![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জাগ এই দুর্দিনে
মোঃ মাসুদ মিয়া
হে বিবেকবান আজ ও নিরবে কাদে কত প্রান
পৃথিবীর মায়াজাল ছিন্ন করে ওরা বহুদূরে ,
স্মৃতি ১লা বৈশাখ শিল্পির কণ্ঠে বাংলার গান সেই রমনার বটমুল
বোমার আতংকে কম্পমান প্রতিটি হৃদয় দৃশ্যপটে রক্তাক্ত ।
ময়মনসিংহ ছিনামা হলে একই গঠনার পুনঃরাবৃত্তি বড়ই মন্মান্তিক
আজও হলের সামনে নির্বাক জনতা ,
ষড়যন্ত্রের নীল নকশায় গৃহযুদ্ধের মরম বেদনায় এখনও ঢাকার
দরবার হল প্রশ্নাতীত মৌন সাক্ষী ।
সিলেটের পবিত্র মাঝার শরীফ সেথাও বোমাময় আতংক
খোদার সিংহাসন যেন ঢলে । দুষ্কৃতি কাল কেয়ামত নামে
গ্যাস ফিল্ড টেংরা টিলায় , নেত্রকোনায় উদীচী শিল্পীদের হত্তা
সারা বাংলায় একই সাথে আদালত সচিবালয় ও ময়দানে
পরিকল্পিত বোমারু জঙ্গি হামলা এখনও পরাধীনতার লগ্ন হানে ,
হে প্রিয় জন আল্লাহুকে স্বরন রাখ সমাধান তার অসীম মহিমায় ।
একটা গৃহ যুদ্ধ এড়িয়ে গেলেও আরেকটার সূত্রপাত
রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য যে হবেনা তা উড়িয়ে দেওয়া যায়না , সাবধান বাংলার জ্ঞানি গুনি মহারথিরা ।
জাগ এই দুর্দিনে
বৈরি আচরন ঝেড়ে ফেল
সবাই এক হও
আমরা আর কোন নতুন ইরাক , আফগান পরিস্থিতি চাইনা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
পরিবেশ বন্ধু বলেছেন: সুপরামরশের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
কোন সরকার আমাদের অতি গরীব জনগনের (৬০%) জন্য কি করছে? এই গরীব জনগণ এককাপ চায়ের জন্য নিজের ভোট বিক্রি করে।
আর আমাদের শিক্ষিত ও ধনী শ্রেনীর (যাদের সংখ্যা খুবই কম) যার যার অবস্থানে বসে নিজেদের ধান্ধা ও দুই নম্বরী পথে আয় নিয়ে বেশি ব্যস্ত।
একবার দেশের শীর্ষ ক্লাবগুলোতে গিয়ে দেখবেন- বিভিন্ন দলের বড় বড় নেতারা একসাথে মদের টেবিলে বসে নিজেদের ভাগভাটোয়ারা নিয়ে কিভাবে ব্যস্ত। নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না। শুধু আপনার আমার মত লোকদের মধ্যে মোহ সৃষ্টি করে সংঘাত লাগিয়ে দেয়।
তাই এই সব কথা বন্ধ করুন- পারলে তৃতীয় কাউকে নির্বাচিত করুন, তৃতীয় শক্তির জন্য কবিতা লিখুন, তৃতীয় কিছুকে আহবান করুন।