নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কে সে/ যে কহে কথা শুনে যাও । একটি কবিতা ভাললাগার

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০



তারে চেনার আমন্ত্রন

****************



এম , জি , আর মাসুদ রানা



দাড়াও পথিক

কথা শুনেযাও , বুকে যে স্নিগ্ধ উর্বর বরষা

নিরন্তর বয়ে যায় , স্রোতের ফেনিল শুভ্রতায়

সেথা কোকিল কুহ কুহু ডাকে মুহুর্মুহু

নির্ভেজাল সুদ্ধ ভোরের মত কি সে মথুরায় ।



চমকে যাই

হারিয়ে তাড়িত মন , কি হে সে আহবান

কি খুজে আঁখি টিপ টিপ ছন্দ বহে মধু লগনে

আয়ত চকিত চাহনি রাজ্যর স্বপ্ন ভুলে

আমাতে সে রহস্যর বেড়াজালে ফেলে দিল ক্ষনে ।



দিকভ্রান্ত মরিচিকা

হে তন্বী তক্ষ শিলা বক্ষে এঁকে গন্ধ বিলাও

যার সন্ধানী অস্পিহার মোহে জাগে কামুক এ মন

ধুলির ধরায় এযে ঈশ্বরের মহা আলপনা

বাস্তবে রঙ মেখে তরিতে আন ডেকে বসন্ত বাতায়ন ।



থাক তোমার সে সাজ পড়ে

সে দেখিব অপলক অজস্র স্বপ্নচারি নিশুতি রাতে

ভুবন ভোলানো অমাবস্যার চাঁদনী আলেয়ায়

শুনব অরন্যর নিশাচর দিপালিকার ডানার ঝটপটানি

আর নিরব গহনে ছায়া হয়ে এস খুজে পাবে সেথা আমায় ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভকামনা

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল++++

কেমন আছেন??


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: যেভাবে খোঁদা রাখলেন তার কৃপায়
সেই মত রই
গ্রামে গিয়েছিলেন বুঝি
ভাল থাকেন শুভেচ্ছা জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.