![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
পীর মুর্শিদ অলি আউলিয়া দের শানে বেয়াদবি করা মানে আল্লাহ রাছুলের সাথে সম্পর্ক ছিন্ন করা ।
************************
আল্লামা ডঃ মোহাম্মদ মাসুদ মিয়া মোহাদেদছ মুফতিয়ে ছূণ্ণাহ
আরবি বিশ্ব বিদ্যালয় , নেত্রকোনা সতরশ্রী
যারা নুর নবী হজরত সা কে মানেনা , অলি আউলিয়াদের মানেনা
তারা মুলত কোরআন না বুঝে আল্লাহকেই মানেনা ।
আলা আউলিয়া আল্লাহু লা কাউফুন অয়ালাইয়াহযানুন ।
অর্থ নিশ্চয় আমার বন্ধু বা অলিদের ভয় নেই দুনিয়া ও আখেরাতে ।
কোরআন ।
এখন অলি কারা , হজরত বড় পীর শাহসৈয়দ সুলতান আব্দুল কাদির জিলানী রা , বায়েজিদ বোস্তামি , খাজা মাইন উদ্দিন চিশতী ,
হজরত শাহ জালাল ইয়েমেনি রা , হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রা , , হজরত নিযাম উদ্দিন আউলিয়া প্রমুখ গন আল্লাহর অলি , আউলিয়া বা আল্লাহর বন্ধু ।
নবীজী বর্ণনা করেছেন , আল্লাহ বলেন আমার বন্ধু বা অলি যারা
তারা আমার জোব্বার চাইতেও নিকটে এবং অলিদের বিরুদ্ধে
অবস্থান নিলে আমি সয়ং মাবুদ যুদ্ধ ঘোষনা করি , হাদিস বায়হকি ।
পীর মুর্শিদ অমান্য করে তারা আল্লাহ ও তার রাছুল কে অমান্য
করে এবং তারাই মাঝার বা অলিদের মর্যাদা পূর্ণ পবিত্র সমাধি
ধংশ কারি ।
পীর অর্থ পথ দেখানো ওয়ালা / মুর্শিদ অর্থ দিক চিনানো ওয়ালা
নবীজী বলেন আল্লাহর বন্ধু বা আউলিয়া গনের মর্যাদা অতি উচ্ছ ,
তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।
হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।
কোরআনের আয়াত
যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর । নিশ্চয় আল্লাহ ক্ষমা শীল ।
কোরআনের একটি অক্ষর বা আয়াত কে অস্বীকার কারী আল্লাহকে অস্বীকার কারী , আর যারা আল্লাহকে অস্বীকার করে
তারা নাস্তিক , তাদের ধর্ম কর্ম , এবাদত , আল্লাহর নিকট গ্রহণীয়
নয় ।
সয়ং নবীজী ইসলামের মুর্শিদ
*************************
তৌহিদেরও মুর্শিদ আমার মোহাম্মাদের নাম
ভদ্র ও আদব রক্ষা
ইসলামের মহান আদর্শ ।
: কোরআনের আলো
কোরআনের রূপ মাধুরীকে জানে হৃদয়ের আলো মুসলমান
আকাশের চাঁদ অন্য সবার আমাদের চাদ আল কোরআন
তুলনা তাহার নেইকো কোথাও দৃষ্টি ফেরায়ে দেখেছি ঢের
কেমন করিয়া হয়েনা অতুল পবিত্র বাণী রহমানের
চির বসন্ত হাসিয়া উটে যে তাহার প্রতিটি স্বর থেকেই
তার মত শোভা নেই তো বাগানে তার মত কোন বাগানও নেই
নেই কো কোথাও তুলনা তো নেই আমার খোদার কালামের
হোক না মুযুক্ত আম্মানের সে হোক না মনি বদখসানের
আল্লাহর বানী মানবের কথা কি করে তা সমান হবে
হেথা ক্ষুত্রত , হেথা নিঃস্বতা ব্যবধান যেথা হামেশা রবে
ফিরিস্তা যার সমীপে সদাই করিছে শিকার অজ্ঞতার
বাগ্নিতায় এ সীমিত মানুষ কি করে হবে সমান তার
ছোট কীটের একটি পা ও তো বানাতে পারেনা মানুষ কভু
তাহলে বলনা ,সত্যর আলো কি করে বানাবে মানুষ তবু
অহে মানুষেরা গাওনা কিছু তো মহিমা মহান বারিতালার
সংযত কর যবান থাকলে কিছু ইমানের ঘ্রান তোমার ।
খোদার সমান অন্য কাউকে বানানো কঠিন কুফর তার
কিছু তো খোঁদাকে ভয় কর প্রিয় ।করনা ভীষণ মিথ্যাচার
আল্লাহ এক ও অংশি বিহিন এই যদি হয় অঙ্গিকার
তাহলে আবার হৃদয়ে কেন শিরকের এত অন্ধকার
অজ্ঞতার এ পর্দা কি করে পড়ল তোমার দিলের পর
পাপেরও পথ পরিহার কর থাকে যদি খোদার ডর
আমার করার কিবা রয় ভাই , নছিহত করি বিনয় ভরে
থাকে যদি কোন পবিত্র হৃদয় জান কোরবান তাহারি তরে ।
হৃদয়ে বাসনা কিতাবে তোমার সর্বদা চুমু দেই
এই কোরআনের চারদিকে ঘুরি কাবা তো আমার এই
দুরবে সমিন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: যারা পীর ণাম লয়ে ব্যবসা করে তারা ইসলামের শত্রু
নবীজীর শত্রু এবং অলি আঊলীয়াদের শত্রু ।
নবীজীর বহু নাম , এর মধ্য একনাম পীর/ বাঁ মুর্শিদ
যার অর্থ পথ দেখানো বা দিক চিনানো ওয়ালা ।
মহান এক অলি বলেন
কলাগাছ ধ্বংস করে জিরে
এর বাংলাদেশ ধ্বংস করে ভণ্ড পীরে , ধন্যবাদ
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
দিশার বলেছেন: "কোরআনের আয়াত
যারা বায়াত হয় বা মুরিদ হয় তাদের হাত রাছুলের হাতের উপর আর রাছুলের হাত আল্লাহর হাতের উপর ।"
এটার লিংক দেন .
"তারাই আখেরি নবীর ইসলামকে জিন্দা রাখবে তার শাশ্বত কল্যানে ।
হাদিস , দুররে ছমিন । ৫১ কথিকা ।"
দুররে ছমিন তা কি জিনিস ? খায় না মাথায় দেয়?এটার ও দেন।
পীরের দালালি করেন বুঝায় যায় আপনের লেখা থেকে।
আপনের পির এর ব্যাঙ্ক একাউন্ট আসে? ভোটের id ? সাহস থাকলে জবাব দিবেন কমেন্ট মুছবেন না
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: সুরা ফাতহ ২৬ প্যারা ৭/৮/৯ আয়াত দেখুন
দুররে ছমিন কিতাবের নাম
লিংক চেয়ে বেয়াদবি কেন ? মূর্খ
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার কবিতা পড়ে আমারো মাঝে মাঝে ইচ্ছে করে ইসলামি কবিতা লিখি।কিন্তু সংগত কারণে লিখা হয় না।
চারিদিকে আজ অন্ধকার-কালো
জ্বালতে হবে কুরআনের আলো।
ভালো লাগল++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: মহা বিপদে বন্ধু মহতি আমাকে দেখুন কিভাবে বেয়াদবের মত
না বুঝে কমেন্ট করে , মনে করে হেরা ব্লগে পুরান মাল অথচ
সারে ২ বছর ব্লগ জগতে । পর পর ২ টা নিক পাল্টা ইলাম
তবু এরা অভদ্রতা ছাড়েনা
ভাল থাকেন সব সময়
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
ম্যানিলা নিশি বলেছেন:
বাংলাদেশে "পীর ব্যাবসা" সবচাইতে লাভজনক ব্যাবসা