাদের সুসংবাদ দাতা হয়ে যিনি আমার পরে তাশ্রিফ আনবেন রহমত
ও মুজেজা স্বরূপ ভনডরা বলবে যাদু ।
সুরা সাফ আয়াত ৬
আল্লাহর অনুগ্রহ এবং রহমতের ব্যপারে বেশি করে আনন্দ প্রকাশ কর । কোরআন
মিলাদ ফেরেস্তাদের ছুন্নত
মেশকাত শরিফ , একাদশ জিলদে ৫৭০৩ এর ১২ ন্নগ হাদিস
নুবায়হা ইবনে অয়াহাব রা বলেন একদা হযরত কাব রা হয্রত
আয়েশা রা এর নিকট গেলেন , ।সেখানে রাছুল সা সম্পর্কে
আলোচনা হতে থাকলে কাব রা বললেন এমন কোন দিন অতিবাহিত হয়না যেদিন ভোরে ৭০ হাজার ফেরেস্তা আসমান হতে অবতরন করেন না এমনকি তারা রাছুল সা এর রওজা শরিফে পাখাকে বিচিয়ে দেন এবং আদব ও মর্যাদার সহিত দরুদ ও ছালাম ভেজে থাকেন , ভোরে ঐ দল আসর পর্যন্ত থাকে আসরে আরও নতুন ৭০ হাজার যোগদান করে এভাবে কিয়ামত পর্যন্ত তারা দরুদ ও ছালামে রত থাকবে । দারেমি
মিলাদ শরিফ সাহাবায়ে কেরামদের ছুন্নত
হজরত আবু দারদা হতে বর্ণীত
তিনি বলেন , আমি একদা রাছুল সা সহ হজরত আবু আমের আন্সারি রা এর গৃহে গমন করে দেখি তিনি তার পরিবার পরিজন নিয়ে ঈদে মিলাদুন্নবি সা পালন ও আলোচনায় রত ,। তা দেখে রাছুল সা অত্যান্ত খুশি হয়ে বললেন নিশ্চয় আল্লাহ তোমাকে আর সবাইকে ক্ষমা করবেন এবং অসংখ্য ফেরেস্তারা
আল্লাহ পাকের নিকট ক্ষমার জন্য সুপারিশ করবে ।
ইমাম জালালুদ্দিন ছুয়ুতি রা এর বিখ্যাত কিতাবসাবিলুল হুদা
ফি মাওলিদুল মুস্তফা
আল্লাহ বলেন
যদি তোমরা আমাকে সন্ধান লাভ করতে চাও সর্ব প্রথম আমার
রাছুল মোহাম্মদ কে ভালবাস , কোরআন সুরা ইমরান
আল্লাহ সঠিক ভাবে বুঝার হেদায়েত দিন আমিন ।
কোরআন হাদিস অস্বীকার কারির এবাদত আল্লাহর নিকট কবুল নয় ।
হযরত শাহ জালাল ইয়েমেনি রা
তার গ্রস্থ মস্তুফা ছরিত মউলুদে রহমত নুর নবী সা
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: উল্ল্যখ্য , হাদিস আনাস রা হইতে বর্ণীত রাছুল সা বলেছেন আমার
সাহাবা কেরামগন খুব উচ্ছ মর্যাদার , তাদের ঘোড়ার খুড়ের
পায়ের ধুলিকনার সমান পরবর্তী আলেম রা হবেনা ।
আর সেই সব সাহাবা গন ঈদে মিলাদুন্নবি সা পালন করেছেন , ছুবহান আল্লাহ আর বেঈমান অহাবির দল নব্য হাদিস নব্য ইলিয়াসি বানানো তাবলীগের দল সেই সাহাবাদের ছুন্নত কে অস্বীকার করে ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: নবীজীর সত্য হেদায়েত হাদিস বা তার পবিত্র বানিসমুহ লক্ষাধিকের উপরে , ৬ টি বিশিষ্ট
গ্রস্থ ,বোঁখা্রি , মুসলিম , তিরমিজি , আবুদাউদ , ইবনে মাজা ও
মেশকাত শরিফ এ বর্ণীত আপনি কি মুসলিম , আপনার কয়টি
জানা , আর না জেনে যারা সত্য কে অস্বীকার করে তারা ইসলাম
থেকে অনেক দূরে ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: : নবীজীর সত্য হেদায়েত হাদিস বা তার পবিত্র বানিসমুহ লক্ষাধিকের উপরে , ৬ টি বিশিষ্ট
গ্রস্থ ,বোঁখা্রি , মুসলিম , তিরমিজি , আবুদাউদ , ইবনে মাজা ও
মেশকাত শরিফ এ বর্ণীত আপনি কি মুসলিম , আপনার কয়টি
জানা , আর না জেনে যারা সত্য কে অস্বীকার করে তারা ইসলাম
থেকে অনেক দূরে ।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন্তব্য করার মতো যোগ্যতা নাই ভাইয়, জ্ঞানীদের উত্তর পাবেন আশা করি.।
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু পড়ার জন্য
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: যারা কোরআন হাদিস সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই তাদের কমেন্ট করা নিষেধ ।