নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর মানব সৃষ্টি রহস্য এবং আজ্রাইল ভুমিকা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

আল্লাহর মানব সৃষ্টি রহস্য

********************

কোরআন , ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক

অর্থ পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ।

কিভাবে ,

আল্লাহ সব ফেরেস্তাদের ডাকলেন এবং বললেন আমি মানব বানাতে

চাই , হে আমাদের রব এবাদত কারী হিসাবে কি আমরা যথেষ্ট নই ।

মানব সৃষ্টি করলে ওরা আপনাকে ভুলে মারামারি কাটাকটি করবে ।

আল্লাহ ধমক দিলেন আমি যা জানি তোমরা তা জাননা ।

ফেরেস্তারা সবিনয়ে তার প্রভুর সামনে মাথা নত করলেন হে আল্লাহ

যা কিছু আপনার সবি উত্তম এবং আপনার মহানুভবতা ।



প্রধান ৪ ফেরেস্তা কে বললেন তোমরা মাটি সংগ্রহ কর , আল্লাহর

সৃষ্টি ব্রহ্মাণ্ডে কোথাও তারা মাটি দেখতে পেলেন না , অবশেষে

পৃথিবীর বক্ষতল কোটি কোটি আলোক বর্ষ মাইল জলাদার এর

নিচে এক টুকরা মাটি দেখলেন , ১ম গেল মিকাইল আ যিনি সমস্ত আকাশ ও মেঘমালা পরিচালনা করেন । মাটির নিকট পৌছতেই মাটি করুন সুরে আল্লাহর দোহাই দিল , তিনি করুন

কান্না শুনে ফিরে এল প্রভুর নিকট এবং তা বলল , ২য় বার গেল

ইস্রাফিল আ যিনি শিঙ্গা নিয়ে বসে এক পায়ে দাঁড়িয়ে আদেশ পাওয়া মাত্রই বাশিতে ফু দিবেন দুনিয়া কেয়ামত হয়ে যাবে আবার ফু দিবে সব মৃত মানুষ যেখানে যে অবস্থায় জিন্দা ভেসে

উটবে আবার ফু দেবে বিচার শুরু হবে , তিনি ও মাটির কান্নায় চলে

এল , গেল জিব্রাইল আ তিনিও ফিরে এলেন ।

শেষ বেলা গেল আজ্রাইল আ মাটির কান্না তাকে ভুলাতে পারলনা

মাটিকে ছিঃরে আল্লাহর দরবারে হাজির করল , আল্লাহ আদম আ

কে বানালেন এবং জান দিলেন এবং সব ফেরেস্তাদের ডেকে বললেন তোমরা জেনে রাখ এই আদমের জান কবজ করার ক্ষমতা আজ্রাইল কে দেওয়া হল ,কারন তার দয়া মায়া নাই ।

তফছিরে কবির , কোরআন ব্যক্ষ্যা । চলবে

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ফারমার বলেছেন: আজরাইল বলতে কিছু নেই!
আমরা যা দেখতে পাই না, টা ভাইরাস বা ব্যাকটেরিয়া!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

এ আর হাসাইন। বলেছেন: আমরা যা দেখতে পাই তা বাস্তব, , , আর যা দেখতে পাই না তা বিশ্বাস । আমি একজন বিশ্বাসী, এবং মধ্যপন্থা অবলম্বনকারী ।

পরিবেশ বন্ধু আপনাকে ধন্যবাদ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , উপরের কমেন্ট দারি আমার মনে হয় নাস্তিক

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
সাথে থাকার জন্য
অভিনন্দন ও শুভেচ্ছা
অগ্রগন্য

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++++++

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: সত্য চিরদিন সুন্দর
সাম্য গড়ে তুলে সমাজ
ন্যায় ও একতায়
দেবে যাক মিথ্যার আওয়াজ ।

ভাল থাকা চাই
শুভেচ্ছা তাই

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

হুমায়ুন তোরাব বলেছেন: valo laglo..
abol tabol post na diye emon post diben,songe pabe.

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভকামনা বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.