নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

একুশে বার্তা সম্পাদকীয় / শহীদ স্মরণে অনন্ত শ্রদ্ধা ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

একুশ আমার চেতনা / একুশ আমার অহংকার

বিশ্ব বুকে মাতৃভাষার ফুটে বুলি মুখে সবার



একুশে সম্পাদকীয় বার্তা

**************

আমার মুখে অ আ ১,২

প্রথম বুলি শেখা

বীর শহীদ ভাইদের

বুকের রক্তে লেখা



এই বাংলাদেশ ছিল একদিন সোনায় সোনায় ভরপুর ।

ছিল ঐতিহ্য সমৃদ্ধি

লোক সংস্কৃতি পরিপূর্ণ , বিশ্বের তীর্থ ভুমি । আজ সময়ের বিবর্তনে সব বিলিন ।

এখন কি দেখি ? দুর্নীতি , দুঃশাসন , অর্থনৈতিক অবক্ষয় , ক্ষুধা দারিদ্রের এক করুন চিত্র ।

@ ৫২ র একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনায় , ইতিহাস , ঐতিহ্য , চির দিনের জন্য স্মরণীয় /বরণীয় ।



বাংলার সমস্ত অস্তিত্ত আজ বিশ্ব মাঝে অটুট তাদের দুর্বার আত্তত্যগে , যারা বাংলা ভাষাকে , মায়ের ভাষাকে , বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেল প্রান , স্মরিতাদের গভীর শ্রদ্ধায়

** এই ভাষা ছালাম রফিক , শফিউর

ঝব্বার , বরকতের রক্তে লেখা

আজ বিশ্ব বুকে বাংলা ভাষার

ফুটে বুলি মধু মাখা ।



তাদের দুর্বার চেতনায় আজ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা

দিবস হিসাবে স্বীকৃত । সেই মহান বীর শহীদানদের আত্মার প্রতি

জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী ।



সমাজ পরিবর্তন , বিবর্তন নারকীয় মুহূর্তের , বড় পরিতাপের বিষয়

প্রতিদিন কি দেখি , পত্র পত্রিকা , দূরদর্শনে , হত্তা , আশান্ত উগ্র ক্ষমতা দখলের ঘৃণ্য রাজনীতি , দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ , অসভ্যতার নারকীয় কাণ্ড খারকানা । একদলের বিপদ গামী বর্বরতায় সমাজ কুলুষিত আর একদল যারা সুন্দর পরিবেশে নির্মল বায়ুতে বেচে থাকার স্বপ্ন দেখে তারা আজ ওদের নিকট জিম্মি ।



গণতন্ত্রের মোড়কে জনসেবার নামে যাদের নিত্য রাজকীয় উদ্যুগ

তারাই লুটে গরীবের প্রাপ্য সম্পদ ।



একদল ক্ষমতার অন্ধে সমাজ ও মানুষের করে ক্ষতি সাধন

আর নিরীহ , অসহায় জাতী মরে ধুকে ধুকে নিয়তির নির্মম নিষ্পেষণে ।



যে জাতী একজন ভাল লেখক কে , ভাল শিক্ষক কে , ভাল প্রতিভার

অধিকারি কে মর্যাদা দিতে জানেনা , সে জাতী কখনই স্বাধীন সুসভ্য দাবিদার নয় ।



হে জাতী সময়ে এস ওইসব বাধা বিপত্তি কুহকের অন্ধকার পরিহারে / সত্যর আওয়াজ তুলে

এস ভ্রান্তি পদ ধলে আলোর এ মিছিলে ।



আমার হৃদয়ের মাতৃভাষা সবার হৃদয়ে ফুল হয়ে ফুটুক

একুশের চেতনায় উদ্ভুদ্য হোক নব সমাজ গৌরবে বিশ্ব লোকে মাথা তুলে ।

শুভেচ্ছা সংশ্লিষ্ট সবাইকে , লক্ষ বছর জাগ্রত থাক আমার এ

হৃদয়ের বাংলাদেশ ।

একুশে বার্তা ''

সম্পাদক

ডঃ মোহাম্মদ মাসউদ মিয়া

মিরপুর ঢাকা , ১২১৬





বি ;দ্র ; একুশে ম্যাগাজিন একুশে বার্তা লেখা চাই

লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১০ই ফেব্রুযারি

একুশে বিষয় ভিত্তিক যে কোন লেখা সংকলিত হবে ।







***********

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কমেন্ট শ্রদ্ধার আসন

নতুনের দিক নিদর্শন

ভাল পরামর্শে বন্ধুর সখ্য

পরিহার করি এস মন্দ বাক্য







লেখক বলেছেন:

লেখা পাঠাবার সুবিধা

ইমেইল



mashudrana82k@gmail



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

সঞ্জয় নিপু বলেছেন: চেস্টা করবো কিছু করার জন্য ।

অনেক ধন্যবাদ সুন্দর লেখনির জন্য ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

পরিবেশ বন্ধু বলেছেন: একুশের চেতনায় উদ্ভুদ্য হোক সকল প্রান
ধন্যবাদ অভিনন্দন

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: একুশের দিনপঞ্জি একুশে বার্তা
সম্পাদকীয়

শহীদ রক্তে সোনার বাংলা , নজরুলেরই বাংলাদেশ
জিবনানন্দের রূপসী বাংলা , জসিমউদ্দিনের পল্লী কেশ
হাছন রাজা লালন সাই,
আব্বাস উদ্দিন , আব্দুল আলিম ,
জয়নুল আবেদিন ,এস এম সুলতান , প্রমুখেরা
বিশ্ব মাঝে
ছড়িয়ে দিল আমার মাতৃভাষার সুরের রেশ ।

৯ই ফাল্গুন তথা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার একটি
অবিস্মরণীয় দিন ।
মায়ের ভাষা ছিনিয়ে নিতে , যাদের কালথাবা
সেই সে দিনে ছোবল হানে বাংলা কণ্ঠ স্তব্দ করে দিতে
সোচ্চার হয়, প্রতিবাদ জানায় বাংলা মায়ের বীর সন্তানেরা
ঢাকা বিশ্ব বিদ্যালয়ে গঠন হয় মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য রাসট ভাষা সংগ্রাম পরিষদ । সময় ১৯৫২ সাল দিনটি ২১শে ফেব্রুয়ারি

জিন্নাহ শাসিত পাকিস্থান সরকার উর্দুকে রাসট ভাষা প্রাধান্য দিয়ে
বাংলা ভাষাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার যরযন্ত্রে লিপ্ত হয় ।
চলে দেশ ব্যপি মাতৃভাষা বাংলা চাই শ্লোগান , রাজপথে মাঠে ,ময়দানে বাংলার অস্তিত্ত জুড়ে ।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যায় কার্জন হলের সম্মুখ দিয়ে ।মুখে জুর আওয়াজ
রাস্ট ভাষা বাংলা চাই
মানতে হবে মানতে হবে ।
বেনিয়া সরকারের নির্দেশে মিছিলের উপর চালানো হয় গুলি , একে একে ঝরে যায় বীর মাতার তাজা প্রান , পিচ ডালা রাজপথ রক্তে রঙ্গিন ।
ছালাম , রফিক , জব্বার , শফিউর , বরকতের রক্তে বাংলা ভাষা চিৎকার করে রক্তিম পৃথিবীর বিবেকে আগুন জ্বালিয়ে দেয় ।

দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে সেই আওয়াজ
তাদের বুকের রক্তে জন্ম হয় একটি পতাকার , আঁকা হয়
একটি মানচিত্র , ৫২ থেকে ৭১ এবং ৩০ লক্ষ প্রানের
বিনিময়ে আসে আমাদের কাংকিত স্বাধীনতা ।

তাদের এই মহান আত্তত্যাগ জাতী জিইয়ে রাখবে চিরদিন স্বর্ণাক্ষরে ।তাদের আত্মার তরে জানাই লাল ছালাম এবং অনন্ত গভীর শ্রদ্ধা ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: আরও + কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: খুজে নিও হে প্রিয়


অন্ধকার নিয়ন আলোয় দেখেছিলুম তার মুখ
তমাসাব্রিতা চাঁদ ম্লান হয়েছিল তার আগমনে
নিভু নিভু জোনাকির ঝিলমিল রাঙা যে বন
খুনসুটি মেখে এঁকে দিয়েছিল বার্তা সেই লগনে

তারারা হেসে ছিল আকাশের গায়ে চুপি চুপি
রিনিঝিনি বৃষ্টির মত হাতের চুরি বাজিল চমৎকার
উদাসি হাওয়া লুটালে এ গায় , অদৃশ্য কটাক্ষ করে
কেন জানি সেদিন চিনিতে ভুল হল আজও খুজি বারবার

আমার নয়নে পানে দীপশিখা জ্বলে তারি পড়ে ছায়া
সমুত্র গর্জনের মত নিশুতি জাগা বুকের দীর্ঘশ্বাস
অসীম কুয়াশার ইন্দ্র হতে এক ভোরের বাতায়নে
রুদ্রস্নান ঘুম ভাঙ্গা আবীর জলসানিতে আজ শুধুই হা হুতাশ ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: অতুলনীয় ভাবের জগত ফলিয়ে ভাষার চাষ
কবি সাজায় সব হৃদয়ে বিদ্যা ফল বারমাস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.