![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
প্রিয় দেশ বাসী ও সচেতন সুনাগরিকের প্রতি আমার আকুল আহবান
দেশ আমাদের এই মাটি আমাদের , পবিত্র স্বাধীনতা আজ সারাবাংলাদেশে একদল হিংস্র মানুষ রুপি পশুর নিকট ভুলুনটিত এবং পদদলিত , অন্যায় ভাবে ধর্ষিত হচ্ছে যথা তথা নারি এবং নির্বিশেষে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে তাদের হত্তা করা হচ্ছে । দেশকে গৃহযুদ্ধের দিকে টেলে দেওয়ার জন্য একদল সুবিধা ভুগি বিদেশী দালাল চক্র উটে পড়ে লেগেছে । শুধু তাই নয় বাংলাদেশের শেয়ার বাজার , বিল হাওর , টিপাইমুখ বাধ , সুন্দর বন সহ গুরুত্ত পূর্ণ অঞ্চলকে ভারতের নিকট লিজ দিয়ে তাদের
ঘৃণ্য শ্যুন দৃষ্টিকে বাংলার উপর প্রবানিত করা হয়েছে । ফল স্বরূপ বাংলাদেশের ফেলানি সহ অনেক নিরীহ মানুষকে বর্বর ভাবে
হত্তা ও ঘুম করে ছলেছে সিমান্তে বিএস এফ কর্মীরা । শুধু ২০১২ সালের মধ্য উত্তর বঙ্গে বিএস এফ এর হাতে মারা পড়েছে ২০০ জনেরও অধিক মানুষ , নিখুজ হয়েছে আরও শতাধিক । হিমালয় পাহাড়ের অসংখ্য গুপ্ত পথ দিয়ে আসা ভারতের নানা পন্য বাংলাদেশের বাজার সয়লাব , এমনকি মদ , গাজা , সহ উত্তেজক ঔষধ ঐ পথ ধরে অবাধে ছিট মহল কর্তৃক চলছে রমরমা ব্যবসা ।
সরকার বা রাজনৈতিক প্রোপাগান্ডায় মিলছেনা এর প্রতিরোধ ।
বিএস এফ গুলি করে মারে তাদের স্বার্থকে চরিত্রারথ করার জন্য কিন্তু বাঙ্গালী বিজিবি গুলির অর্ডার পায়না । কেন /
আজ বিশ্বে বাংদেশের সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ করে । আমি সুক্ষ দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাই । সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য
দরবার হলের বিদ্রোহ ঘটানো এবং ৭০ জন সামরিক হাই কমান্ড কে নির্বিচারে হত্তা কি এই যরযন্ত্রের অংশ নয় ।
লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা , তা আজ ঘৃণ্য চক্রান্ত কারিদের হাতের পুতুল । আমাদের আর বসে থাকার সময় নেই , হে বাঙ্গালী বীর সন্তানেরা এখনও সময় আছে দল মত নির্বিশেষে আমরা আমাদের পবিত্র স্বাধীনতাকে আর হারাতে চাইনা ,
আর কখনও অন্যায়ের নিকট মাথা নত নয় ।
তাই আসুন সবাই
একসাথে রুখে দাড়াই
অন্যায় যুলুম যাই পদধলে
কুচক্রীদের আস্তানা দেই আগুন জ্বেলে
যালিম আর শয়তানের বিষদাঁত ভেঙ্গে
গর্জে উট বাঙ্গালী তিব্র প্রতিবাদের সঙ্গে ।
দূর হয়ে যাক নাগপাশ
অন্ধ আঁখি মেলে
দিপ্ত শপথে এস সবাই অনির্বাণ শিখায় আলোর এ মিছিলে ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ৩০ লাখ মানুষ শহীদ হল স্বাধীনতা খুজে
এই ৩০ লাখ শহীদের স্বজন আজকের ১৬ কোটি মানুষ
বাংলাদেশ নামক মানচিত্র
বহু দলীয় গনতান্ত্রিক অগ্রযাত্রা আজকের সংসদ
সব দলের নৈতিক সমর্থনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা
, কিন্তু প্রকৃত গনতন্ত্র প্রকৃত স্বাধীনতা , জনগনের অধিকার আজ
কোথায় , আমরা সহিংসতা চাইনা , আমরা গৃহযুদ্ধ চাইনা ,
আফগান , ইরাক হোক সে পরিনতি চাইনা । চাই জনতার এক মুক্ত
স্বাধীন সার্বভৌম বেচে থাকার মত শান্তির আবাস্থল ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশ এবং বর্তমান পরিস্থিতি , কোন পথে
রাজনৈতিক কথক ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
পরিবেশ বন্ধু বলেছেন: একদিকে কাদের মোল্লার রায় অন্যদিকে রায়ের বিরুদ্ধে অভিযোগ
এবং বিচারকের সিদ্ধান্তের উপর অনিহা , তাও আওমিলিগের
প্রোপাগান্ডা , শাহবাগে তাদের দলীয় চিৎকার চেঁচামেচি কি প্রমান
করে ?
জনতার কথক থেকে জানি
একজন জাতীয় পার্টির কর্মী মোহাম্মদ সাদেক হোসেন বলেন , যারা অপরাধী , যোগ্য শাস্তি তাদের প্রাপ্য কিন্তু ক্ষমতাসিন দল আইন কেও নাকে রশি দিয়ে গোড়াতে জানে , আইনও কি আওমিতান্তিক নয় ?
বি এন পির একজন নেতৃস্থানীয় কথাটা সমর্থন দিয়ে চিৎকার জুড়ে দেয় , চিক্কুর বন্ধ করেন হয় ইলিয়াস আলী সেজে গুম হয়ে যান নয় জামাত নেতা হয়ে রাজাকার উপাধি লাভ করে ফাঁসিতে ঝুলেন ।
ডলতে ডলতে লোকটি আড়াল হয় ।
আমরা মিরপুর কেনটরমেন্ট স্কুলের বেলতলায় বসা , আড্ডা
দিচ্ছিলুম , লেখক তৈয়ব আলী গাঁর নাড়িয়ে আমাকে বললে মিয়া , ঐ যে লোকটি একথা গুলো বলল তাত মিথ্যা নয় ।
তার নাম আজিজ , ইলিয়াস আলীর সমবয়সী , এবং তারা রাজনৈতিক সহপাটি ।
ইলিয়াস আলীর অন্তর্ধান লোকটি ছুট পেয়ে এখন প্রায় পাগলের মত , এমনকি ইদানিং মদ ও খায় ।
আমি নিরব হয়ে ভাবলুম , যে জাতী একজন চলমান সাংসদ কে জীবন্ত গায়েব হওয়ার খবর নিশ্চিত করে ঘুমাতে জানে অথচ পুলিশ , গোয়েন্দা সংস্থা গুলো , আজ পর্যন্ত তার টিকিটাও
বের করার যোগ্যতা রাখেনা সে দেশ কতটুকু স্বাধীনতার আমানত বহন করে , আমি মনে করি এহেন পরিস্থিতি চলতে থাকলে দেশের খোদ রাসটপতি বা প্রধান মন্ত্রীর বেলায় যে এমনটা ঘটবেনা সেটাই এখন প্রশ্ন , উত্তর মিলবে কি ?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: কোন রাজনৈতিক ও অভদ্র মন্তব্য অগ্রহণযোগ্য