নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক কথক , অদ্ভুদ উটের পিষ্টে চলছে দেশ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

বাংলাদেশ এবং বর্তমান পরিস্থিতি , কোন পথে

রাজনৈতিক কথক

**********************





একদিকে কাদের মোল্লার রায় অন্যদিকে রায়ের বিরুদ্ধে অভিযোগ

এবং বিচারকের সিদ্ধান্তের উপর অনিহা , তাও আওমিলিগের

প্রোপাগান্ডা , শাহবাগে তাদের দলীয় চিৎকার চেঁচামেচি কি প্রমান

করে ?

জনতার কথক থেকে জানি

একজন জাতীয় পার্টির কর্মী মোহাম্মদ সাদেক হোসেন বলেন , যারা অপরাধী , যোগ্য শাস্তি তাদের প্রাপ্য কিন্তু ক্ষমতাসিন দল আইন কেও নাকে রশি দিয়ে গোড়াতে জানে , আইনও কি আওমিতান্তিক নয় ?



বি এন পির একজন নেতৃস্থানীয় কথাটা সমর্থন দিয়ে চিৎকার জুড়ে দেয় , চিক্কুর বন্ধ করেন হয় ইলিয়াস আলী সেজে গুম হয়ে যান নয় জামাত নেতা হয়ে রাজাকার উপাধি লাভ করে ফাঁসিতে ঝুলেন ।

ডলতে ডলতে লোকটি আড়াল হয় ।

আমরা মিরপুর কেনটরমেন্ট স্কুলের বেলতলায় বসা , আড্ডা

দিচ্ছিলুম , লেখক তৈয়ব আলী গাঁর নাড়িয়ে আমাকে বললে মিয়া , ঐ যে লোকটি একথা গুলো বলল তাত মিথ্যা নয় ।



তার নাম আজিজ , ইলিয়াস আলীর সমবয়সী , এবং তারা রাজনৈতিক সহপাটি ।

ইলিয়াস আলীর অন্তর্ধান লোকটি ছুট পেয়ে এখন প্রায় পাগলের মত , এমনকি ইদানিং মদ ও খায় ।



আমি নিরব হয়ে ভাবলুম , যে জাতী একজন চলমান সাংসদ কে জীবন্ত গায়েব হওয়ার খবর নিশ্চিত করে ঘুমাতে জানে অথচ পুলিশ , গোয়েন্দা সংস্থা গুলো , আজ পর্যন্ত তার টিকিটাও

বের করার যোগ্যতা রাখেনা সে দেশ কতটুকু স্বাধীনতার আমানত বহন করে , আমি মনে করি এহেন পরিস্থিতি চলতে থাকলে দেশের খোদ রাসটপতি বা প্রধান মন্ত্রীর বেলায় যে এমনটা ঘটবেনা সেটাই এখন প্রশ্ন , উত্তর মিলবে কি ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
অদ্ভুদ উটের পিষ্টে চলছে দেশ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: একমত +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.