নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা

তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা ।

আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন ।

অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।

কোরআন ।

এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী ,

হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু ।

নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা

তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে

অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি ।

পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য

করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি

ধংশ কারি ।

পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা

নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ ,

তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।

হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।

কোরআনের আয়াত

যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল ।

কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে

তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয়

নয় ।

সয়ং নবীজী ইসলামের মুর্শিদ

*************************

তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: ভদ্র ও আদব রক্ষা
ইসলামের মহান আদর্শ
আরও কবিতা +

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: কোরআনের আলো

কোরআনের রূপ মাধুরীকে জানে হৃদয়ের আলো মুসলমান
আকাশের চাঁদ অন্য সবার আমাদের চাদ আল কোরআন
তুলনা তাহার নেইকো কোথাও দৃষ্টি ফেরায়ে দেখেছি ঢের
কেমন করিয়া হয়েনা অতুল পবিত্র বাণী রহমানের
চির বসন্ত হাসিয়া উটে যে তাহার প্রতিটি স্বর থেকেই
তার মত শোভা নেই তো বাগানে তার মত কোন বাগানও নেই

নেই কো কোথাও তুলনা তো নেই আমার খোদার কালামের
হোক না মুযুক্ত আম্মানের সে হোক না মনি বদখসানের
আল্লাহর বানী মানবের কথা কি করে তা সমান হবে
হেথা ক্ষুত্রত , হেথা নিঃস্বতা ব্যবধান যেথা হামেশা রবে

ফিরিস্তা যার সমীপে সদাই করিছে শিকার অজ্ঞতার
বাগ্নিতায় এ সীমিত মানুষ কি করে হবে সমান তার

ছোট কীটের একটি পা ও তো বানাতে পারেনা মানুষ কভু
তাহলে বলনা ,সত্যর আলো কি করে বানাবে মানুষ তবু
অহে মানুষেরা গাওনা কিছু তো মহিমা মহান বারিতালার
সংযত কর যবান থাকলে কিছু ইমানের ঘ্রান তোমার ।

খোদার সমান অন্য কাউকে বানানো কঠিন কুফর তার
কিছু তো খোঁদাকে ভয় কর প্রিয় ।করনা ভীষণ মিথ্যাচার
আল্লাহ এক ও অংশি বিহিন এই যদি হয় অঙ্গিকার
তাহলে আবার হৃদয়ে কেন শিরকের এত অন্ধকার
অজ্ঞতার এ পর্দা কি করে পড়ল তোমার দিলের পর
পাপেরও পথ পরিহার কর থাকে যদি খোদার ডর
আমার করার কিবা রয় ভাই , নছিহত করি বিনয় ভরে
থাকে যদি কোন পবিত্র হৃদয় জান কোরবান তাহারি তরে ।

হৃদয়ে বাসনা কিতাবে তোমার সর্বদা চুমু দেই
এই কোরআনের চারদিকে ঘুরি কাবা তো আমার এই
দুরবে সমিন

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

উদাসীফাহিম বলেছেন: obossoi......tobe vondoder noy...amra srodda kori shajalal-amanot- fultoli-chormonai shoho desher opli aoliya alem der ke...kintu jara vondo.....islam birudhi kintu lebashe mone hoy muslim.seguluke grina kori..........jara forzkei oshikar kore...taderke sob cheye boro gaali dite chai

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভকামনা
সব সময়

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

অদৃশ্য বলেছেন:




খুব ভালো লাগলো....


শুভকামনা...

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
আপনাকেও শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.