নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

নবীজীর ইসলাম এবং কিয়ামত তথ্য ভবিষ্যৎ বানী

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নবীজীর ইসলাম ও কেয়ামত পূর্ব ভবিষ্যৎ বানী

আল্লামা ডঃ মোহাম্মদ মাসউদ মিয়া

গবেষক আরবি বিশ্ব বিদ্যালয় , শতর শ্রী / নেত্রকোনা ।









আশ্চর্য এমন কিছু দৈব ঘটবে মানুষ শংকিত হবে ।

পাপাচার বৃদ্ধি পাবে , পৃথিবীর বক্ষ থেকে ধন সম্পদ রত্নাদি বেরিয়ে

আসবে এবং লোভ চাঙ্গা হবে তা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করবে । বস্তুত দুনিয়াবি মোহে ঈমানকে বিকিয়ে পরস্পর ধ্বংসের

দিকে লিপ্ত হবে ।

মেশকাত ও বায়হকি

৪০ জন আলেম মিলে আর ৪০ জন আলেম কে পারস্পারিক তর্কে হারাবে , নারিরা সমাজে প্রাধান্য পাবে সব ক্ষেত্রে । যিনা ব্যাভিচার

বৃদ্ধি পাবে , মুলত আল্লাহুকে ভুলে গোমরাহির দিকে ছুটবে ।

জানিও সেই সময় টুকু অতিত জাহেল বা অন্ধকার যুগের চাইতেও

নিকৃষ্ট , ঐ সময় ইমানদারের সংখ্যা হবে খুব কম ।

এহুদি নাছারাদের বক্ষ হইতে দাজ্জালের জন্ম হইবে ।

এবং আচানক ক্ষমতার অধিকারি হইবে । পৃথিবীর বহুলাংশ মানুষ তার অনুসারি হইবে । বস্তুত এক হাতে চন্ত্র আর অন্য হাতে সূর্য উদিত হইবে এবং তার আকৃতি হইবে এক চক্ষু বিশিষ্ট

মুলত তার দিকে যারা অগ্রসর হইবে তারাই জাহান্নামি ।

তার অত্যাচার যুলুমে তামাম দুনিয়ায় বিশ্রিংখলা ও হত্তা কাণ্ড ঘটবে । এত লাছ পচবে বাতাস বিষাক্ত হয়ে পশু পাখি নিশ্চিহ্ন হতে থাকবে । আল্লাহর নির্দেশিত মহা মানব ইমাম মেহেদির

আগমন হবে , তিনি এদন পাহাড়ে অবস্থান নিবে ঐ সময় তার

সংবাদ শুনে পাহাড় বা বরফের চাইয়ের উপর হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় তার হাত ধরবে । নিশ্চয় তিনি আল্লাহর প্রতিনিধি

তার ছুরত হবে গৌড় বর্ণ ইউছুফ আ এর মত সুন্দর , সাথে থাকবে মুসা আ,এর লাটি , ইশা আ, এর কেশ আদম আ,এর নমুনা এবং হজরত মোহাম্মদ সা এর আদর্শ । পাহাড়ে উদয় হয়ে

এমন এক তাজাল্লা চাওয়া দিবে সাথে সাথে দুনিয়াবি বিজ্ঞানিকের মারনাস্র সব ধংশ হয়ে যাবে । মক্কার কানায়ে কাবার

পশ্চাদ দেশ হতে ইশা আ, চতুর্থ আকাশ থেকে নেমে আসবে

এবং বহুসংখ্যক মুসলিম নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে ।

ইমাম মেহেদির আদেশে ইশা আ দাজ্জাল কে ধরে এক আছাড়ে

পাথরের মধ্য ফেলে ধংশ করে দেবে । তামাম দুনিয়ার যারা থাকবে সবাই ইমাম মেহেদি ও ইশা আ এর নিকট তওবা করে নিবে । ইশা আ ৪০ বছর রাজত্ত করবে এবং স্বাভাবিক মৃত্যু বরন

করবে । নবীজীর রওজা মোবারকের পার্শে তাকে দাফন করা হবে । ইমাম মেহেদি আ এর কি হবে তা হাদিস শরিফে স্পষ্ট উল্লেখ নাই । আমাকে প্রকৃত তাৎপর্য জানতে শিহা সিত্তাহ ও কোরআনের তরজমা ঘাটতে হল ।





শেষ বিচার





সয়ং ইসলাম নুর নবী হযরত

সয়ং ইমান নুর নবী হজরত

তার মাধ্যমে মহান প্রভুর পরিচয়

আমরা তারি শ্রেষ্ঠ উম্মত



যত নবী রাছুল তারি উম্মত হওয়ার

দোয়া চাহে দরাবারে আল্লাহর

আমরা তারি রহমতের দরিয়ায়

পথের দিশা পাই অজানার



কবর , হাসর , মিজান পুলছিরাতে

তিনি শাফায়াত হবে উম্মতে

কর্ম ফলের আমলনামায় যা

সয়ং খোদা টানিবে সঠিক সঠিক বিচার



কোরআন হাদিস ভিত্তিক পরিপূর্ণ জ্ঞান না থাকলে আলোচনা নিষেধ , বুঝার জন্য ভদ্র ভাবে প্রশ্ন করুন উত্তর মিলবে ।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

শার্ক বলেছেন: who told u isha pbuh will come as a prophet. hadith always mentioned he will be coming as a follower of prophet pbuh.

i see u have started misguiding people with another nick.

even no one can assure that your pir will go to jannah and so u.

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মত প্রকাশের জন্য , আপনি কি বাংলা বুঝেন /যদি বুঝেন তাহলে বাংলার কমেন্ট করুন অনেকের উত্তর লিখতে অসুবিধা
হয় ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: প্লিজ কোন দেশের পরিচয় দেবেন
শুভকামনা

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: মোহাম্মদ সা এর সাথে ইশা আ এর তুলনা করা কাদিয়ান দের অতিমত ।


আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । এবং হজরত মোহাম্মদ সা আল্লাহর একমাত্র প্রেরিত পুরুষ । কোন সন্দেহর অবকাশ মাত্র
নাই । কোরআন কারিমএর আয়াত , অয়ামা আরছাল নাকা ইল্লা
রাহ মাতাল্লিল আলামিন অর্থ আপনাকে /মহাম্মদ কে / সমগ্র জাহানের রহমত সরূপ প্রেরন করা হইয়াছে ।

এখানে কাদিয়ানদের মত ঈশা আ কিয়ামতের পূর্বে শেষ নবী হয়ে
দুনিয়ায় আসবেন । কত তুকু সত্য /মিথ্যা আসুন জানি ।

ঘটনা ঈশা আ এর সময় / বিস্তারিত তাফছিরুল কোরআন আল্লামা
মাওলানা রুম রা হইতে ।

একদা ঈশা আ আল্লাহর হুকুমে মৃত কে জিন্দা করলেন এবং নানা
বিষয়াদি নিয়ে আলোচনা করে আবার মৃত কে অদৃশ্য করে দিলেন । বহু লোক সাক্ষি তারা ঈশা আ এর উচ্ছ প্রশংসা করলে
, তিনি মনে মনে গর্ব বোধ করতে লাগলেন । ঈশা আ কে মহান
আল্লাহ পাক ধমক দিলেন হে ঈশা নিজেকে নিয়ে অহংকার পরিত্যগ কর এবং সাগরে লাটি নিক্ষেপ কর , তাই করলেন ।
সাগর ভাগ হয়ে রাস্তা দেখা দিল । তিনি হাঁটতে লাগলেন সম্মুখে
পড়ল একটা পাথর । আল্লাহ নির্দেশ দিলেন পাথরে আঘাত কর ।
আঘাত করলে তা ফেটে গেল , দেখতে পেলেন তার ভিতরে
এক জঈফ বৃদ্ধ তসবি লয়ে আল্লাহর জিকিরে মসগুল । হে আল্লাহ নিশ্চয় ঐ ব্যক্তি আমি ঈশার চাইতেও বুজুর্গ । হে বৃদ্ধ
কতদিন পাথরের ভিতরে জিকিরে মসগুল । সটীক জানিনা
তবে শিষ নবীকে আমি দেখেছি , হিসাব অনুযায়ি হাজার হাজার
বছর । ঈশা আ সুধালেন নিশ্চয় আমার চাইতে আপনার বুজুর্গি
আল্লাহর নিকট প্রিয় । বৃদ্ধ উত্তর দিলেন না আখেরি যামানায় যে
নবী আসবে তার উম্মতের একটা রাতের এবাদতের কামাই আমার এখন ও হয়নি । কে সে । তিনি আল্লাহর দুস্ত মোহাম্মদ সা । সাথে সাথে ঈশা আ আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন
ওগো মাবুদ তুমি আমাকে নবী না বানিয়ে যদি আখেরি যামানার
নবীর উম্মত বানাইতা বড় খুশি হইতাম ।

আল্লাহ পাক ঈশা আ এর দোয়া কবুল করেছিলেন , এবং জিন্দা
তাকে আসমানে রেখে দিলেন এবং কিয়ামতের পূর্বে তার
উম্মত হয়ে দুনিয়ায় আসবে ।

আল্লাহর আরেক প্রতিনিধি ইমাম মেহেদি আ আসবেন ,দাজ্জালের জন্ম হবে । দাজ্জাল ফেত্না ফাসাদ করে দুনিয়া দখল
করবে , ইমাম মেহেদির আদেশে ঈশা আ দাজ্জাল কে ধ্বংস করবে । এবং তিনি সংসার ধর্ম পালন শেষে আবার মৃত্যু বরন
করবে এবং নবীজীর রওজার পাশেই দাফন কাফন হবে ।

এবার আর কোন কথা থাকতে পারেনা । আল্লাহ আমাদের দয়াল
নবীর উম্মত হিসাবে হেদায়েত ও রহমত দিন আমিন ।


২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ঈমানের প্রদীপ
কবিতা গুচ্ছ

রচনা , এম, জি , আর মাসুদ রানা

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ কে চেনা

হে মানব কিসের লাগি হয়ে বিভাগি
নিজ মনে অনুক্ষন দাও যাতনা
সহসা তারে ভুলে
ভুল পথে যাও চলে
নহে চিন তারে সেই বিধাতারে
যার নিকট চাইতে জানলে পুড়ায় বাসনা ।

তোমাতে অভাব কত
যে দিকেই তাকাও
সাধ্য কি , যাই চাহে এ হৃদয়
তা কি যথেচ্ছা পাও
আকাশের দিকে দেখ দৃষ্টি হেনে
ব্যর্থ ক্লান্ত হয়ে তাই বারে বারে
ফিরিবে নিমিষে
তোমারই তরে

তাই চিত্ত বিধাতার পানে রাখ এক মনে
ফলিবে সুফল কত
রহমতে অবিরত
আকুল হৃদয় খুলে চাইতে যে জানে ।


এম জি আর মাসুদ রানা
কবি / সাহিত্যিক / ও গবেষক ।





প্রভুর সত্য বিচার


বিচারের ভার লয়ে
বসে রয় কারা ভয়ে
ন্যায় বিচারের লাগি জান্নাত উপহার
যে বিচার অন্যায়
পাপাচারে উল্টে যায়
জগত বিচারকের নিকট ক্ষমা নাই তার ।

মুহূর্ত মাঝে যা কিছু ঘটে
সব লিখা হয় এই লগ্ন তটে
অনু পরিমান যত ভাল মন্দ
চিন্তা চেতনা আর লোভ আনন্দ
জমা রবে খোদার মহান জিজ্ঞাসায়
সেই দিন ভুলে
আনমনা হলে
শুন্য ফল ধরবে লাভের খাতায় ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: মরু জ্যুতি



কে এল ঐ মদিনায় আরবের মরু সাহারায়
বিশ্ব জগত জেগেছিল পুলকে তার রউশনায় ।
তার মধু বুলি অমিয় সুধায় মমিনের কানে কানে
শিশু ইসলাম ফুটে মহা জাগিতক আহবানে ।
শিশু নবী ধাত্রি মাতা হালিমার গৃহে এসে
মেষ পাল লয়ে ছুটিত মাটে রাখালের বেশে ।
তার পদ মোবারকের ছোঁয়ায় বনে ঝর্না দ্বারায়
কত ফুল নানা ফল সাজত বর্ণালী সজীবতায় ।
সব রাখালেরা তার পবিত্র বদন পানে তাকিয়ে
ভুলে যেত ক্ষুদ পিপাসা মমতার ডানা বাড়িয়ে ।
যদিও রুদ্র তাপে পুস্কা পড়ত সবার পায়ে
সারাটি দিন তার আদেশ মানিত মন জুগায়ে ।

মেষ মালিকেরা মাঝে মধ্য খুজিত হারানো মেষ
মরু জ্যুতি অবাক চাহিয়া কোথা বলে দিত সবিশেষ ।
আধার কাটিয়া নব ভোরে হইত দেখা প্রকৃতির সনে
যত মেষ পশু অগ্রে ছুটিত তার চরন দর্শনে ।
তার সনে মিতালি গড়িত কত পাখ পাখালির দল
আর রাখালেরা অবাক নয়নে দেখিত অবিরল ।
তার গমন পথে জমিন বিছায়ে দিত সবুজ গালিছা
আকাশের মেঘমালা দিত ছায়া কভু আবছা ।
ঘরে ফেরার এত দেরি দেখে সন্ধানে ছুটে দুধ ভাই
দেখে অচেনা মানুষ তারি বুকচিড়ে নিমিষেই নাই ।
ঘটনা বুঝে বুকেজরায় মা হালিমা নুরের জ্যুতি এক
শত আবেগে শত চুমুয় ভরিয়ে দেয় মুখ

নিশ্চই ক্ষুদ্রতি ব্যপার বক্ষে ফুটে শুধু রেখা
আসমান গগনে ভাসে চিন্য মোহাম্মাদ তাতে লেখা ।
বুঝে গেল ধাত্রি হালিমা পুন্য নয়ন ভরে
এই শিশু সাধারন নয় পবিত্রতা বদন জুড়ে ।
শান্তি র সুবাতাস বহে সেদিন থেকে মদিনায়
আমেনার কুলে কে এল ঐ ছালাম তার রওজায় ।
ইসলাম রবি নুর নবী হজরত এল দুনিয়ায়
শান্তি বয় সেদিন থেকে সব মুমিনের অন্তরায় ।

আরশ সৃষ্টি সমুদয় যত জানায় তারে তাজিমে ছালাম
তিনি আল্লাহর রাছুল হজরত মোহাম্মদ সা আ ছাল্লাম ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: রহমতি সওগাত
শুভ আগমন জগতে হে উম্মতের কাণ্ডার
নুর নবী হজরত মোহাম্মদ সা দুজাহান কা সরদার
দাও মোদেরে রহমত আর শাশ্বত কল্যান
দেখাও সেই পথ যে পথে খোদার বেহেস্তি বাগান ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

পরিবেশ বন্ধু বলেছেন: আনন্দ বয়ে যায় তামাম সৃষ্টি মাখলুখাতে ।
জীন ইন্সান আর ফেরেস্তারা
করে আনন্দ প্রকাশ ঝরে রহমতের বারীদ্বারা ।
আর যত বৃক্ষ লতা আকাশ বাতাস
তারি আগমনে করে আনন্দ প্রকাশ ।
সয়ং খোঁদা জানায় তার হাবিবের তরে ছালাম
তিনিই উম্মতের কাণ্ডারি নুর নবী হজরত মোহাম্মদ সা ।

ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম উদযাপন
উপলক্ষ্য বিশ্ব মুসলিমের তরে রহমতি সওগাত

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাবনা মনে

মাসুদ রানা


হে প্রিয়জন বাধ এ মন
জগত এক দৃশ্য ছবি
শেষ নাই আত্তার গমন
ভাবুক সাজে এ কবি ।

তারি লিলা অনন্ত মেলা
মোরা যে তারি বান্ধা
মানুষ নামের সেরা ভেলা
বুঝি ঘনায়ে জীবন সন্ধা ।

তারি দয়ায় আহার নিদ্রা
তারি দয়ায় এ বাঁচা
তারি নিকট যেতে হবে
ভাঙ্গবে যখন খাঁচা ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: শিখি তাই দিবানিশি খোদার মহত্ত্ব
চলি সেই পথে যে কোরআন সত্য ।
সবি সম্ভব যদি মিলে তারি রত্ন জ্ঞান
চেনা হবে অজানারে হয়ে পূর্ণবান ।

তাতে রয় বিদ্যার মহা জগত বিশ্ব কুশ
রহমত মিলে সদা পড়লে দিলে রেখে হুস ।


আল্লাহুকে ও রাছুলের পরিচয় জানি
মুছে দেয় এ কোরআন হৃদয়ের গ্লানি ।
দুনিয়া ও আখেরাতে
এস চলি ন্যায় রথে
দাও হে পথের দিশা যেন তোমারে চিনি

আল্লাহর রহস্য


আল্লাহকে বুঝতে শিখ
বিশাল এ দুনিয়ায়
তিনি স্রস্টা যত সৃষ্টির প্রানে
সব রহস্য আবিস্কার হয় ।
কিন্তু সামান্য জীবেরে সে ছাড়া
দিতে পারেনা জান
দেখ ভেবে নিরবে হে মানব
আল্লাহ কত মহান।
তারি ক্ষুত্রত যা খেয়ে বাচা ]
অথবা পানি ,প্রান সঞ্জীবনী বাতাস
]ফলাতে পারে কেহ
শুধু ছাড়ে দীর্ঘশ্বাস ।
প্রানেরে কেহ আটকাতে পারে
যে আবিস্কারক সে নিজেই যায় মরে ।
এই বাচা মরা
জগতের সাড়া
সবি তার দয়ায়
না বুঝলে সহজে
মানুষ সে নয় ?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: মৃত্যু কাব্য


হে মানব মৃত্যুর স্বাদ
নহে বিষাদ
মরনের আগে দেখ
একবার মরে
তাদের জীবন ধন্য সর্ব সত্ত্বায়
দুনিয়া ও আখেরাতের তরে ।

যার নিকট থেকে
সাজানো জীবন
যার দয়ার
উপহার রাঙ্গা এ ভুবন
তার লাগি মোর অন্তর
দিবাযামি কোরবান
তারি ছত্র ছায়ায় যদি বাচা মরা
তারি অনুগ্রহে কেন তব রাখ দুর্বল ঈমান ।

সব ভুলে তার খেয়ালে
মজে দেখ একবার
মৃত্যুর মত তারে পাবে দিলে
যখন বুঝিবে সে ছাড়া মোর সাথি কেহ নাই আর ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সোনার মানুষ চেনা



চেনা সাথি সঙ্গে লইয়া পরপারে যাওরে মনা
যেজন হইবে মুর্শিদ মাওলা তারে আগে চিননা ঐ
মুর্শিদ হয় অমুল্য রতন
মনি মানিক্য কাঞ্চন
ওরে যেজন চিনে লয় আপন
তার হারাবার ভয় থাকেনা ঐ
মুর্শিদ হাটে খোদা মিলে
দিলে ঈমানের বাতি জ্বলে
যেন নায়েবে রাছুল মুর্শিদ হলে
অহে তাজিমে ঝরবে গোনা ঐ ।
ভাবুকে কয় মুর্শিদ কাবা
দয়াল নবী কাবার কাবা
ওরে করে দেখ মুর্শিদের সেবা
মিলবে দুনিয়া ও আখেরাতের সওদা খানা ঐ ।

সত্য সাধক একজন মিললে চরন বন্ধি হইও তার
মুর্শিদ ছাড়া খোদা পাবে সাধ্য বা রয় কার
মুর্শিদ আমার দয়ার ভাণ্ডার
জগতে নাম হয় প্রচার
বাতিনি তার প্রেমের কারবার
নুরে নুরে চেহারায়ে আনোয়ার ঐ
মুর্শিদ আমার হয় বড়পীর
পিরানে পীর ও দস্তগির
রুহের রূহানী জিন্দা শীর
আউলিয়া শিরমনি প্রচার ঐ
মুর্শিদ আমার শাহ জালাল
ইসলামের ও ধরিল হাল
ভারত বাংলায় ওরে নিশান
কত কেরামতি প্রকাশ তার ঐ
মুর্শিদ আমার নায়েবে রাছুল
দিলে ফুটে ঈমানের ফুল
পার হইতে দুজাহা কুল
ভক্ত সাজ আগে তার ঐ


মানব জনম লইলে ভবে মানুষ হওয়া সুজা নয়
মুর্শিদ বানায় সোনার মানুষ আগে লও তার পরিচয় ।
মুর্শিদ আমার দয়াল নবী
মুমিনেরও ধ্যানের ছবি
দেখলে ছবি মজনু হবি
তার নুরেরও বারী দ্বারায় ঐ
আল্লাহু যাকে সৃজন করে
ডাকে মুহাম্মাদ নাম মধুর সুরে
ত্রিভুবন বানাইল তার খাতিরে
নবীজীর নুরের রউশনায় ঐ ।
খাটি মানুষ নবীর পাগল
খাওনা সে ঈমানের জল
ফুটিলে সে প্রেমেরও ফল
মুর্শিদ মিলে দিল কাবায় ঐ ।
ভাবুকমাসউদ কয় নজর করে
সওদা কর মুর্শিদ বাজারে
নায়েবে রাছুলের চরন ধরে
হায় সোনার মানুষ হওয়া যায় ঐ



২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন:
দর্শন নবীজীর গুঁড় রহস্য


তুমি আদিতে নিরাকার হে রহমতের ভাণ্ডার
আকার লইলে আসি মানব বেশে
মোহাম্মাদ নামে অবশেষে

ক্ষুত্রতে কামিলে ঝিন্নুকেতে তুমি ছিলে
ডিম্ভ ফুটাইয়া ত্রিভুবন জুড়িয়া সৃষ্টি সমূদয় প্রকাশিলে
সেই নুর উজ্জ্বল হয়ে ভাসে ।

ফেরেস্তাদের ছুরতে তাদের শিক্ষা দিলে
আরশে মহল্লায় আল্লাহর ক্ষুত্রতি পায়ে সেজদা দিলে
লৌহ কলম ৮০ হাজার আলম হাসে ।

শাজ্রাতুলে ক্ষিন ডালে ময়ুর রূপে ছিলে
আল্লাহর ক্ষুত্রতে তোমার নুর থেকে সব রুহ স্রিজিলে
রুহ সব জানায় ছালাম উল্লাসে ।

বানায় খোদা আদম ছবি ফেসানিতে দিল নুরে মোহাম্মাদই
আদম থেকে ক্রমে নুর পৌঁছল এসে কপালে আব্দুল্লাহর
মা আমেনার কুলে নুরের চাঁদ হাসে

উম্মতি তরাইতে আসিলেন নেমে মক্কাতে
দূর হইল পাপ তাপ তার নুরে ঝলকেতে
করিলেন প্রচার ইসলাম তামাম দুনিয়ায় এসে ।

দার্শনিক মন্তব্য ম মাসউদ মিয়া শাহি

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: * শাহ্‌ জালাল রাঃ * এম,জি,র, মাসুদ রানা
ঈমানের প্রদীপ জ্বালালে বাংলাদেশে আসিয়া
ওহে শাহজালাল আউলিয়া ।
সিলেটে আসিলে তুমি ওহে প্রেমিক মাওলাজি
তোমার নামে জগত উজ্জল দেখালে কি কারসাজি
সুরমা নদী দিলায় পাড়ি জায়নামাজ বিছাইয়া।
সারা বাংলা আলোকিত পাইয়া তোমার পরশ
ধংশ হল রাজা গোঁড় গোবিন্দর খ্যাতি যশ
শয়তানের মূর্তি পায় পড়িল তোমার মধুর আযান শুনিয়া ।
কেরামত দেখালে কত সঙ্গী ছিল ৩৬০ সাহাবী
কবুতর বাতাস দিত দেখত রহমতের ছবি
কত বেদীনকে পড়ালে কলমা ইসলামের নিশান উড়াইয়া ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ১। যার নাম জপিলে শান্তি মিলে পুড়ায় মনের বাসনা
জপ নাম মোহাম্মাদ রাছুল ভেজ ছালাম মদিনা
তার নুরে জমাইয়া বাজার
গড়িলেন সাই ভুবন মাঝার
নবীজী রহমতের ভাণ্ডার
পড়লে দরুদ ঝরে গোনা ঐ
তিনি আশেকের জানেরও জান
সৃষ্টি কুলের মুল ঈমান
নুরে রৌশন তামাম জাহান
তার দুস্ত খোদে রাব্বানা ঐ
প্রেম দরিয়ায় দিয়া সাতার
যে পায় নবীজীর দিদার
মাসুদ কয় তার চাইবাকি আর
তার ছুন্নাত মান অহে মমিনা ঐ

2। আমি যাব মদিনায় ২ বার
দয়া দাও হে ওগো দয়াল নবী মস্তুফায়
ঐ মদিনার ধুলিকনা
খাঁটি সোনার চাইতে সোনা
অঙ্গে মাখলে ঝরে গোনা
তার রহমতের ছোঁয়ায় ঐ
কাবা ঐ কাল পাথর
পবিত্র করে মমিনের অন্তর
নবীজির স্পর্শে এই পাথর
হল রহমত মমিনায় ঐ
মস্তান মাসুদ কেঁদে বলে
যদি দয়াল নবীজির দিদার পাইলে
রাখতাম চরন মোবারক মাথায় তুলে তব সর্বদায় ঐ






৩। ও দয়াল নবীজী আমি তোমার দয়ার ভিখারি
শাফায়াতের নায়ে আমায় নিও তুলে পার করি
মওতের আজাব ভিসমময় এই না নিধান কালে
দিদার দিও ওগো দয়াল রহমতের প্রদীপ জ্বেলে
মরন জ্বালা যাব ভুলে মধুরও নামটি স্মরি ঐ
কবর হাসর মিজান পুলছেরায় নাইরে সেথা কুল
এই নিধানে নবীজী তরাইবে উম্মতের ও কুল
সেথা দেখব ছবি নুরের রবি দুনয়ন ও ভরি ঐ

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: খোদার শান * এম,জি,র,মাসুদরানা
ভব মাঝে রঙ্গিলা সাই জমাইলা এই যে বাজার
বুঝিতে তোমার লিলা কিবা রয় সাধ্য আমার।
কত রঙের লীলা খেলা
বানাইলা এই যে ভেলা
সমুদয় সৃষ্টি যত সবি তোমার তাবেদার।
তুমি ভাঙ্গ তুমি ঘড়
রঙ বেরঙে কি সুন্দর
জীবেতে দয়াময় কি কুশলে করাও আহার ।
মানবেরে সেরা তুলে
সত্যমিথ্যার পন্থ দিলে
জানি স্বর্গ নরক কর্ম ফলে ক্ষুদ্রতে কর বিচার ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: অলি আউলিয়া গনের পবিত্র মাজার
মোঃ মাসুদ মিয়া

আল্লাহর বন্ধুগন অতি পবিত্র তাদের শান
যেন মিলে দুনিয়া ও আখেরাতের মুক্তির সন্ধান ।
অতি মহৎ চরিত্র মাধুর্য শান্তির আলোকবর্তিকা লয়ে
যুগে যুগে মানবের কল্যাণে নিবেদিত প্রান গেল বিলিয়ে ।
অমর অক্ষয় রয় তারা বিশ্বাসীদের মাঝে
খোদার রহমত চাও উছিলা তালাশ কর তাদের কাছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: *************************
কবিতা

নুর নবী হযরত ঈমানের জ্যোতি
এম, জি, আর , মাসুদ রানা
কবি / সাহিত্যিক ।

চিনতে হবে ঈমান রত্ন
রাখ দিলে অতি যত্ন
তিনিই খোদার সেরা নেয়ামত
মোহাম্মদ সা নুর নবী হজরত ।
তারি রহমত সকল সৃজন
কুল মাখলুখাত নুরে রৌশন
তিনি খোদার প্রিয় হাবিব
আমরা শ্রেষ্ঠ তার উম্মত ।
ইসলামের সওদা লয়ে
জগত মাঝে দিক চিনায়ে
কোরআনেরও বানী দিল
পাইতে পুন্য পথ ।
এস সবে তারি প্রেমে
জানাই দরুদ ছালাম তাজিমে
ঐ মদিনায় মন ফেরাই
তিনিই সব উম্মতের শাফায়াত ।
হে দয়াময় বারী তায়ালা
দাও সে দয়ার ঈমান নুরেলা
তিনিই আসল কাবা কেবলা
নুরী কালমার জান্নাতি সওগাত ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: শেষ বিচার


সয়ং ইসলাম নুর নবী হযরত
সয়ং ইমান নুর নবী হজরত
তার মাধ্যমে মহান প্রভুর পরিচয়
আমরা তারি শ্রেষ্ঠ উম্মত

যত নবী রাছুল তারি উম্মত হওয়ার
দোয়া চাহে দরাবারে আল্লাহর
আমরা তারি রহমতের দরিয়ায়
পথের দিশা পাই অজানার

কবর , হাসর , মিজান পুলছিরাতে
তিনি শাফায়াত হবে উম্মতে
কর্ম ফলের আমলনামায় যা
সয়ং খোদা টানিবে সঠিক সঠিক বিচার

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

হুমায়ুন তোরাব বলেছেন: hadis manen na abar hadiser gan dao kenO go,vondo..

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: soyong nobijir bani hadis zara kom ggani prokrito orth bujhena
tarai bivranti sristi kore .
koran bujhte hadis kitab portei hobe
ar hadis songkhya ek lakher upore etoeb na jene mithya tothy
sonnibeshit kora gonah
thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.