নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর কালামের কত গুন , সংবিধানে বিসমিল্লাহ শরিফ বলবত চাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ধর্ম ও সংবিধান

ফেরাউন এর প্রাসাদে তাদের পূর্ব পুরুষের একটি রাজ তোরনে

বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা ছিল ।

ফেরাউনের স্ত্রী সতি সাধ্বী বেহেস্তি নারি আছিয়া প্রায়ই সেথা গিয়ে

নিরবে আল্লাহর এবাদতে লিপ্ত থাকতেন , ফেরাউন একদিন তা

দেখে আছিয়া রা কে বললেন আল্লাহ কে , এই সাম্রাজ্যর আমিই

প্রভু আমার নামে সিজদা দাও । আছিয়া রা বললেন কিছুতেই নয়

জান থাকতে এক আল্লাহ ছাড়া আর কারও নিকট মাথা নত করবনা ।ফেরাউন তার নিজ শিশু পুত্রদের ফুটন্ত তেলের মধ্য ছেড়ে দিলেন ।

তবুও আছিয়া রা ঈমান কে মজবুত রাখলেন এবং বিসমিল্লাহ শরিফ

পাঠ করতে থাকলেন ।

ফেরাউন তার সৈন্য দের আদেশ দিলেন যেথা বিসমিল্লাহ শরীফ

সংরক্ষিত সেটা ভেঙ্গে ফেলার জন্য , তারা যথা স্থানে গিয়ে যখন

ভাঙ্গার কাজে হাত দিতে চাইলেন সেথা হতে এক নূরানি জ্যোতি

এসে সেইসব সৈনিকের চোখ অন্ধ করে দিলেন ।

আল্লাহর কালামের কত গুন অথচ বাংলাদেশ সংবিধান এ সংরক্ষিত মুল চার নিতির মধ্য বিসমিল্লাহ শরিফ কে বাদ দিয়ে

কি ইসলামের অবমাননা করা কি উচিৎ ।

ইসলাম কোন দলের নয় ইসলাম সর্বস্তরের সকল জাতীর মুক্তি

ও পাথেয় যার কথা কালাম সবই সয়ং আল্লাহর ।

এতএব বাংলাদেশ সংবিধানে আবার বিসমিল্লাহ শরিফ সংরক্ষিত রেখে মহান আল্লাহর রোষানল হতে মুক্তি হোক ।

আল্লাহ বলেন যারা আমার কোরআন নির্দেশিত কিতাবের অবমাননা করল তাদের উপর গজব , আর আল্লাহর ক্ষুত্রত এত

প্রবল যে হও বলতেও সব সৃজন হল আবার ধ্বংস হও বলতেই

সব ধংশ হয়ে যাবে , আল্লাহ আমাদের ক্ষমা ও হেদায়েত দিন , আমিন ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: বি, দ্র , জামাত শিবির বা কোন দল ইসলাম নয় , ইসলাম আল্লাহর
মূর্খতা পরিহার করে কমেন্ট চাই ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ফারমার বলেছেন: ফেরাউনরা মোটামুটি নিজকে 'খোদা' দাবী করতেন!

ফেরাউনের স্ত্রী কো ধর্মের ছিলেন? মিশরে তখন অন্য ধর্ম ছিল, 'ইহুদী' ধর্ম। বিসমিল্লাহ কি কোরান আসার আগেই ছিল?

তখন ইসলাম ছিল না!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: কোরআন মানব সৃষ্টির আগেই আল্লাহর আরশে সংরক্ষিত লাওহে
মাহফুজ নামক স্থানে সংরক্ষিত ছিল । আর ইসলাম আদম আ
থেকেই ছিল । আর আদম আ এবং হাওয়া আ এর কলমা ছিল
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছুলুল্লাহ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আমি বাঁধনহারা বলেছেন:

খুব ভালো লাগল
অনেক কিছু জানা হল।
+++++++++
শেয়ার করার জন্য মুবারাকবাদ।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে
হলাম খুশি
ভাল থাকবেন
দিবানিশি

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

আহসান ০০১ বলেছেন: ভালো বোলসেন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: সাবধান বন্ধু বুঝে শুনে পা ফেল
দলীয় কোন্দলে ব্লগারদের জাত গেল

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
@ ফারমার..........................বিসমিল্লাহ অনেক আগে থেকেই আছে। যেমন-কোরআনের ১৯ পারায় আছে হযরত সোলায়মান (আঃ) যখন চিঠি লিখেছিলেন কোন এক রাষ্ট্রপ্রধানের কাছে তখন তিনি বিসমিল্লাহ্ দিয়েই শুরু করেছিলেন (সম্পুর্ণ ঘটনাটি আমার এই মুহুর্তে মনে পড়ছে না তাই সেই রাষ্ট্রপ্রধানের নামটি আমি বলতে পারলাম না বলে দুঃখিত)।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
সাথে থাকার জন্য

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

কোকিলতালীয় বলেছেন: //আল্লাহর কালামের কত গুন অথচ বাংলাদেশ সংবিধান এ সংরক্ষিত মুল চার নিতির মধ্য বিসমিল্লাহ শরিফ কে বাদ দিয়ে
কি ইসলামের অবমাননা করা কি উচিৎ ।//

কখন কখন নিজের গণ্ডির বাইরেও চিন্তা করে দেখবেন। গণতন্ত্র সবাই কে সমান বলে বিবেচনা করে। গণতান্ত্রিক দেশের সংবিধান সব ধর্মের সব ধরণের মানুষের জন্য সমান ভাবে প্রযোজ্য। দেশে বেশীর ভাগ মুস্লিম বলেই যে সংবিধান "পরম করুণাময় আল্লাহর নামে" শুরু হবে তার কি মানে? দেশে অন্য ধরমের লোকও আছে, অধার্মিকও লোক আছে, যাদের আল্লার উপর বিশ্বাস নেই। এই partiality দূর করতেই লাইন টা বাদ দেয়া হয়েছে। যদি লাইনটার প্রতি এতই ভালবাসা থাকে তবে জামাত ছাগুর মত দেশে শরীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে নেমে পরুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: হাদিস নবীজী কাফের দের সাথে সন্ধি চুক্তি করলে কাফের রা
বিসমিল্লা শরীফ মুছে দেওয়ার কথা বলে যদি তা হয় তবে চুক্তি
মানবে আল্লাহর পক্ষ থেকে সান্ত্রনা আসে হে আমার হাবিব
ধরয্য অবলম্ভন করুন তারা তো প্রকাশ্য বিপথে নিশ্চয় আমার
সাহায্য আপনার বিজয়ে ।
নবীজী হজরত আলী রা কে দিয়ে সন্ধি থেকে মুচলেন অথচ নিজে
মুচলেন না ।
মক্কা বিজয়ের পর নবীজী সবপ্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম
কে প্রাধান্য দিয়ে আল্লাহর নিকট শোক্রিয়া জানালেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.